জন্ম নিবন্ধন আবেদন করার নতুন পদ্ধতি ২০২৪

জন্ম নিবন্ধন নতুন লিংক, জন্ম নিবন্ধন করার নতুন নিয়ম ২০২৪। আপনি কি জন্মনিবন্ধন করতে চাচ্ছেন? বা আপনি কি জন্মনিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন? কিভাবে জন্মনিবন্ধন করবেন তা ভেবে পাচ্ছেন না? নতুন জন্ম নিবন্ধন কিভাবে করবেন তা জানতে চাচ্ছেন? জন্মনিবন্ধন করা, জন্মনিবন্ধনের ভূল সংশোধন করা এই সকল সমস্যার সমাধান পাবেন আজকের জন্ম নিবন্ধন আবেদন করার নতুন পদ্ধতি।

আপনার জন্ম নিবন্ধনে কোন ভুল আছে? জন্ম নিবন্ধনে কোন ভুল থাকলে অনলাইনে তা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। জন্ম নিবন্ধন সংশোধনের সকল আপডেট সব তথ্য, ২০২৪ সালের জন্মনিবন্ধন আপডেট তথ্য এখনে পাবেন। কিভাবে সহজে নতুন জন্ম নিবন্ধন ঘরে বসে করা যায়, কিভাবে সহজে জন্মনিবন্ধন আবেদন করবেন অনলাইনে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। তাই জন্মনিবন্ধন এর সকল তথ্য জানতে আপনার উপকারে আসবে এই আর্টিকেল।

জন্ম নিবন্ধন আবেদন করার নতুন পদ্ধতি

আমাদের সকলের জন্য এ অনেক গুরুত্তপুর্ন জন্ম নিবন্ধন, তাই নিচের ধাপ অনুসরন করে আপনার জন্মবিনন্ধন সংশোধন করুন সহজেই। অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার প্রক্রিয়া। জন্ম নিবন্ধন সাধারনত দুইভাবে করা যায়। একটি হল জন্ম নিবন্ধন অফিসে গিয়ে তাদের নিকট থেকে ফর্ম সংগ্রহ করে তা পূরণ করার মাধ্যমে সম্পন্ন করা যায়।

অন্যটি অনলাইন এর মাধ্যমে ঘরে বসে জন্ম নিবন্ধন পত্র সংশোধন করা যায়। তাই অফিসে গিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না হয়ে ঘরে বসে সহজে জন্ম নিবন্ধন করুন। যদি আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে অনলাইন থেকে নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম ২০২৪। সম্পর্কে সকল কিছু জানতে পারবেন ও শিখে নিতে পারবেন। আশা করছি আপনারা ধৈর্য সহকারে পোস্টটি পড়বেন এবং নিজের সমস্যা নিজেই সমাধান করার পদ্ধতি জেনে নিবেন।

জন্ম নিবন্ধন লগইন

জন্ম নিবন্ধন দেশের প্রতিটি নাগরিক বা প্রতিটি শিশুর নাগরিক সনদপত্র। যার মাধ্যমে প্রতিটি নাগরিকের তথ্য সরকারি তালিকায় আসে। জাতিসংঘের শিশু অধিকার আইন ৭ অনুচ্ছেদের ২৯ নং আইনের ভিত্তিতে প্রতিটি নাগরিকের জন্ম সনদ প্রদানের নিয়ম চালু হয়। এবং তা প্রতিটি সরকারকে তাদের নিজস্ব রেজিস্ট্রি খাতায় তালিকায় বিধিবদ্ধ করে রাখতে হয়।

নিবন্ধন সনদ একটি গুরুত্বপূর্ণ সনদ, যার মাধ্যমে প্রতিটি নাগরিককে তার প্রাথমিক নাগরিকত্ব প্রদান করা হয়। এই জন্ম নিবন্ধন সনদ বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করতে হয়। আমাদের শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন পড়ে। তাই এখনি আপনার জন্ম সনদ করিয়ে নিন।

জন্ম নিবন্ধন ফি

বাংলাদেশে জন্ম নিবন্ধন ফি ৫০- ১০০ টাকার মধ্যে হয়ে থাকে। কিন্তু সরকার নির্ধারিত ফি কম হলেও আমদের দেশের অসাধু ব্যাক্তি এর চেয়ে বেশি টাকা দাবি করে। স্থান ভেদে এই টাকার পরিমান অনেক কম বেশি হয়ে থাকে। তাই জন্ম নিবন্ধন ফি প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকুন।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

অনলাইন প্লাটফর্ম থেকে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে বাংলাদেশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমরা পূর্বেই বলেছি জন্ম নিবন্ধন সংশোধন করার পদ্ধতি দুটো। একটি হল জন্ম নিবন্ধন অফিস থেকে কাগজ পত্র সংশোধন করে নেওয়া এবং অপরটি হল অনলাইন থেকে সংশোধন করে নেওয়া। নিম্নে অনলাইন থেকে জন্ম নিবন্ধন পত্র সংশোধন করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো:

আপনারা যদি দ্বিতীয় পদ্ধতিটি বেছে নেন অর্থাৎ অনলাইন প্লাটফর্ম থেকে আপনার জন্ম নিবন্ধন ফর্ম যদি সংশোধন করতে চান তাহলে বাংলাদেশ সরকারের নিজস্ব একটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তাতে আপনারা ভিজিট করুন।আপনাদের সুবিধার্থে আমরা ওয়েব এড্রেস কি দিয়ে দিচ্ছি। ওয়েব এড্রেস টি হল www.bris.gov.bd

এরপরে আপনার ফোন অথাবা কম্পিউটারের যেকোনো ব্রাউজার দিয়ে প্রথমে উপরে দেয়া ওয়েবসাইট টিতে প্রবেশ করুন। যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে জন্ম নিবন্ধন সংক্রান্ত একটি পেজ চলে আসবে।

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন

সেখানে প্রবেশের পর ২টি খালি বক্স দেখতে পাবেন। খালি বক্স দুটির মধ্যে একটিতে আপনাদের জন্মনিবন্ধন ফরমের নাম্বার জানতে চাইবে এবং অপর বক্সে জন্মতারিখ জানতে চাইবে। আপনারা সঠিকভাবে এই ২টি তথ্য ওই খালি বক্সে টাইপ করবেন।

জন্ম নিবন্ধন ফরম এর নাম্বার বলতে আমরা বুঝিয়েছি আপনার যে জন্মনিবন্ধন ফরম টিসংশোধন করতে চান সেই ফরমেট বডিতে ১৭ ডিজিটের একটি কোড নাম্বার দেয়া থাকবে। আপনারা উক্ত কোড নাম্বারটি ওই খালি বক্সে পূরণ করবেন এবং সঠিক জন্মতারিখ বসিয়ে দিবেন।

আর মনে রাখবেন জন্ম তারিখের ফরমেট হবে– প্রথমে বছর তারপরে মাস তারপরে তারিখ অর্থাৎ yyyy-mm-dd.আপনারা সঠিকভাবে এদুটো তথ্য পূরণ করে দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করে দেবেন আপনারা যদি সঠিকভাবে তথ্যগুলো দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে।

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

যদি কোনভাবে আপনারা ভুল তথ্য দেন তাহলে পরবর্তী পেজে আপনাদের কে নিয়ে যাবে না। এবং সেখানে দেখাবে আপনার এই নামে কোন জন্ম নিবন্ধন করা হয়নি এমন একটি তথ্য। আমরা ধরে নিলাম আপনি সঠিক তথ্য দিয়েছেন। এবং পরবর্তী ধাপে বা পরবর্তী পেজে চলে গিয়েছেন। এরপরে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন এর যাবতীয় তথ্য দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন ফরম ২০২৪

এখন আপনাদের জন্ম নিবন্ধন পত্র যে অংশে ভুল তথ্য এসে গিয়েছে তা সংশোধন করার জন্য সেই ঘরে গিয়ে ডানদিকে এডিট নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আপনারা সঠিক তথ্যটি লিপিবদ্ধ করতে পারবেন। এবার সঠিক তথ্যটি লিপিবদ্ধ করে আপনারা সেভ দিয়ে সেখান থেকে বের হয়ে আসবেন। আর এভাবেই আপনারা আপনাদের জন্ম নিবন্ধন পত্র সংশোধন করতে পারবেন। আপনারা চাইলে সেখান থেকে অনলাইন কপি প্রিন্ট ও করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই

জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে। পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি সে পায় সেটি হলো জন্ম নিবন্ধন। দেশের অন্যান্য নাগরিকের সাথে সে সমান অধিকারে এক কাতারে সামিল হয় এই জন্ম নিবন্ধনের মাধ্যমে। প্রথম জন্ম নিবন্ধনের অধিকার জাতিসংঘের শিশু সনদে (ইংরেজি: Convention on the Rights of the Child – CRC) স্পষ্ট উল্লেখ আছে।

জন্ম নিবন্ধন স্থানীয় সরকার

জন্ম নিবন্ধনের মধ্যদিয়ে একটি শিশু একটি নাম লাভ করে যা সারাজীবন তাকে একটি পরিচিতি দেয়। জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশু প্রথম নাগরিকত্বও লাভ করে।জন্মসনদ অত্যাবশ্যকীয় করার লক্ষ্যে সরকার নতুন করে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪ প্রণয়ন করে। জাতীয় পরিকল্পনা প্রণয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিশু অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে আইনটি ৩ জুলাই ২০০৬ থেকে কার্যকর করা হয়েছে। জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।

ওপরের তথ্য মতে কাজ করলে আপনি ঘরে বসেই আপনার বা আপনার পরিবারের সদস্যের জন্ম সনদের সকল কাজ করতে পারবেন। তাইআশাকরি আজকের আর্টিকেল আপনার উপকারে আসবে । শেষ পর্যন্ত সাথে থাকার জন্যে ধন্যবাদ।