0

উদ্দীপকের ১ম চিত্রে মােম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা কর। Explain the next stage of meme melting in the 1st picture of the stimulus. Class 6 Science 4th Week Assignment Answer, 4th Soptaho Biggan Somadhan / Uttor, বিজ্ঞান ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান, চতুর্থ সপ্তাহের বিজ্ঞান প্রশ্নের উত্তর।

Science class 6 4th week question

গ) উদ্দীপকের ১ম চিত্রে মােম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা কর।

“গ” নং প্রশ্নের উত্তর

উদ্দীপকের ১ম চিত্রে মােম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা: মােমবাতি জ্বালানাে হলে মােমবাতির একটি অংশ পুড়ে আলাে দেয় আর আরেকটি অংম আগুনে গলে মােমবাতির গা বেয়ে পড়তে থাকে, যা কিছুক্ষণ পর আবার জমে কঠিন মােমে পরিণত হয়। তরল মােম থেকে কঠিন মােম হওয়ার প্রক্রিয়া হলাে শীতলীকরণ। শুধু মােম নয় মােমের ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রেই এমনটি হতে পারে।

 

Class 6 Science 4th Week Assignment All Answer