রবি সিমের মিনিট দেখার কোড ২০২২। রবি মিনিট অফার ২০২২

রবি মিনিট চেক করার উপায় ২০২২।

আপনাদের মাঝে অনেকেই আছে যারা রবি সিম ব্যবহার করে। কিন্তু বর্তমান প্রজন্মের প্রায় সবাই একাধিক সিম ব্যাবহারের ফলে মিনিট দেখার কোড অনেকে ভূলে যায়। তাই আপনারদের এই সমস্যা সমাধানে, আজ আমি আপনাদেরকে দেখাবো রবি সিমে মিনিট দেখার উপায় ২০২২। কিভাবে রবি সিমের মিনিট দেখতে হয় । রবি সিমের মিনিট দেখার উপায় কি? এই বিষয়ে অনেকেই জানতে চান, অনেকেই জানেন না কিভাবে রবি মিনিট দেখতে হয়। রবি মিনিট চেক।

 

আপনাদের মধ্যে অনেকেই রবি সিমের মিনিট দেখার নিয়ম যানেন না। আপনাদের যেন মিনিট দেখতে না পারার জন্যে মূল্যবান টাকার অপচয় না হয়,তাই সেই সমস্যার সমাধান নিয়েই আজকের এই আর্টিকেল। Robi Minute Check Code 2022 বা রবি সিমের মিনিট দেখার কোড আজকের পোস্টের মাধ্যমে আপনারা যানতে পারবেন।

রবি সিমের মিনিট দেখার উপায় অনেক রয়েছে একটা উপায় যদি কাজ না করে অন্য উপায়ে আপনি রবি সিমের মিনিট দেখতে পারবেন তাই রবি সিমের মিনিট দেখার সমস্ত উপায় জানতে এই আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ুন।

 

 

রবি সিমের মিনিট দেখার কোড ২০২২। রবি মিনিট অফার ২০২২

বর্তমান সময়ে অধিকাংশ মানুষ একাধিক সিম ব্যাবহার করে। যার কারনে, মানুষ বিভিন্ন মোবাইল অপারেটর মিনিট দেখার কোড মনে রাখতে পারেনা। রবি মিনিট দেখার উপায় পোস্টে আজ আমরা আপনাকে দেখাব কিভাবে আপনার রবি সিমে মিনিট চেক করবেন। তাই রবি সিমের মিনিট দেখার কোড সমূহ নিয়ে এখানে আলোচনা করব।

 

Robi minute balance check। রবি এপস দিয়ে মিনিট চেক করার নিয়ম

রবি সিমের মিনিট দেখার ঊপায় তুলে ধরা হলোঃ

রবি মিনিট চেক কোড হচ্ছে *২২২*৮# । রবি সিমের নাম্বার জানার জন্য মোবাইল থেকে উক্ত কোডটি ডায়াল করতে হবে।

অথবা রবি মিনিট দেখতে ডায়াল করুন *২২২*৯#।

অথবা রবি মিনিট দেখতে ডায়াল করুন *২২২*২৫#।

 

রবি সিমের মিনিট দেখার নিয়ম ২০২২

Robiআজিয়াটা লিমিটেড হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এতে আজিয়াটা গ্রুপের ৬১.৮২% অংশীদারীত্ব, ভারতী এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া ভারতী এয়ারটেলের ২৮.১৮% অংশীদারীত্ব রয়েছে, আর বাকী ১০% অংশীদারত্বের মালিক ডিএসই ও সিএসই এর মাধ্যমে রবিতে বিনিয়োগকারীরা। রবি আজিয়াটা লিমিটেড তার নেটওয়ার্কের আওতায় রবি ও এয়ারটেল এই দুইটি নামে টেলিযোগাযোগ পরিসেবা প্রদান করছে।

 

রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের টেলিযোগাযোগ ইতিহাসে প্রথমবারের মতো দুটি মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতার একীভূতকরণের ঘটনা ঘটে। রবি এবং এয়ারটেলের একীভূতকরণের ফলে একীভূত কোম্পানিটি রবি আজিয়াটা লিমিটেড নামে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা হিসাবে আবির্ভূত হয়। একত্রিত সংস্থাটি দেশব্যাপী নেটওয়ার্ক পরিসেবা প্রদান করছে।

 

১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) সংস্থাটি একটেল নামে কার্যক্রম শুরু করে। ২০১০ সালে সংস্থাটি নাম পরিবর্তন করে রবি আজিয়াটা লিমিটেড রাখে এবং রবি পরিবর্তিত নামে যাত্রা শুরু করে। নভেম্বর ২০১৬ সালের পর থেকে রবি আজিয়াটার মুঠোফোন নেটওয়ার্ক এর আওতায় ‘রবি’ এবং ‘এয়ারটেল’ নামে পরিসেবা প্রদান করে আসছে।

আশা করি আপনি রবি সিমে মিনিট দেখার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। এর পরেও রবি সিমের নাম্বার দেখতে আপনার কোন সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান।

Leave a Comment