পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম,ফ্রিল্যান্সাররা বাংলাদেশের জিডিপি তে বর অবদান রাখলেও সূযোগ সুবিধার দিক থেকে তারা উপেক্ষিত । তাদের দীর্ঘ দিনের চাওয়া পেপাল বাংলাদেশে এখন আসেনি। কিন্তু বাংলাদেশে ফ্রিলান্সারদের জন্য বিকাশ সুন্দর একটা ব্যবস্থা নিয়ে এসেছে। আগে বিভিন্ন মেথড ব্যবহার করে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে টাকা উত্তোলন করতে হত। পেওনিয়ার থেকে ব্যাংকে উইথড্র করতে হতো।

এখন আপনি খুব সহজেই পেওনিয়ার টু বিকাশ উইথড্র করতে পারবেন। আপনি এখন বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই পেমেন্ট গেটওয়ে সার্ভিস পেওনিয়র থেকে বিকাশে টাকা আনতে পারবেন।

 

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার সহজ উপায়

সম্প্রতি বিকাশ ঘোষনা করে যে দেশের বাইরে থেকে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা যাবে । বিষয়টি এর মধ্যে অনেকেই অবগত হয়েছেন । আবার অনেকেই জানেন না । যারা জানেন না তারা জেনে নিন “পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম” সম্পর্কে আলোচনা করা হলো ।

 

পেওনিয়ার কি – কেন মানুষ পেওনিয়ার ব্যবহার করে

পেওনিয়ার হলো একটি আন্তর্জাতিক ওপেন ব্যাংক। যে কোন দেশ থেকে এই ব্যাংকের একাউন্ট খুলে লেনদেন করা যায়। ২০০ টিরও বেশি দেশ থেকে এতে পেমেন্ট গ্রহণ করা যায়। তাই যারা বৈদেশিক ব্যবসা কিংবা সেবা দিয়ে অর্থ উপার্জন করেন তাদের জন্য পেওনিয়ার হতে পারে একটি আদর্শ ব্যাংক। শুধু তাই নয় বিভিন্ন দেশে এটি সে দেশের লোকাল ব্যাংকের মতই ব্যবহার করা যায়।

বিশ্বের যে কেউ পেওনিয়ার একাউন্ট খুলতে পারবে। তবে তাকে তার পরিচয় প্রমাণের জন্য জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে। বাংলাদেশে যারা ভোটার হয়েছেন বা যাদের এনআই কার্ড আছে তারা সহজেই পেওনিয়ার একাউন্ট খুলতে পারেন।

আপনি যদি একজন ব্যবসায়ি বা ফ্রিল্যান্সার কিংবা অনলাইন বিক্রেতা হয়ে থাকেন। আপনার যদি বৈদেশিক লেনদেন করার প্রয়োজন পরে। বিভিন্ন দেশ থেকে অর্থ গ্রহণ করার প্রয়োজন হলে আপনি পেওনিয়ার একাউন্ট খুলে ব্যবহার করতে পারেন। আপনার দেশের বাইরে অর্থ লেনদেন প্রয়োজন না হলে পেওনিয়ার একাউন্ট খুলে আপনি কি করবেন? হ্যাঁ, এর মার্কেটিং করে কিছু টাকা আয় করার নিয়ত থাকলে খুলতে পারেন।

 

পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম

  • সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপ এ লগইন করুন।
  • এরপর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে “More” বা “আরও” অপশনে ক্লিক করুন ।
  • পরবর্তীতে সেবাসমূহ থেকে রেমিটেন্স অপশন সিলেক্ট করুন ।
  • এখন পেওনিয়ার অপশন সিলেক্ট করুন
  • পেওনিয়ার একাউন্ট খোলা না থাকলে আপনি একাউন্ট খুলতে পারবেন ।
  • অন্যদিকে একাউন্ট খোলা থাকলে আপনার পেওনিয়ার একাউন্টে লগইন করুন অপশনে ক্লিক ।
  • পরে দেখতে পাবেন নতুন পেজে আপনার লগইন ডিটেইলস লিংক চলে এসেছে ।
  • আপনার পেওনিয়ার একাউন্ট লগ ইন ডিটেলস দিয়ে লগইন করুন ।

 

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে লেনদেনের খরচ

পেওনিয়ার থেকে বিকাশে মানি আনতে পেওনিয়ার লেনদেনের খরচের 2% কাটতে পারে। কিন্তু এখন বিকাশের 2% বোনাসের সাথে, এটি ধরে নেওয়া যেতে পারে যে আপনার মূল পরিমাণ প্রায় একই থাকতে পারে।

বিকাশ গ্রাহক পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করলে প্রতি লেনদেনে ফ্ল্যাট ২% ইনস্ট্যান্ট বোনাস পাবেন । অফারটি চলবে ১০ ফেব্রুয়ারি-১০ মার্চ, ২০২২ পর্যন্ত । অফার চলাকালীন লেনদেনের কোনো লিমিট নেই ।

 

অনলাইনে টাকা পাঠানোর নিয়ম

বিকাশে জন্য পেওনিয়ার থেকে টাকা পেতে ব্যাংকের তুলনায় অনেক কম সময় লাগবে।মাত্র কয়েক মিনিটে আপনি পেওনিয়র থেকে বিকাশে টাকা আনতে পারবেন।যেখানে ব্যাংকে ৭ দিন অপেক্ষা করতে হতো আবার ব্যাংক থেকে টাকা তোলার জন্য আবার লাইন দাড়ানো চেক লেখা ব্যাংকে গিয়ে জমা দেওয়া ইত্যাদি কাজ করতে হতো।

সেখানে কোন ঝামেলা ছাড়াই ঘরে বসে বিকাশে আপনার ফ্রিল্যান্সিং এর টাকা তুলতে পারবেন। তাই আপনার যদি জরুরী টাকার প্রয়োজন হয় ,তবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা তোলার সুবিধাটি ভাল বিকল্প হতে পারে।

আাশাকরি এই আর্টিকেল থেকে আপনার সমস্যার সমাধান পেয়েছেন । শেষ পর্যন্ত সাথে থাকার জন্যে ধন্যবাদ।

Leave a Comment