মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
আপনি কি আপনার শর্ত বাচ্চাটিকে নাম রাখার জন্য ইন্টারনেটে বিভিন্ন ইসলামিক নাম খুঁজছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের পোস্টটি শুধুমাত্র আপনার জন্যই। আমরা আজকে কিছু বাছাই করা ইসলামিক নাম আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনারা চাইলে আপনার মেয়ে সন্তানের নাম হিসেবে রাখতে পারেন।
নিচে টেবিল করে মেয়েদের ইসলামিক নাম দেওয়া হলো:
ইসলামিক নাম: | নামের অর্থ: |
তামীমা | মাধুলি |
আফিয়া আয়মান | পূণ্যবতী শুভ |
আফিয়া শাহানা | পূণ্যবতী রাজকুমারী |
জামিলা | সুন্দর |
খুরশিদা | সূর্য |
মাহজাবীন | চাঁদ কপাল |
মায়িশা বিলকিস | সুখী জীবন-যাপন করিনী |
আফিয়া ফারজানা | পূণ্যবতী বিদূষী |
আসমা ইয়াসমিন | অতুলনীয় সুন্দর ফুল |
আফরোজা | আলোকময়,সুন্দর |
উম্মে আয়মান | ভাগ্যবতী |
কাশফিয়া | প্রকাশমান |
তাহমিদা | প্রশংসা করা |
আমিনা | বিশ্বাসী |
নাজনীন | কোমলদেহী |
আনিসা তাহসিন | সুন্দর উত্তম |
মারিয়া | পরিষ্কার,শুভ্র |
মনিচা | উপদেশক |
আয়লা | গাছ |
মাজিদা | প্রসিদ্ধ |
রোজীনা | শান্ত |
মাফরুজা | আবশ্যকীয় |
মাহজাবিন | চাঁদ কপাল |
সুমাইয়া | সম্মানিত |
সাইয়েদা | নেত্রী |
শাহজাদি | রাজকুমারী |
শাহনাজ | রাজগর্ব |
মুশফিকা | স্নেহশীলা |
রেশমিনা | স্নেহশীলা |
রাফেজা | দল ত্যাগী |
রাহনুমা | পথ প্রদর্শক |
তাসমীম | দৃঢ়তা |
তাহসিনা | উন্নয়ন |
রফিকা | সঙ্গিনী |
নিশাত ফারহাত | আনন্দ উল্লাস |
লামিসা | স্পর্শ |
আসমা আনিকা | অতুলনীয় রূপসী |
আতিয়া শাহনা | দানশীল রাজকুমারী |
জিনিয়া | অলংকৃত |
রাঘিবা | এমন একজনমহিলা যে ইচ্ছে সম্পূর্না |
রাহিমা | সৎ অথবাদয়ালু এমন এক মনের মহিলাকে বোঝানো হয়েছে |
রিমহা | এক সাদা গজিলা হরিণকে বোঝানো হয়েছে |
রাবিতা | সমাবেত হওয়া |
রানা সাইদা | সুন্দর নদী |
ইয়াসমীন | সতী |
ইয়াসমীন যারীন | সোনালী জেসমীন ফুল |
ইরতিজা | অনুমতি |
ইসমাত আফিয়া | পূর্ণবতী |
ইফা | বিশ্বাস |
ল্যারিকা | সুন্দরী ও বুদ্ধিমতী |
লিজা | ঈশ্বরের প্রতিজ্ঞাবতী |
লুসী | জ্যোতি |
তো এই ছিল আমাদের আজকের আয়োজন, উপরের টেবিলগুলোর মধ্যে এত এত নামের ভিড়ে কোন নামটি সবচাইতে বেশি পছন্দ হয়েছে আপনার সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর পোস্টটি কাজের মনে হলে নিশ্চয়ই রিসেন্টলি মেয়ে হয়েছে এরকম বাবার কাছে পোস্টটি শেয়ার করে দিন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ধন্যবাদ।