মোবাইল দিয়ে টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্ট তুলুন

আপনি কি চান আপনার হাতে থাকা ফোনটির মাধ্যম দিয়ে অনলাইনে আয় করতে ? তাহলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য। আমি আপনাদের দুইটি পদ্ধতি শেখাব একটি পদ্ধতি হলো আপনার বিকাশ / নগদ বা মোবাইল রিচার্জ এ পেমেন্ট পাবেন। এবং এটি খুবই সহজ এবং 101% পরীক্ষিত।

[Adsense]

পরবর্তীতে শেখাবো যাদের পেপাল একাউন্ট আছে তারা কিভাবে অনলাইনে আয় করবেন তাও আবার শুধুমাত্র গেম খেলে।

যাই হোক আমি আজ যে অ্যাপসটি নিয়ে কথা বলবো তার নাম খেলাঘর এটি একটি বাংলাদেশী অ্যাপস। অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে আমরা অ্যাপসটিতে কিভাবে কাজ করব সেটি নিয়ে আলোচনা করা যাক।

অ্যাপসটি ব্যবহার করতে আপনার supper vpn প্রয়োজন হবে।

[Adsense]

সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোরে চলে যান এবং সার্চ বাটনে লিখুন khela Gor.

এরপর সার্চ বাটন আবার লিখুন supper vpn এবং অ্যাপসটি ডাউনলোড করে নিন।

[Adsense]

মনে রাখবেন ভিপিএন ছাড়া এই অ্যাপসটি আপনাকে কাজ করতে দিবে না তো vpn টি ইন্সটল করে নিন এবং ওপেন করুন।

[Adsense]

ওপেন করার পর নিচে দেওয়া ছবিটির মত ইউএস কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট করে নিন। নিচে দেওয়া ছবিটির মত-

কানেক্ট হয়ে যাওয়ার এবার আপনি খেলাঘর অ্যাপসটি ওপেন করুন।

এরপরে রেজিস্টার নাওয়ে ক্লিক করুন।

[Adsense]

এরপরে নিচে দেওয়া ছবির মত একটি পেজ আসবে। পেজ টি পূরণ করুন আপনার সকল তথ্য দিয়ে-

[Adsense]

[Adsense]

এরপরে আসবে রেফার বক্স অবশ্যই এই কোডটি কপি করে পেস্ট করে দিবেন ( PAPB4D ) নয়তো আপনি আপনার বোনাস পাবেন না তাই বোনাস পেতে অবশ্যই কোডটি পেস্ট করুন।

এরপরে ওকে ক্লিক করুন। এরপরে আপনার সামনে ছবির মত একটি ড্যাশবোর্ড চলে আসবে, start task ক্লিক করুন।

[Adsense]

এরপরে নেক্সট এ ক্লিক করুন বারোটি অ্যাড দেখতে হবে প্রত্যেকটি 3 সেকেন্ড করে দেখবেন এর পরে ফিরে আসবেন নেক্সট এ ক্লিক করবেন এভাবে বারোটি এন্ড দেখবেন।

[Adsense]

এরপরে দেখবেন আপনার একাউন্টে কিছু টাকা যোগ হয়ে গেছে। এছাড়াও আপনি আপনার বন্ধুদের সাথে আপনার রেফার কোড টি শেয়ার করে যদি একাউন্ট করে দেন তাহলে প্রতিটি শেয়ার করে দেওয়ার জন্য আপনি দুই টাকা করে বোনাস পাবেন। আপনার রেফার কোড টি যেভাবে দেখবেন নিচের ছবিতে দেওয়া হল-

[Adsense]

২০ টাকা আপনার ফোনে রিচার্জ করে নিতে পারবেন। এছাড়াও ৪০ টাকা জমালে আপনি নগদ ও বিকাশে নিতে পারবেন।

এরপরে গেম খেলে কিভাবে পেপালে টাকা নিবেন সেটি শেয়ার করব। আগামীতে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।

5 thoughts on “মোবাইল দিয়ে টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্ট তুলুন”

  1. Dear sir l am a student my famaly is very poor so you plese help me and give some money in my bkash plese sir plese my bkash no. 017********

Leave a Comment