৭ম শ্রেণীর ১৫তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর। ঘর সাজানোর ক্ষেত্রে তুমি যেসকল জিনিস নিজে তৈরি করতে পার তার তালিকা ও প্রদর্শিত তালিকার জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা।
সপ্তম শ্রেণীর ১৫তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর
newresultbd.com
ঘর সাজানোর ক্ষেত্রে আমি যে সকল জিনিস নিজে তৈরি করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করে নিম্নে প্রদর্শন করা হলোঃ–
১) বাতির শেড;
২) কলমের ঝুড়ি;
৩) ফুলদানি;
৪) ফটো ফ্রেম ও
৫) ঝার বাতি।
উপরের প্রদর্শিত তালিকার জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্বপূর্ণ।
সৃজনশীলতা হলো নতুনভাবে সৃষ্টি করার ক্ষমতা। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সৃজনশীলতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এসব জিনিস তৈরিতে যত বেশি সৃজনশীল হব তত বেশি জিনিস নিজ হতে সৃষ্টি করতে সক্ষম হব। প্রতিদিন নতুন নতুন জিনিস তৈরির মাধ্যমে এমন একদিন আসবে যেদিন আমরা এর চেয়েও বেশি কিছু সৃষ্টি করার স্বপ্ন দেখব আর তা বাস্তবায়নে চেষ্টা করব।
Get Class 7 Work and Life Oriented Education Assignment Answer