বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ওডিআই বিশ্বকাপ ২০২৩ ম্যাচের তথ্য
Image - Facebook ( Shakib Al Hasan official page)

কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮শে অক্টোবর, শনিবার, ২৮ তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। ধারনা করা যাচ্ছে বাংলাদেশ এই ম্যাচটি জিতে তাদের ওডিআই বিশ্বকাপে জয়ের ধারায় ফিরবে। অন্য দিকে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুস হয়ে নেদারল্যান্ডস ও চাইবে তারা ওডিআই বিশ্বকাপে আরও একটি অঘটন ঘটাতে।

বর্তমানে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দুই দলেরই ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভাল যাচ্ছে নাহ। বাংলাদেশ যে ভাবে ম্যাচের পর ম্যাচ হেরে চলেছে তাদের বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে জিততেই হবে। কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক, গেল আইপিলে তা ভাল করেই দেখা গিয়েছে। এখন যেহেতু অক্টোবর মাস রাতের বেলাই দিউ পরার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ওডিআই ম্যাচের তথ্য 

ম্যাচ: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ওডিআই, ওডিআই বিশ্বকাপ ২০২৩

তারিখ এবং সময়: অক্টোবর ২৮, ২০২৩, শনিবার, দুপুর ২:৩০ ( বাংলাদেশ সময় ), দুপুর ০২:০০ ( ভারত সময় )।

ভেন্যু: ইডেন গার্ডেন্সে।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ওডিআই হেড-টু-হেড রেকর্ড

দল  মোট খেলা জয় পরাজয়
বাংলাদেশ ০২ ০১ ০১
নেদারল্যান্ডস ০২ ০১ ০১

also read: Gtv Live (জিটিভি লাইভ দেখুন) Watch Online Gazi Tv Live Streaming

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস পিচ রিপোর্ট

ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে এখানকার পিচ ব্যাটিং সহায়ক। উইকেটের দুপাশে বাউন্ডারি ছোট। স্পিনাররা বোলিং উপভোগ করবে ধারনা করা যাচ্ছে যে ক্যাপ্টেন টস জিতবে সে আগে বেট করতে চাইবে।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ওডিআই বিশ্বকাপ ম্যাচের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

  • তানজিদ হাসান
  • লিটন দাস
  • নাজমুল হোসেন শান্ত
  • সাকিব আল হাসান (অধিনায়ক)
  • মেহেদী হাসান মিরাজ
  • মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
  • মাহমুদউল্লাহ
  • নাসুম আহমেদ
  • তাসকিন আহমেদ
  • শরিফুল ইসলাম
  • তানজিম হাসান সাকিব

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ

  • বিক্রমজিৎ সিং
  • ম্যাক্স ও’ডাউড
  • কলিন অ্যাকারম্যান
  • বাস ডি লিড
  • তেজা নিদামানুরু
  • স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক)
  • সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট
  • রোওলফ ফান ডার মারউই
  • লোগান ফান বিক
  • আরিয়ান দত্ত
  • পল ফান মিকেরেন

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টিভি সম্প্রচার এবং লাইভ স্ট্রিমিং তথ্য

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচটি আপনি সরাসরি গাজি টিভিতে অথবা টি-স্পোর্টস টিভি চ্যানেলে দেখতে পারবেন এবং লাইভ স্ট্রিমিং দেখতে হলে  rabbitholebd . com এই ওয়েবসাইটিতে দেখতে পারবেন, আর মোবাইল অ্যাপে দেখতে হলে টফি অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন। 

By Rahman