0

রেওয়ামিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশোধন। এইচএসসি হিসাববিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান।

রেওয়ামিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশোধন

বিষয়: হিসাববিজ্ঞান ১ম পত্র, বিষয় কোড: ২৫৩, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫, স্তর: এইচএসসি, চতুর্থ অধ্যায়: রেওয়ামিল।

অ্যাসাইনমেন্ট: রেওয়ামিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশােধন সহায়ক তথ্য:

প্রিমিয়াম জেনারেল স্টোর এর হিসাবের বই থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে নিম্নে উল্লিখিত খতিয়ানের জের সংগ্রহ করা হয়:

মূলধন ৩০,০০০ টাকা; বিক্রয় খতিয়ানের জের ২০,০০০ টাকা।

নগদ তহবিল (১-১-২০২০) ১০,০০০ টাকা।

ভাড়া খরচ ১৭,০০০ টাকা;

ব্যাংক জমা (৩১-১২-২০২০) ৮,০০০ টাকা, নগদ তহবিল (৩১-১২-২০২০) ১২,০০০ টাকা।

কমিশন আয় ২০,০০০ টাকা।

ক্রয় খতিয়ানের জের ১৬,০০০ টাকা; যন্ত্রপাতি ২৪,০০০ টাকা।

প্রারম্ভিক মজুদ পণ্য ৮,০০০ টাকা; সাধারণ সঞ্চিতি ২২,০০০ টাকা।

ক্রয় ৩৭০০০ টাকা; বিক্রয় ৫৭,০০০ টাকা।

নমুনা পণ্য বিতরণ ১২,০০০ টাকা।

সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা।

ব্যাংক জমাতিরিক্তি {১-১-২০২০) ৬,০০০ টাকা; উত্তোলন ৭,০০০ টাকা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে রেওয়ামিল প্রস্তুতের পর নিম্নের ভুলগুলাে উদঘাটিত হয়:

১) বিক্রয় হিসাবে ৪,৫০০ টাকা কম লেখা হয়েছে।

২} ক্যাশ বাক্স থেকে ১০,০০০ টাকা হারিয়ে যায়, যা হিসাবভূক্ত হয়নি।

৩) পণ ক্রয় ৭০০০ টাকা, ক্রয় হিসাবে ২,০০০ টাকা ডেবিট করা হয়েছে।

৪) ৯,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয়, ক্রয় হিসাবে হিসাবভূক্ত হয়েছে।

৫) ভাড়া ২,০০০ টাকা প্রদান করে, ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে।

৬) মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫০০ টাকা ভুলবশত উত্তোলন হিসাবে ৫,০০০ টাকা ডেবিট করা হয়েছে।

বিষয়বস্তু

  • ক. রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাব দাখিলার বিভিন্ন ভুল চিহ্নিত করতে পারবে।
  • খ. হিসাবের শুদ্ধতা যাচাই ও ভুল সংশােধন করতে পারবে।

নির্দেশনা

  • ১. বিভিন্ন প্রকার ভুল সম্পর্কিত ধারণা অর্জন।
  • ২. রেওয়ামিল প্রস্তুতকরণ
  • ৩. অনিশ্চিত হিসাব সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন।
  • ৪. রেওয়ামিল মিলে যাওয়া সত্বেও যে সকল ভুল ধরা পড়ে না সে সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন।
  • ৫. সংশোধনী দাখিলা প্রস্তুতকরণ।
  • ৬. সংশােধিত রেওয়ামিল প্রস্তুতকরণ।

এইচএসসি হিসাববিজ্ঞান ৭ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর

ক) করণিক ভুল (Clerical Errors)

লেন-দেন হিসাবভুক্ত করার সময় হিসাবে যে ভুল হয় তাকে করণিক ভুল বলে। এ ভুল মূলতঃ লেখা-যোখার সাথে সম্পর্কিত। নিচে এ ভুলের প্রকারভেদ আলোচনা করা হলো

১) বাদ পড়ার ভুল (Errors of Omission)

 কোন লেন-দেন হিসাবের প্রাথমিক বই বা খতিয়ানে সম্পূর্ণ না লেখার জন্য যে ভুল হয় তাকে বাদ পড়ার ভুল বলে। এতে রেওয়ামিলে কোন প্রভাব পড়েনা কিন্তু হিসাবে ভুল  থেকে যায়। যেমন-১০,০০০ টাকার পণ্য বাকীতে ক্রয় করা হলো কিন্তু ক্রয় বইতে লেখা হলনা এবং পাওনাদারের হিসাবেও লেখা হলনা।

২) লেখার ভুল (Errors of Commission)

এটা মূলতঃ অংক লেখা সংক্রান্ত ভুল। অর্থাৎ প্রাথমিক বইতে লেখা বা প্রাথমিক বই থেকে খতিয়ানে তোলার সময় অংক লিখতে যে ভুল হয় তাকে লেখার ভুল বলে। এ ভুল পরিমাণে, যোগে, বিয়োগে ইত্যাদি ক্ষেত্রে হতে পারে। (সকল এসাইনমেন্ট সমাধান সবচেয়ে দ্রুত পেতে ভিজিট করুন  newresultbd.com) যেমন-ক্রয় হিসাব ৫০,০০০ টাকা হওয়ার কথা কিন্তু এ অংক প্রথম থেকেই ৫,০০০ টাকা হিসেবে লেখা হচ্ছে অথবা জাবেদায় ঠিকই লেখা আছে কিন্তু খতিয়ানে তুলতে

যেয়ে ৫০,০০০ এর জায়গায় ৫,০০,০০০ লেখা হল। আবার জের টানার সময় যোগ-বিয়োগে ভুল হতে পারে। এসবই লেখার ভুল।

৩) পরিপূরক ভুল (Compensating Errors)

এটা ঘটনাচক্রে ঘটে যাওয়া ভুল যা ধরা কঠিন। অর্থাৎ যখন একটি ভুল অন্য কোন ভুল সংঘটিত হওয়ায় পূরণ হয়ে যায় তখন তাকে পরিপূরক ভুল বলা হয়। এতে রেওয়ামিলে কোন বিরূপ প্রভাব না পড়তে পারে কিন্তু হিসাবের ভুল ঠিকই থেকে যাবে। যেমন-ক্রয় হিসাবে২৩,০০০ টাকার পরিবর্তে ৩২,০০০ টাকা ডেবিট করা হ’ল। আবার বিক্রয় হিসাবে ৩৪,০০০ এর স্থলে ৪৩,০০০ টাকা ক্রেডিট করা হ’ল।

৪) বেদাখিলার ভুল (Errors of Misposting)

প্রাথমিক বই থেকে হিসাব খতিয়ানে তোলার সময় একটা হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক দিকে লিখলে যে ভুল হয় তাকে বেদাখিলার ভুল বলে। এতেও রেওয়ামিলে কোন প্রভাব পড়ে না কিন্তু বিরাট ভুল থেকে যায়। যেমন জনাব সুমনের নিকট থেকে জনাব রিমন ৫,০০০ টাকা পেলেন। এখন, ৫,০০০ টাকা রিমনের নগদান বইতে ডেবিট করতে হবে কিন্তু তা না করে জনাব রিয়াজের হিসাবে ডেবিট করা হল।(সকল এসাইনমেন্ট সমাধান সবচেয়ে দ্রুত পেতে ভিজিট করুন  newresultbd.com)  এতে রেওয়ামিল মিলবে কিন্তু হিসাবে ভুল থেকে যাবে। লেখার ভুল ও বেদাখিলার ভুলকে কোন কোন হিসাব শাস্ত্রবিদ পৃথক শ্রেণীতে বিভক্ত না করে উভয়টিকে লেখার ভুল বলেছেন। একটা অংকে ভুল লেখা এবং অন্যটি হিসাবে ভুল লেখা। পার্থক্য শুধু এতটুকুই। এ হিসাবে করণিক ভুল হয় তিনি প্রকারের।

খ) সহায়ক তথ্যের আলোকে রেওমিল প্রস্তুত করণ

প্রিমিয়াম জেনারেল স্টোরের

রেওমিল

ক্রমিক নং

হিসেবের নাম

সূত্র

ডেঃ টাকা

ক্রেঃ টাকা

১০

১১

১২

১৩

১৪

মূলধন

বিক্রয় খতিয়ানের জের

ভাড়া খরচ

ব্যাংক জমা (৩১.১২.২০)

নগদ তহবিল(৩১.১২.২০)

কমিশন আয়

ক্রয় খতিয়ানের জের

যন্ত্রপাতি

প্রাম্ভিক মজুদ পণ্য(০১.০১.২০)

সাধারণ সঞ্চিতি

ক্রয়

বিক্রয়

নমুনা পণ্য বিতরণ

উত্তোলন

 

২০,০০০

১৭,০০০

৮,০০০

১২,০০০

২৪,০০০

৮,০০০

৩৭,০০০

১২,০০০

৭,০০০

১,৪৫,০০০

৩০,০০০

২০,০০০

১৬,০০০

২২,০০০

৫৭,০০০

১,৪৫,০০০

গ) সহায়ক তথ্যের আলোকে সংশোধনী জাবেদা দাখিলা: 

প্রিমিয়াম জেনারেল স্টোরের

সংশোধনী জাবেদা

ক্রমিক নং

হিসেবের নাম

সূত্র

ডেঃ টাকা

ক্রেঃ টাকা

অনিশ্চিত হিসাব

               বিক্রয় হিসাব

 

৪,৫০০

১০,০০০

৫,০০০

৯,০০০

৪,৫০০

১০,০০০

৫,০০০

৯,০০০

বিবিধ ক্ষতি

              নগদান হিসাব

ক্রয় হিসাব

             অনিশ্চিত হিসাব

যন্ত্রপাতি হিসাব

                ক্রয় হিসাব

ঘ) সহায়ক তথ্যের আলোকে অনিশ্চিত হিসাব তৈরি: 

প্রিমিয়াম জেনারেল স্টোরের

অনিশ্চিত হিসাব

ক্রমিক নং

হিসেবের নাম

সূত্র

ডেঃ টাকা

ক্রেঃ টাকা

জের

ডেঃ

ক্রেঃ 

বিক্রয় হিসাব

ক্রয় হিসাব

ভাড়া খরচ

উত্তোলন

 

৪,৫০০

৪,৫০০

৫,০০০

৪,০০০

৪,৫০০

৫০০

৪,৫০০

ঙ) সহায়ক তথ্যের আলোকে সংশোধিত রেওমিল প্রস্তুত করণ:

প্রিমিয়াম জেনারেল স্টোরের

সংশোধিত রেওমিল

ক্রমিক নং

হিসেবের নাম

সূত্র

ডেঃ টাকা

ক্রেঃ টাকা

১০

১১

১২

১৩

১৪

১৫

মূলধন

বিক্রয় খতিয়ানের জের

ভাড়া খরচ(১৭,০০০+৪,০০০)

ব্যাংক জমা (৩১.১২.২০)

নগদ তহবিল(৩১.১২.২০)

কমিশন আয়

ক্রয় খতিয়ানের জের

যন্ত্রপাতি(২৪০০০+৯০০০)

প্রাম্ভিক মজুদ পণ্য(০১.০১.২০)

সাধারণ সঞ্চিতি

ক্রয়(৩৭,০০০+৫,০০০-৯,০০০)

বিক্রয়(৫৭,০০০+৪,৫০০)

নমুনা পণ্য বিতরণ

উত্তোলন(৭০০-৪৫০০)

বিবিধ ক্ষতি

 

২০,০০০

২১,০০০

৮,০০০

১২,০০০

৩৩,০০০

৮,০০০

৩৩,০০০

১২,০০০

২,৫০০

১০,০০০

১,৪৯,৫০০

৩০,০০০

২০,০০০

১৬,০০০

২২,০০০

৬১,০০০

১,৪৯,৫০০

Get HSC Accounting Assignment Answer

[Join]