সপ্তম শ্রেণীর ১৬তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর
সপ্তম শ্রেণীর ১৬তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর
newresultbd.com
শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। শিশু পরিবারে জন্ম নেয় এবং বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য ও পিতামাতার নিকট থেকে যা কিছু যেভাবে শিখে এই শিখন প্রক্রিয়াই হলো শিশুর সামাজিকীকরণ। এই প্রক্রিয়াটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে পরিবার। কারণ পরিবারই শিশুর সামাজিকীকরণের সূতিকাগার।
তবে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিশুদের সুষ্ঠু সামাজিকীকরণ বাধাগ্রস্থ হচ্ছে। নিম্নে তা চিহ্নিত করা হলোঃ-
১) করোনার কারণে অনেক পরিবারের আর্থিকভাবে অসচ্ছলতার মাধ্যমে শিশুর অধিকার পূরণ করা সম্ভব হচ্ছে না।
২) সবকিছু অনলাইন সংবলিত হওয়ায় শিশুর মানসিক, সামাজিক ও নৈতিক গুণ বিকশিত হচ্ছে না।
৩) সবার সাথে মেলামেশা না হওয়ায় শিশুর নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে না।
৪) বিদ্যালয়, মসজিদ ইত্যাদি বন্ধ থাকায় শিশুর যথাযথ সামাজিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।
৫) সারাদিন বাসার অবস্থান করায় শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং খিটখিটে মেজাজের অধিকারী হচ্ছে।
এভাবে বর্তমান পরিস্থিতিতে শিশুর সামাজিকীকরণ বাধাগ্রস্থ হচ্ছে।
উপরোক্ত বাধাসমূহ দূরীকরণে পরিবার, সমাজ এবং বিদ্যালয়ের সহযোগিতার বিকল্প নেই। [newresultbd.com] তাই এক্ষেত্রে পরিবার, সমাজ ও বিদ্যালয় হতে সহযোগিতা প্রত্যাশা করতে হবে।
আমরা জানি পরিবার হলো শিশুর সামাজিকীকরণের মূলকেন্দ্র। শিশুর যথাযথ বিকাশে তাদের আনন্দ-বিনোদন দেওয়া, তাদের সাথে খেলা করা ইত্যাদির মাধ্যমে শিশু আত্মকেন্দ্রিক মনোভাব হতে বেরিয়ে আসে। এবং এর মধ্য দিয়ে শিশু মুক্তমনের হয়ে ওঠে।
এছাড়াও বিদ্যালয়ের সহায়তায় শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তোলা সম্ভব। বিদ্যালয়ে শিক্ষদের গুণাবলি ও তাদের নির্দশনায় শিশুরা সামাজিক গুণাবলি যেমন- ভ্রাতৃত্ব, সম্প্রীতি ইত্যাদির সাথে নিজেদের গড়ে তুলতে পারে। পাশাপাশি সমাজ ব্যতিত কখনো একজন মানুষ সামাজিক গুণাবলি সম্পন্ন হয়ে ওঠতে পারে না। [newresultbd.com] এজন্য প্রয়োজন সমাজের প্রত্যেকের সঙ্গে মেলামেশা করা এবং ভালো-খারাপ সম্পর্কে অবগত হওয়া। সর্বোপরি একটি ভালো সমাজের প্রত্যেকটি উপাদানের সংমিশ্রণে একজন শিশুর পূর্ণাঙ্গ বিকাশ পায়। আর এভাবে পরিবার, বিদ্যালয় এবং সমাজের সহায়তায় একজন শিশুর সামাজিকীকরণের বাধা দূর করা যায়।