সম্মিলিত ৭ ব্যাংক পরীক্ষা ফলাফল আজকে প্রকাশিত হয়েছে। সম্মিলিত ৭ ব্যাংক পরীক্ষা হচ্ছে একটি চাকরি পরিক্ষা যা কিনা ৭টি ব্যাংক এর সম্মিলিতে এই পরিক্ষাটি নেয়া হয়। তাই এই পরিক্ষার জন্যে জনবল অনেক নেয়া হবে। এই পরিক্ষা হওয়ার কিছুদিনের মধ্যেই এর ফলাফলটি প্রকাশ করে ফেলা হয়। তাই আজকে এই চাকরি পরিক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে। আমাদের আজকের এই লিখাটিতে আপনি আপনার রেজাল্টটি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। কারন আমরা এইখানে বিস্তারিতভাবে এই বিষয়ের তথ্য প্রদান করেছি।
সম্মিলিত ৭ ব্যাংক চাকরি
আজকের সম্মিলিত ৭ ব্যাংক এর চাকরির বিজ্ঞপ্তি দেয়ার পর থেকে অনেক চাকরি প্রার্থীরা এই চাকরির জন্যে আবেদন করেছেন। আর এই চাকরির পদবি ছিল অফিসার (ক্যাশ) যা অনেক ভালো একটি পদবির চাকরি তাই এই চাকরির প্রতি আগ্রহ অনেক বেশি সবার। আর এই চাকরির জন্যে মোট জনবল নিয়োগ দেয়া হবে ১৭২০ জনকে। তবে মোট আঁটটি ব্যাংক মিলে এই চাকরির নিয়োগ দেয়া হবে। তাই এইগুলো হলো সেই আঁটটি ব্যাংক গুলো। সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড, প্রবাসী কল্যাণ ব্যাংক (পিকেবি) । এই আঁটটি ব্যাংক মিলেই এইটি একটি সম্মিলিত চাকরি পরিক্ষা নেয়া হয়।
সম্মিলিত ৭ ব্যাংক চাকরি পরিক্ষা ২০২৩
সম্মিলিত ৭ ব্যাংক চাকরি পরিক্ষায় পদবি ছিল অফিসার (ক্যাশ) । আর এই পরীক্ষাটি নেয়া হয় ২ই জুন ২০২৩ সালে আর এই পরীক্ষাটির সময়কাল ছিল সকাল ১০টা থেকে ১১ টা। এই পরীক্ষার ধরন ছিল MCQ । আর উক্ত এই পরিক্ষায় অংশগ্রহন করেছিল মোট MCQ প্রার্থী ১২০৮৯২ জন । যা কিনা অনেক বেশি পরিমানে প্রার্থী ছিল। তবে এই পরিক্ষার রেজাল্ট আসতে বেশি সময় লাগে নাই। কিন্তু এই পরিক্ষার পরই যারা এই পরিক্ষায় টিকবেন তাদেরকে আবার রিটেন পরিক্ষা দেয়া লাগবে তাই আপনারা মানসিক ভাবে প্রস্তুত হয়ে পড়ুন । আর এই রিটেন পরীক্ষাটি নেয়া হবে ১৪ই জুন ২০২৩ সালে। এরপরই রিটেন এ যারা টিকবেন তাদের ভাইবা দিতে হবে । তাই এতগুলা ধাপ পেরোনোর পরই আপনি এই জায়গায় চাকরটি পেতে পারেন। তাই এখনি দেখে নেন আপনার নাম আছে কি না মেরিট লিস্ট এ ।
কিভাবে সম্মিলিত ৭ ব্যাংক এর ফলাফল বের করবেন ?
যেহেতু আপনার সম্মিলিত ৭ ব্যাংক ফলাফল ঘোষণা করা হয়েছে।তবে অনেকেই হয়তো জানেন না যে কিভাবে এই ফলাফলটি বের করতে হয়। তাই আমরা এইখানে আপনাদেরকে বিস্তারিত ভাবে এর ফলাফলটি বের করার নির্দেশাবলী দিয়ে দিব। প্রার্থীরা নিম্নলিখিত নির্দেশাবলী পড়ুন যাতে আপনি ফলাফল খুঁজে পেতে পারেন। চলুন দেরি না করে পড়া শুরু করি ।
- প্রথমে এখন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল erecruitment.bb.org.bd
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে ফলাফল বোতামটি নির্বাচন করতে হবে।
- তারপর আপনাকে আপনার ইউজার আইডি ইনপুট করতে হবে।
- এবং তারপর আপনাকে পাসওয়ার্ড লিখতে হবে।
- সবশেষে সাবমিট বাটনে চাপ দিতে হবে।
সম্মিলিত ৭ ব্যাংক পরীক্ষা ফলাফল পিডিএফ
আমরা নীচে সম্মিলিত ৭ ব্যাংক পরীক্ষা ফলাফল ব্যাংকের MCQ ফলাফল প্রদান করেছি। আপনি চাইলেই পিডিএফ বা ইমেজ ফরম্যাটে আপনার সম্মিলিত ৭ ব্যাঙ্কের ফলাফল ডাউনলোড করতে পারেন। ৭ ব্যাঙ্কের ফলাফল সম্মিলিত ৭ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের সাইটে পাওয়া যাচ্ছে। তাই নিচে দেয়া পিডিএফ লিংক বা ছবি আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তাই এখনি নিচে দেয়া ছবি থেকে আপনার রেজাল্টটি বের করে ফেলুন।
শেষ কথা
সম্মিলিত 7 ব্যাংক অফিসার (ক্যাশ) পরীক্ষা এর ফলাফল আশা করা যায় আপনি বের করতে পেরেছেন। তবুও যদি না পেরে থাকেন তবে আপনি আমাদেরকে জানাতে পারবেন । তাছাড়া আপনি চাইলেই আমাদের দেয়া সল্যুশন ও দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে।