ভেলেন্টাইন ডে কবিতা

ভেলেন্টাইন ডে কবিতা, ভালোবাসা দিবসের কবিতা সমগ্র, ১৪ই ফেব্রুয়ারী উপলক্ষ্যে প্রেমের কবিতা ও পোয়েম।ভ্যালেন্টাইন ডে এর কবিতা সাধারণত প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্য করে লেখা হয়। এ ধরনের কবিতা ভ্যালেন্টাইন ডে তে বিনিময় করে। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যালেন্টাইন ডে এর কবিতা বেশি দেখা যায়।  কেননা বর্তমানে সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বিনিময়ের সহজ মাধ্যম। নিম্নে কয়েকটি ভ্যালেন্টাইন ডে এর কবিতা দেওয়া হল।

ভেলেন্টাইন ডে কবিতা

ভেলেন্টাইন ডে কবিতা

ভেলেন্টাইন ডে

– ফয়েজ উল্লাহ রবি

ঘর ছেড়েছে সন্তান তোমার,রেখেছ কি খবর?
দেবে কি জবাব মরণের পর,আল্লাহ্‌র বরাবর।
আজ চৌদ্দ ফ্রেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস!
কোন মোহে কাটে তোমার রজনী-দিবস।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়, পড় তাহাজ্জুত
হারিয়েছে মেয়ে তোমার মান সম্ভ্রম-ইজ্জত।
নিজেকে মুসলিম বলে সদা করো গর্ব,
রয়েছে কি বাকী আর, হয়েছে সব খর্ব।
বেহায়াপনায় হারাচ্ছ তুমি ধর্ম-ঈমান
সঠিক পথ ভুলে হারাচ্ছ মান-সম্মান।
এসো শান্তির পথে শক্ত করে ধর ইসলাম
চারিদিকে ছড়িয়ে যাবে তোমার সুনাম।

ভেলেন্টাইন ডে কবিতা

ভেলেন্টাইন ডে আমার নয়

– ফয়েজ উল্লাহ রবি

একদিন কেন বিশ্ব ভালবাসা দিবস,
প্রতিদিন কেন নয় ??
এই তো আমার সংস্কৃতি নয়, তবু!
অন্যের সংস্কৃতি কেন আমি করি ধারণ
মৌলবাদী হয়ে কি যাব? যদি করি বারণ।
যে সকল নর-নারী, কোন মোহে ছাড়ে ঘর
আপনারে ভুলে, ইজ্জ্বত-সম্ভ্রম কর পর।
এই কোন পথে তুমি পা বাড়াও,
ভুল সংস্কৃতির দলে ঈমান হারাও।
ভালবাস মা-বাপ, ভাই-বোন, আত্মীয়-স্বজন,
দাদা-দাদী,নানা-নানীকে ভালবাসবে করো পণ।
ভালবাসবে! বাস দেশ মাটি মা, মানুষকে
গরীব দুঃখি দুঃস্থ এতিম অভাবী আছে যে।
ভালবাস প্রকৃতি নদী সাগর বাংলার মাঠ
সাজাও দেশ জাতী, ভাল শিক্ষার নাও পাঠ।
যা করছ তুমি গিয়ে আধুনিকতার মিছিলে
তা নয় তোমার ভুলে কেন যাও বার বার
কি দেবে জবাব রব তোমায় জিজ্ঞাসিলে।
তুমি মুসলমান,বাঙালী,কেন হারাও আপনার মান
খুঁজে দেখ তোমার উজ্জ্বল ইতিহাস
কোথাও নোয়ায়নি শির, এই সে মহান বীর।
কেন হও অন্যের অধীন, তুমি আজ স্বাধীন
ভুলে যাবেনা পরিচয়, কেন হবে পরাধীন?

ভেলেন্টাইন ডে কবিতা

হ‍্যাপি ভেলেন্টাইন ডে

– মধু মঙ্গল সিনহা

শুভেচ্ছা র‌ইল তোমায় ভেলেন্টাইনের দিনে,
হাজারো বছরের প্রেম ও ভালোবাসার টানে।
আমি রাত জেগে বসে থাকি বাতায়ন খুলে,
ক্ষণে ক্ষণে চেয়ে দেখি ঐ আকাশের নীলে।
প্রতিক্ষাতে না খুলে যেন রাতির শেকল বাঁধন,
চেয়ে চেয়ে উঠে বসে করি কত যে উচাটন।
পরিশেষে ধীরে ধীরে খুলে শেকল লোহার,
কোকিলের কন্ঠে জাগে আলোর জোয়ার।
আমি বেছে তুলে নেই লাল গোলাপের ফুল,
তোমাকে সম্বোধিতে না করি যেন কোন ভুল।
জাগো প্রিয়ে! তুমি জাগো এই বসন্তের‌ই ডাকে,
তোমাকে খুজি ঐ আবির মাখা রশ্মীর ফাকে।
আস প্রিয়ে দ্রুত লয়ে ঐ সরু গলিটির মুখে,
জরিয়ে নেব তোমায় বসন্তের এই উষ্ণ বুকে।
লেখিব আজ আমারা চির নতুনের জয় গান,
না রাখিও প্রেমে তুমি কোন মান অভিমান।

ভেলেন্টাইন ডে কবিতা

ভালোবাসা দিবস স্পেশাল প্রেমের কবিতা (লিখেছেন – পিঞ্জিরা খানম)

সত্যি করে বলোতো সখি ভালোবাসা দিবস কোনটা?
দূর বোকা তাও জানোরা ফেব্রুয়ারির চৌদ্দ; তারিখটা।
জানিরে জানি সবি জানি শুধু পারি না বলতে,
বলার জন্য মন দিয়েছে দেয়নি তো কাউকে বুঝাতে।
পঁচিশটা বছর হেঁটে চলেছি বলেনি তো কেউ ভুলেও,
দাড়াও পথিক একটু বোসো কথা আছে শুনে যেও-
আমাকে তোমার সঙ্গে নিবে, নিবে আমার মধুর হাসি,
যে হাসিটা তুমি দিয়েছো দেখেছে নদীর জল রাশি।
তুমি আসলে মনের অরণ্যে গজায় সবুজ পাতা,
পাখিরা সব গেয়ে শোনায় বসন্তেরই বার্তা।
ফুলের কানে ভ্রমর বলে আসছি আমি উড়ে-
ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ ভালোবাসতে শুধু তোরে।
কেউ বলেনি এমন করে ভালোবাসার কথা,
তাইতো আমি ভুলতেছিলাম ভ্যালেন্টাইন’স ডে’টা।
দুর থেকে ঐ মা-মানি আজ ফোনে শুধায় খোকা-
কেমন আছিস সোনা আমার ভালো আছিস কি না?
ভ্যালেন্টাইন’স ডে আজ মাগো আসছি আমি ছুটে-
ভালোবাসি বলে তোমার দুঃখ যাবে টুটে।
মা বললো-বোকা ছেলে ভুলে গেছিস কথা
ভালোবাসি বলতে কোন সময় লাগে না,
ভালো যারা বাসতে জানে আল্লাহর সেরা সৃষ্টি
দীন-দরিদ্র দুখী, পাপী সবাইকে ভালো বাসবি।
ভালোবেসে জয় করা যায় পৃথিবীর মহাকাল-
ধন্যবাদ চৌদ্দ ফেব্রুয়ারি যে দিয়েছে ভালোবাসার বোল।