0

ছকে প্রদত্ত শব্দগুলো বিশ্লেষণ এবং কী উপায়ে তা গঠিত হয়েছে তা উল্লেখ কর। নবম শ্রেণীর বাংলা ১৬তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান।

৯ম শ্রেণীর বাংলা ১৬তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর

অ্যাসাইনমেন্ট: ছকে প্রদত্ত শব্দগুলো বিশ্লেষণ এবং কী উপায়ে শব্দগুলো গঠিত হয়েছে তা উল্লেখ কর।

শিরোনামঃ উপসর্গ দিয়ে শব্দ গঠন।

প্রদত্ত শব্দ

শব্দ বিশ্লেষণ

যে সাধিত শব্দ

উপভোগ

উপ+ভোগ

সম্যক অর্থদ্যোতনা সাধিত।

হাতে খড়ি

হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে ।

বহুব্রীহি সমাস যোগে সাধিত শব্দ।

পিত্রালয়

পিতৃ+আলয়

স্বরসন্ধি সাধিত শব্দ।

 সর্বজনীন

সর্বজন+ঈন ।

তদ্ধিত প্রত্যয় সাধিত।

মাননীয়

মান্+অনীয়

কৃৎ প্রত্যয় সাধিত।

নিদারুণ

নি+দারুণ

অতিশয় অর্থদ্যোতনা সাধিত।

নীলিমা

নীল+ইমা

তদ্ধিত প্রত্যয় সাধিত।

আশীর্বাদ

আশীঃ+বাদ

 বিসর্গসন্ধি সাধিত শব্দ।

চন্দ্রমুখ

মুখ চন্দ্রের ন্যায় ।

কর্মধারয় সমাস যোগে সাধিত শব্দ।

কবিত্ব

কবি+ত্ব

তদ্ধিত প্রত্যয় সাধিত।

Get Class 9 Bangla Assignment Answer

[Join]