0

৮ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর। নিজেকে আত্নমর্যাদা সম্পন্ন মনে কর? অভিভাবকের আত্নমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁর অবস্থান নির্ণয় কর।

Class 8 Work and Life Oriented Education 15th Week Assignment Answer

অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর

newresultbd.com

হ্যাঁ, আমি মনে করি আমি একজন আত্মর্যাদাবান ব্যক্তি। কেননা আমি সবসময় নিজের উপর আস্থা রাখি। কেউ আমার কাজ নিয়ে শত ভুল ভাবলেও আমি সেই কাজ হতে সরে না এসে আমার স্থান থেকে অটল থাকার চেষ্টা করি। এছাড়াও আমি নিজের সম্মানের ব্যাপারে সচেতন থাকি। নিজের কাজ নিজেই যথাযথভাবে সময়মতো করার চেষ্টা করি, সবসময় বড়দের সম্মান ‍ও ছোটদের স্নেহ করি।

নিম্নে প্রশ্নোক্ত ছকে মান সমূহ বসিয়ে যোগফলের ভিত্তিতে আমার ভাইয়ের [newresultbd.com] আত্মমর্যাদার পরিমাপ করে তাঁর অবস্থান নির্ণয় করা হলো:

৩০-৫০: তিনি একজন আত্মমর্যাদাবান মানুষ। সদাসর্বদা এইভাবে মর্যদাবান হয়ে থাকার চেষ্টা করতে হবে।

১৫-২৯: তাঁর মধ্যে আত্মমর্যাদাবান হওয়ার সকল উপাদান বিদ্যমান তবে তাকে চেষ্টা করতে হবে আত্মমর্যাদাবান হওয়ার জন্য।

১৪ এর নিম্নবর্তী: তাকে আত্মমর্যাদাবান হতে চেষ্টা করতে হবে। ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন।

এবার ছকে মান বসানো হলো- 

ক্রম.

নির্দেশনা

সবসময়

মাঝেমধ্যে

কম

১০

কর্তব্যপরায়নতা

   

নিয়মানুবর্তীতা

   

স্বনির্ভরতা

   

মানবতা

১০

   

মূল্যবোধ

   

ছকের মানসমূহের সমষ্টি হবে = (৮+৬+৯+১০+৯) বা, ৪২। 

অতএব, সমষ্টি হতে নির্দ্বিধায় বলা যায়, আমার ভাই [newresultbd.com] একজন আত্মমর্যাদাবান মানুষ।

Get Class 8 Work and Life Oriented Education Assignment Answer

[Join]