শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়ােজন আছে কী? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। Class 6 Home Science 6th Week Assignment Answer. ক্লাস ৬ এর গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Garhosto Biggan 6 Soptaher Assignment Er Uttor ba Somadhan. 2nd & Last Domestic Science Assignment Solve 2020.
The 6th weeks class 6 home science assignment has questions about family and children. The same question has been asked from the family and children in the fourth chapter. The question is, is there a need to divide the child tomorrow based on the different characteristics of the child? Argue in favor of the answer. Some instructions have been given to do the answer. That is – the correct division and naming according to age. Need to determine the conduct or characteristics according to the naming. Explain why partition is necessary. The information must be presented in a consistent manner.
We know that everyone under the age of 18 is considered a child. Now the question may be one of the characteristics of a newborn baby or a 5 year old baby? Never. So the baby kale has been given different names based on the characteristics of different ages of the baby. Every child is an important member of the family. So we need to know the characteristics of children of different ages. There is of course a need to divide the child tomorrow based on the different characteristics of the child and we are trying to argue in favor of the answer.
ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন রয়েছে পরিবার ও শিশু বিষয়ক। প্রশ্নটিই চতুর্থঅধ্যায় পরিবার ও শিশু থেকে করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশু কালকে বিভাজন করার প্রয়োজন আছে কী? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। উত্তরটি করতে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। তা হলো- বয়স অনুযায়ী সঠিক বিভাজন ও নামকরণ করতে হবে। নামকরণ অনুযায়ী আচার বা বৈশিষ্ট্য নির্ধারণ করতে হবে। বিভাজন কেন প্রয়োজন তার ব্যাখ্যা প্রদান করতে হবে। তথ্যগুলো ধারাবাহিক ভাবে উপস্থাপন করতে হবে।
আমরা জানি ১৮ বছরের নিচে সকলকে শিশু বলে গণ্য করা হয়। এখন প্রশ্ন হতে পারে একটি সদ্যজাত শিশু কিংবা একটি ৫ বছরের শিশুর বৈশিষ্ট্য কি এক? কখনোই না। তাই শিশুর বিভিন্ন বয়সের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশু কালকে বিভিন্ন নামকরণ করা হয়েছে। প্রতিটি শিশুই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই বিভিন্ন বয়সের শিশুর বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশু কালকে বিভাজন করার প্রয়োজন অবশ্যই রয়েছে এবং উত্তরের সপক্ষে আমরা যুক্তি প্রদান করার চেষ্টা করছি।
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ২
রচনামূলক প্রশ্ন:
১। শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়ােজন আছে কী? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
১ নং প্রশ্নের উত্তর
উত্তরঃ ১৯৮৯ সালে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে ১৮ বছরের নিচে সকলকে শিশু হিসেবে গণ্য করা হয়। এখন প্রশ্ন হতে পারে একটি সদ্যজাত শিশু বা একজন ৫ বছর বয়সের বৈশিষ্ট্য কি এক? কখনই না। তাই শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে
(জন্ম – ২ সপ্তাহ) = নবজাতক কাল
(২ সপ্তাহ – ২ বছর) = অতি শৈশব
( ২বছর – ৬ বছর)= প্রারম্ভিক শৈশব
( ৬ বছর -১০/১১ বছর) = মধ্য শৈশব
প্রতিটি শিশুই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাই শিশুর বিভিন্ন বৈশিষ্ট্রের উপর ভিত্তি করে বিভাজন করার প্রয়োজন আছে। কারণ-
- শিশুর সাথে সঠিক আচরণ করতে পারবো।
- বিভিন্ন বয়সের শিশুর চাহিদা পূরণ করতে পারবো।
- শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে নতুন মা-বাবাকে সচেতন করতে পারবো।
- যেকোন ধরনের অস্বাভাবিকতায় সময় মতো চিকিৎসা করতে পারবো।
- বড় ভাই-বোন হিসেবে তাকে যত্ন ও সঙ্গ দিতে পারবো।

Very beautiful answer..
Awesome…