41th BCS Question Solution 2021, Get all questions solution of 41 BCS Preliminary MCS examination. ৪১ বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২১।
41th BCS Exam 2021
After a long wait, the 41th BCS Preliminary exam is complete today on 19 March, Friday. Bangladesh Public Service Commission (BPSC) took the Preliminary MCQ exam.
The 41th BCS exam was held simultaneously at the Dhaka, Chittagong, Rajshahi, Khulna, Barisal, Syhlet, Rangpur and Mymensingh centers on 19 March 2021. The exam was start at 10 AM to 12 PM. The examination is MCQ Type Preliminary Test for 200 Marks. You can see the Mark Distribution of 41 BCS Preliminary exam. The BCS Preliminary MCQ question of the exam is based on a few topics like Bengali Language and Literature, English Language and Literature, Bangladesh Affairs, International Affairs, Geography (Bangladesh and World), Environment and Disaster Management, General Science, Computer and Information Technology, Mathematical Reasoning, Mental Skills and Morality, Values and Good Governance.
41th BCS Written & Viva Mark Distribution
I hope that the 41th BCS Preliminary Examination has been well with the grace of Allah. After the preliminary examination, it is time to prepare for a written examination. Here is the 41th BCS Written & Viva Mark Distribution. Prepare for a well written test. You will find written exam schedule and preliminary test results here. You can also get all updates about 41th BCS Exam.
41th BCS Question Solution 2021
[Adsense1]
41th BCS Preli test ended a few minutes ago. After the test, the candidates want to match their exams with the solution to the questions. After the test they waste a lot of trouble and precious time to find solutions. For them, we try to solve the question of the test we can afford. The MCQ part question of BCS exam is same for all Bangladesh candidates. You can send us your BCS question’s high quality image by taking picture. We will try to solve the question. You can send or inbox me here- https://m.me/asifafy
41th BCS MCQ Exam has started. After the test, we will collect the questions and then solve it. So please wait until you solve it. You can send pictures of your question (good resolution) to get a quick solution.
41th BCS MCQ Solution
41th BCS Bangla Question Solve
1. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
- (ক) ছেড়াতার
- (খ) চাকা
- (গ) বাকী ইতিহাস
- (ঘ) কী চাহ হে শঙ্খচিল
2. তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
- (ক) অক্টোপাস
- (খ) কালাে বরফ
- (গ) ক্রীতদাসের হাসি।
- (ঘ) নাঢ়াই
3. ‘সােমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
- (ক) সােপান
- (খ) সমর্থ
- (গ) সােল্লাস
- (ঘ) সওয়ার
4. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে
- (ক) যৌগিক ধ্বনি
- (খ) অক্ষর
- (গ) বর্ণ
- (ঘ) মৌলিক স্বরধ্বনি
5. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
- (ক) ঢাকার পল্টন
- (খ) নওগাঁর পতিসর
- (গ) কুষ্টিয়ার কুমারখালী
- (ঘ) ময়মনসিংহের ত্রিশাল
6. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
- (ক) শ্রীচৈতন্যদেব
- (খ) কাহ্নপা
- (গ) বিদ্যাপতি
- (ঘ) রামকৃষ্ণ পরমহংসদেব
7. চর্যাপদের টীকাকারের নাম কী?
- (ক) মীননাথ
- (খ) প্রবােধচন্দ্র বাগচী
- (গ) হরপ্রসাদ শাস্ত্রী
- (ঘ) মুনিদত্ত
8. অপিনিহিতির উদাহরণ কোনটি?
- (ক) জন্ম > জম্ম
- (খ) আজি > আইজ
- (গ) ডেস্ক> ডেস্ক
- (ঘ) অলাবু > লাবু > লাউ
9. ‘ডিঙি টেনে বের করতে হবে। কোন ধরনের বাক্যের উদাহরণ?
- (ক) কর্মবাচ্য
- (খ) ভাববাচ্য
- (গ) যৌগিক
- (ঘ) কর্মকর্তৃবাচ্য
10. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- (ক) শশব্যস্ত
- (খ) কালচক্র
- (গ) পরাণপাখি
- (ঘ) বহুব্রীহি
11. অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
- (ক) অকাজ
- (খ) আবছায়া
- (গ) আলুনি
- (ঘ) নিখুঁত
12. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
- (ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
- (খ) রাজশেখর বসু
- (গ) হরিচরণ দে
- (ঘ) অশােক মুখােপাধ্যায়
13. ‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়?
- (ক) চারণকবি
- (খ) সাপুড়ে
- (গ) সুদখাের
- (ঘ) কৃষিজীবী
14. কোন বানানটি শুদ্ধ?
- (ক) পুরস্কার
- (খ) আবিস্কার
- (গ) সময়পােযােগী
- (ঘ) স্বত্ব
15. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই
- (ক) রসতত্ত্ব।
- (খ) রূপতত্ত্ব
- (গ) বাক্যতত্ত্ব
- (ঘ) ক্রিয়ার কাল
16. কোন বানানটি শুদ্ধ?
- (ক) মনােকষ্ট
- (খ) মনঃকষ্ট
- (গ) মণকষ্ট
- (ঘ) মনকস্ট
17. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’—এই পরােক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে:
- (ক) বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
- (খ) বাবা ছেলেকে বললেন যে, তােমার দীর্ঘয়ু হােক
- (গ) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
- (ঘ) বাবা ছেলেকে বললেন যে, আমি তােমার দীর্ঘায়ু কামনা করি
18. ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে—এ বাক্য কোন ধরনের?
- (ক) অনুজ্ঞাবাচক
- (খ) নির্দেশাত্মক
- (গ) বিস্ময়বােধক
- (ঘ) প্রশ্নবােধক
19. প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
- (ক) কৃৎ প্রত্যয়
- (খ) তদ্বিত প্রত্যয়
- (গ) বাংলা কৃৎ প্রত্যয়
- (ঘ) সংস্কৃত কৃৎ প্রত্যয়
20. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে
- (ক) রেফ
- (খ) হসন্ত
- (গ) কার
- (ঘ) ফলা
21. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
- (ক) দাশরথি রায়
- (খ) রামনিধি গুপ্ত
- (গ) ফকির গরীবুল্লাহ
- (ঘ) রামরাম বসু
22. চারণকবি হিসেবে বিখ্যাত কে?
- (ক) আলাওল
- (খ) চন্দ্রাবতী
- (গ) মুকুন্দদাস
- (ঘ) মুক্তারাম চক্রবর্তী
23. বাংলা সাহিত্যে কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
- (ক) সমরেশ মজুমদার
- (খ) শওকত ওসমান
- (গ) সমরেশ বসু
- (ঘ) আলাউদ্দিন আল আজাদ
24. পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?
- (ক) অসীম সাহা
- (খ) অরুণ বসু
- (গ) আবু জাফর ওবায়দুল্লাহ
- (ঘ) সৈয়দ শামসুল হক
25. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
- (ক) ডব্লিউ বি ইয়েটস
- (খ) ক্লিনটন বি সিলি
- (গ) অরুন্ধতী রায়
- (ঘ) অমিতাভ ঘােষ
26. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
- (ক) হুলিয়া
- (খ) তােমাকে অভিবাদন প্রিয়া
- (গ) সােনালি কাবিন
- (ঘ) স্মৃতিস্তম্ভ
27. রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র
- (ক) বিনােদিনী।
- (খ) হৈমন্তী
- (গ) আশালতা
- (ঘ) চারুলতা
28. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
- (ক) শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন
- (খ) রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি
- (গ) কাজী নজরুল ইসলামের কুহেলিকা
- (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা’
জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
- (ক) গঙ্গা
- (খ) পুতুলনাচের ইতিকথা
- (গ) হাঁসুলী বাঁকের উপকথা
- (ঘ) গৃহদাহ
সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
- (ক) শওকত আলী
- (খ) সেলিনা হােসেন
- (গ) আখতারুজ্জামান ইলিয়াস
- (ঘ) সৈয়দ শামসুল হক
৩১। সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?
- (ক) সৈয়দ আলী আহসান।
- (খ) সুকান্ত ভট্টাচার্য
- (গ) হুমায়ুন আজাদ
- (ঘ) নির্মলেন্দু গুণ
32. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
- (ক) স্যার এ. এফ. রহমান
- (খ) রমেশচন্দ্র মজুমদার
- (গ) সৈয়দ সাজ্জাদ হােসায়েন
- (ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
33. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
- (ক) ভূমিপুত্র
- (খ) মাটির জাহাজ
- (গ) কাঁটাতারে প্রজাপতি
- (ঘ) চিলেকোঠার সেপাই
34. কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
- (ক) বিষের বাঁশি
- (খ) যুগবাণী
- (গ) ভাঙার গান
- (ঘ) প্রলয় শিখা
35. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়।। উপন্যাসটির নাম কী?
- (ক) চৈতালী ঘূর্ণি
- (খ) রক্তের অক্ষর
- (গ) বায়ান্ন বাজার তিপান্ন গলি
- (ঘ) ১৯৭১
41th BCS English Grammar Preli Question Solve
36. One whose attitude is ‘eat, drink and be merry’ is
- (ক) materialistic
- (খ) epicurean
- (গ) cynic
- (ঘ) stoic
37. ‘Call me if you have any problems regarding your work. Here ‘regarding’ is a/an
- (ক) gerund
- (খ) apposition
- (গ) preposition
- (ঘ) conjunction
38. ‘Come on, it’s time to go home.’ Here ‘home’ is a/an
- (ক) noun
- (খ) verb
- (গ) adjective
- (ঘ) adverb
39. ‘Who’s that?’ In this sentence ‘that’ is a/an
- (ক) pronoun
- (খ) conjunction
- (গ) adjective
- (ঘ) adverb
40. What is the noun form of the word ‘know”?
- (ক) knowing
- (খ) knowledge
- (গ) knowledgeable
- (ঘ) known
41. ‘I shall help you provided you obey me.’ Here the underlined word is a/an
- (ক) adverb
- (খ) adjective
- (গ) conjunction
- (ঘ) verb
42. ‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.’ In this sentence the verb ‘arrived’ is
- (ক) intransitive
- (খ) transitive
- (গ) causative
- (ঘ) defective
43. Which one of the following is a common gender?
- (ক) king
- (খ) sovereign
- (গ) emperor
- (ঘ) queen
44. Identify the word that can be used as both singular and plural:
- (ক) wood
- (খ) issue
- (গ) fish
- (ঘ) light
45. ‘The old man was tired of walking.’ Here ‘walking’ is a/an
- (ক) present participle
- (খ) adjective
- (গ) common noun
- (ঘ) gerund
46. ‘I will not let you go.’ In this sentence ‘go’ is a/an
- (ক) infinitive
- (খ) gerund
- (গ) participle
- (ঘ) verbal noun
47. When Ushashi entered_ the room everybody stopped talking
- (ক) into
- (খ) in
- (গ) to
- (ঘ) – no preposition required –
48. Which ‘but’ is a preposition?
- (ক) It is but right to admit our faults.
- (খ) What can we do but sit and wait?
- (গ) We tried hard, but did not succeed.
- (ঘ) There is no one but likes him.
49. ‘Give somebody a piece of your mind’ means to
- (ক) tell someone that you are very angry with them.
- (খ) say exactly what you feel or think.
- (গ) return or to help somebody return to a normal situation.
- (ঘ) give somebody mental peace.
50. ‘To win a prize is my ambition.’ The underlined part of the sentence is a/an
- (ক) adjective phrase
- (খ) noun phrase
- (গ) adverb phrase
- (ঘ) conjunctional phrase
51. Choose the word opposite in meaning to ‘terse’:
- (ক) concise
- (খ) detailed
- (গ) expressive
- (ঘ) descriptive
52. Identify the correct spelling:
- (ক) questionaire
- (1) questionoir
- (গ) questionnaire
- (ঘ) questionair
53. Find out the correct passive form of the sentence ‘Who taught you French?’
- (ক) By whom you were taught French?
- (খ) By whom French was taught you?
- (গ) French was taught you by whom?
- (ঘ) By whom were you taught French?
54. Select the correct comparative form of the sentence – ‘A string of pearls was not so bright as her teeth.’
- (ক) Her teeth was more brighter than a string of pearls.
- (খ) Her teeth were brighter than a string of pearls.
- (গ) A string of pearls was brighter than her teeth.
- (ঘ) A string of pearls were very bright than her teeth.
55. Which one is a correct sentence?
- (ক) The doctor found my pulse.
- (খ) The doctor took my pulse.
- (গ) The doctor examined my pulse.
- (ঘ) The doctor saw my pulse.
56. ‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium?’ Who speaks the famous lines?
- (ক) Caesar
- (খ) Antony
- (গ) Faustus
- (ঘ) Romeo
41 BCS English Literature Question Solution
57. The Character ‘Alfred Doolittle’ is taken from Shaw’s play titled
- (ক) Pygmalion
- (খ) Man and Superman
- (গ) The Doctor’s Dilemma
- (ঘ) Mrs. Warren’s Profession
58. In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of
- (ক) Norway
- (খ) Britain
- (গ) Denmark
- (ঘ) France
59. The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by
- (ক) W. B. Yeats
- (খ) T. S. Eliot
- (গ) Walter Scott
- (ঘ) Robert Browning
60. Who is the author of the first scientific romance ‘The Time Machine’?
- (ক) H. G. Wells
- (খ) Samuel Butler
- (গ) Henry James
- (ঘ) George Moore
61. Adela Quested and Mrs. Moore are characters from the novel
- (ক) David Copperfield
- (খ) The Return of the Native
- (গ) A Passage to India
- (ঘ) Adam Bede
62. ‘Shylock’ is a character in the play
- (ক) Twelfth Night
- (খ) The Merchant of Venice
- (গ) Romeo and Juliet
- (ঘ) Measure for Measure
63. ‘Why, then, ’tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.’ This extract is taken from the drama
- (ক) King Lear
- (খ) Macbeth
- (গ) As You Like It
- (ঘ) Hamlet
64. ‘Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield’ is taken from the poem written by
- (ক) Robert Browning
- (খ) Matthew Arnold
- (গ) Alfred Tennyson
- (ঘ) Lord Byron
65. ‘Pip’ is the protagonist in Charles Dickens’ novel
- (ক) A Christmas Carol
- (খ) A Tale of Two Cities
- (গ) Oliver Twist
- (ঘ) Great Expectations
66. ‘Lady Chatterley’s Lover’ was written by the author of
- (ক) Lord Jim
- (খ) The Rainbow
- (গ) Ulysses
- (ঘ) A Passage to India
67. ‘Vanity Fair’ is a novel written by-
- (ক) D. H. Lawrence
- (খ) William Makepeace Thackeray
- (গ) Joseph Conrad
- (ঘ) Virgina Woolf
68. Who is not a romantic poet?
- (ক) P. B. Shelley
- (খ) S. T. Coleridge
- (গ) John Keats
- (ঘ) T. S. Eliot
69. The play ‘The Birthday Party’ is written by
- (ক) Samuel Beckett
- (খ) Henry Livings
- (গ) Harold Pinter
- (ঘ) Arthur Miller
70. ‘Time held me green and dying Though I sang in my chains like the sea.’ These lines have been quoted from Dylan Thomas’ poem
- (ক) The Flower
- (খ) Fern Hill
- (গ) By Fire
- (ঘ) After the Funeral
41th BCS General Knowledge : Bangladesh Solve
71. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
- (ক) অশােক
- (খ) শশাঙ্ক
- (গ) মেগদা
- (ঘ) ধর্মপাল
72. মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
- (ক) ৫ম-৬ষ্ঠ শতক
- (খ) ৬ষ্ঠ-৭ম শতক
- (গ) ৭ম-৮ম শতক
- (ঘ) ৮ম-৯ম শতক
73. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
- (ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ
- (খ) নাসিরুদ্দীন মাহমুদ শাহ
- (গ) আলাউদ্দিন হােসেন শাহ
- (ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ
74. বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
- (ক) হেমন্ত সেন।
- (খ) বল্লাল সেন।
- (গ) লক্ষণ সেন
- (ঘ) কেশব সেন
75. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
- (ক) পু
- (খ) তাম্রলিপ্তি
- (গ) গৌড়
- (ঘ) হরিকেল
76. বঙ্গভঙ্গ রদ কে ঘােষণা করেন?
- (ক) লর্ড কার্জন
- (খ) রাজা পঞ্চম জর্জ
- (গ) লর্ড মাউন্ট ব্যাটেন
- (ঘ) লর্ড ওয়াভেল
77. ঢাকা শহরের গােড়াপত্তন হয়—
- (ক) ব্রিটিশ আমলে
- খে) সুলতানি আমলে
- (গ) মুঘল আমলে
- (ঘ) স্বাধীন নবাবী আমলে
78. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
- (ক) নওয়াব আবদুল লতিফ
- (খ) স্যার সৈয়দ আহমেদ
- (গ) নওয়াব স্যার সলিমুল্লাহ
- (ঘ) খাজা নাজিমুদ্দিন
79. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- (ক) খাজা নাজিম উদ্দীন
- (খ) নুরুল আমিন।
- (গ) লিয়াকত আলী খান
- (ঘ) মােহাম্মদ আলী জিন্নাহ
80. লাহােরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যােগদান করেন?
- (ক) ২০-২১ ফেব্রুয়ারি ১৯৭৪
- (খ) ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
- (গ) ২৫-২৬ ফেব্রুয়ারি ১৯৭৪
- (ঘ) ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪
81. বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরী শান্তি পুরস্কার প্রদান করা হয়?
- (ক) ২০ মে ১৯৭২
- (খ) ২১ মে ১৯৭২
- (গ) ২২ মে ১৯৭২
- (ঘ) ২৩ মে ১৯৭২
82. ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না—
- (ক) শাসনতান্ত্রিক কাঠামাে
- (খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
- (গ) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
- (ঘ) বিচার ব্যবস্থা
83. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়—
- (ক) রােজ গার্ডেনে
- (খ) সিরাজগঞ্জে
- (গ) সন্তোষে
- (ঘ) সুনামগঞ্জে
84. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রােডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়?
- (ক) এপ্রিল ১০, ১৯৭১
- (খ) এপ্রিল ১১, ১৯৭১
- (গ) এপ্রিল ১২, ১৯৭১
- (ঘ) এপ্রিল ১৩, ১৯৭১
85. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
- (ক) সিপাহী মােস্তফা কামাল
- (খ) ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
- (গ) ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ
- (ঘ) সিপাহী হামিদুর রহমান
86. কে বীরশ্রেষ্ঠ নন?
- (ক) হামিদুর রহমান
- (খ) মােস্তফা কামাল
- (গ) মুন্সী আব্দুর রহিম
- (ঘ) নূর মােহাম্মদ শেখ
87. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
- (ক) ৭ মার্চ ১৯৭৩
- (খ) ১৭ মার্চ ১৯৭৩
- (গ) ২৭ মার্চ ১৯৭৩
- (ঘ) ৭ মার্চ ১৯৭৪
88. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
- (ক) ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
- (খ) ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
- (গ) ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
- (ঘ) ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
89. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
- (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- (খ) মােহাম্মদউল্লাহ
- (গ) তাজউদ্দিন আহমদ
- (ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
৯০। বাংলাদেশের সংবিধানের ত্রয়ােদশ সংশােধনীর মূল বিষয় কী ছিল?
- (ক) বহুদলীয় ব্যবস্থা
- (খ) বাকশাল প্রতিষ্ঠা
- (গ) তত্ত্বাবধায়ক সরকার
- (ঘ) সংসদে মহিলা আসন
91. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
- (ক) ৪র্থ তফসিল
- (খ) ৫ম তফসিল
- (গ) ৬ষ্ঠ তফসিল
- (ঘ) ৭ম তফসিল
92.কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযােগ্য নয়?
- (ক) অনুচ্ছেদ ৭
- (খ) অনুচ্ছেদ ৭(ক)
- (গ) অনুচ্ছেদ ৭(খ)
- ঘ) অনুচ্ছেদ ৮
93. সংবিধানের কোন অনুচ্ছেদের আলােকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
- (ক) অনুচ্ছেদ ২২
- (খ) অনুচ্ছেদ ২৩
- (গ) অনুচ্ছেদ ২৪
- (ঘ) অনুচ্ছেদ ২৫
94. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
- (ক) দক্ষিণ তালপট্টি
- (খ) সেন্টমার্টিন
- (গ) নিঝুম দ্বীপ
- (ঘ) ভােলা।
95. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
- (ক) ৩টি
- (খ) ৪টি
- (গ) ৫টি
- (ঘ) ৬টি
96. কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশি’ নেত্রকোনায়?
- (ক) সাঁওতাল
- (খ) গারাে
- (গ) খাসিয়া
- (ঘ) মুরং
97. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
- (ক) রাঙ্গামাটি
- (খ) খাগড়াছড়ি
- (গ) বান্দরবান
- (ঘ) সিলেট
98. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
- (ক) খাগড়াছড়ি জেলায়
- (খ) রাঙ্গামাটি জেলায়
- (গ) বান্দরবান জেলায়
- (ঘ) কক্সবাজার জেলায়
99. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
- (ক) জাবেদ করিম
- (খ) ফজলুল করিম
- (গ) জাওয়াদুল করিম
- (ঘ) মঞ্জুরুল করিম
১০০। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
- (ক) IDA credit-এর মাধ্যমে
- (খ) IMF-এর bailout package-এর মাধ্যমে
- (গ) প্রবাসীদের পাঠানাে remittance-এর মাধ্যমে
- (ঘ) বিশ্ব ব্যাংকের budgetary support-এর মাধ্যমে
41th BCS General Knowledge : International Solve
101. জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে ‘pandemic’ ঘােষণা করেছে?
- (ক) ECOSOC
- (খ) FAO
- (গ) WHO
- (ঘ) HRC
102. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমােক্রেটিক দলের মনােনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?
- (ক) ২৫০০
- (খ) ১৯৯১
- (গ) ১৯৫০
- (ঘ) ১৮৯০
103. জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
- (ক) অ্যানেগরেট ক্রাম্প
- (খ) লিনা হেডরিচ
- (গ) অ্যাঞ্জেলা মারকেল
- (ঘ) পেট্রা কেলি
104. সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?
- (ক) Weapons of Mass Destruction
- (খ) Worldwide Mass Destruction
- (গ) Weapons of Missile Defense
- (ঘ) Weapons for Massive Destruction
105. ২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
- (ক) ডেনমার্ক
- (খ) নরওয়ে
- (গ) জার্মানি
- (ঘ) সিঙ্গাপুর
106. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে?
- (ক) WTO
- (খ) MIGA
- (গ) World Bank
- (ঘ) UNCTAD
107. চার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
- (ক) ৩টি
- (খ) ২টি
- (গ) ৫টি
- (ঘ) ৪টি
108. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরােধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নােবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
- (ক) ক্যামেরুন এবং ইথিওপিয়া
- (খ) পেরু এবং ভেনেজুয়েলা
- (গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
- (ঘ) মালি এবং সেনেগাল
109. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
- (ক) দক্ষিণ আমেরিকা
- (খ) আফ্রিকা
- (গ) মধ্যপ্রাচ্য
- (ঘ) ইউরােপ
110. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
- (ক) কিউবা
- (খ) ভিয়েতনাম
- (গ) উজবেকিস্তান
- (ঘ) সােমালিয়া
111. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
- (ক) রাশিয়া
- (খ) ডেনমার্ক
- (গ) সুইডেন
- (ঘ) ইংল্যান্ড
112. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রােহিঙ্গা গণহত্যার অভিযােগে মামলা করে কোন দেশ?
- (ক) নাইজেরিয়া
- (খ) গাম্বিয়া
- (গ) বাংলাদেশ
- (ঘ) আলজেরিয়া
113. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- (ক) ১৯৪৫ সালে
- (খ) ১৯৪৯ সালে
- (গ) ১৯৪৮ সালে
- (ঘ) ১৯৫১ সালে
114. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- (ক) জিব্রাল্টার প্রণালী
- (খ) বসফরাস প্রণালী
- (গ) বাবেল মান্দেব প্রণালী
- (ঘ) বেরিং প্রণালী
115. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
- (ক) ১৯১২ সালে
- (খ) ১৯১৩ সালে
- (গ) ১৯১৪ সালে
- (ঘ) ১৯১৫ সালে
116. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
- (ক) রুয়ান্ডা
- (খ) সিয়েরালিয়ন
- (গ) সুদান
- (ঘ) লাইবেরিয়া
117. জাতিসংঘ নামকরণ করেন—
- (ক) রুজভেল্ট
- (খ) স্টালিন
- (গ) চার্চিল
- (ঘ) দ্যা গল
118. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
- (ক) সৌদি আরব
- (খ) মালয়েশিয়া
- (গ) পাকিস্তান।
- (ঘ) তুরস্ক
119. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
- (ক) সুইডেন
- (খ) মার্কিন যুক্লাষ্ট্র
- (গ) যুক্তরাজ্য
- (ঘ) জার্মানি
120. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
- (ক) ১৯৪৪ সালে
- (খ) ১৯৪৫ সালে
- (গ) ১৯৪৮ সালে
- (ঘ) ১৯৪৯ সালে
41 BCS Geography Question Solve 2021
121. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানাে হয় তার নাম
- (ক) আইসােথি
- (খ) আইসােহাইট
- (গ) আইসােহ্যালাইন
- (ঘ) আইসােথার্ম
122. মার্বেল কোন ধরনের শিলা?
- (ক) রূপান্তরিত শিলা
- (খ) আগ্নেয় শিলা
- গ) পাললিক শিলা
- (ঘ) মিশ্র শিলা
123. নিচের কোনটি সত্য নয়?
- (ক) ইরাবতী মায়ানমারের একটি নদী
- (খ) গােবী মরুভূমি ভারতে অবস্থিত
- (গ) থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
- (ঘ) সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
124. দক্ষিণ গােলার্ধে উষ্ণতম মাস কোনটি?
- (ক) জানুয়ারি
- (খ) ফেব্রুয়ারি
- (গ) ডিসেম্বর।
- (ঘ) মে
125. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
- (ক) মেঘনা মােহনায়
- (খ) সুন্দরবনের দক্ষিণে
- (গ) পদ্মা এবং যমুনার সংযােগস্থলে
- (ঘ) টেকনাফের দক্ষিণে
126. বেঙ্গল ফ্যান’-ভূমিরূপটি কোথায় অবস্থিত?
- (ক) মধুপুর গড়ে
- (খ) বঙ্গোপসাগরে
- (গ) হাওর অঞ্চলে
- (ঘ) টারশিয়ারি পাহাড়ে
127. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
- (ক) সিরাস
- (খ) নিম্বাস
- (গ) কিউলাস
- (ঘ) স্ট্রেটাস
128. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলাে:
- (ক) আপদ ঝুঁকি হ্রাস
- (খ) জলবায়ু পরিবর্তন হ্রাস
- (গ) জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
- (ঘ) সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
129. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
- (ক) ময়নামতি
- (খ) পুণ্ড্রবর্ধন
- (গ) পাহাড়পুর
- (ঘ) সােনারগাঁ
130. UDMC-এর পূর্ণরূপ হলাে:
- (ক) United Disaster Management Centre
- (খ) Union Disaster Management Committee
- (গ) Union Disaster Management Centre
- (ঘ) none of the above
41th BCS Science Question Solution
131. আলােকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
- (ক) দূরত্ব
- (খ) সময়
- (গ) ভর
- (ঘ) ওজন
132. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
- (ক) কার্বন
- (খ) কার্বন ও অক্সিজেন
- (গ) কার্বন ও হাইড্রোজেন
- (ঘ) কার্বন ও নাইট্রোজেন
133. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
- (ক) ১০০ জুল
- (খ) ৬০ জুল
- (গ) ৬০০০ জুল
- (ঘ) ৩৬০০০০ জুল
134. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী—
- (ক) ভেইন
- (খ) আর্টারি
- (গ) ক্যাপিলারি
- (ঘ) নার্ভ
135. প্রােটিন তৈরি হয়—
- (ক) ফ্যাটি অ্যাসিড দিয়ে
- (খ) নিউক্লিক অ্যাসিড দিয়ে
- (গ) অ্যামিনাে অ্যাসিড দিয়ে
- (ঘ) – উপরের কোনটিই নয় –
136. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি—
- (ক) আয়রন
- (খ) কার্বন
- (গ) টাংস্টেন
- (ঘ) লেড
137. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
- (ক) COD > BOD
- (খ) COD <BOD
- (গ) COD = BOD
- (ঘ) – উপরের কোনটিই নয় –
138. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল
(ক) ১৯৯০
(খ) ১৯৯৫
(গ) ১৯৯৭
(ঘ) ২০০০
139. আইনস্টাইন নােবেল পুরস্কার পান
- (ক) আপেক্ষিক তত্ত্বের উপর
- খে) মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
- (গ) কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
- (ঘ) আলােক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
140. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
- (ক) পুকুরের পানিতে
- (খ) লেকের পানিতে
- (গ) নদীর পানিতে
- (ঘ) সাগরের পানিতে
141. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- (ক) গ্লিসারিন।
- (খ) ফিটকিরি
- (গ) সােডিয়াম ক্লোরাইড
- (ঘ) ক্যালসিয়াম কার্বোনেট
142. মানবদেহে লােহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
- (ক) ৭ দিন
- (খ) ৩০ দিন
- (গ) ১৮০ দিন
- (ঘ) – উপরের কোনটিই নয় –
143. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
- (ক) ভেগা
- (খ) প্রক্সিমা সেন্টাউরি
- (গ) আলফা সেন্টাউরি A
- (ঘ) আলফা সেন্টাউরি B
41th BCS Question Solution, BCS Solve, 41 Preli Exam, 41 BCS MCQ Solve, 41 BCS MCQ Question Solution 2019, ৪১ বিসিএস প্রশ্ন সমাধান, ৪১তম BCS প্রশ্ন ২০২১, 41th BCS Solution.