৭ম শ্রেণীর বিজ্ঞান ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর। অ্যামেনিয়া, পানি ও মিথেন গ্যাসের মডেল এবং অনু ও পরমানু সম্পর্কে ডাল্টনের মতবাদ।
সপ্তম শ্রেণীর ১৫ তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর
newresultbd.com
১) অ্যামোনিয়াঃ অ্যামোনিয়া হলো নাইট্রোজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ যা চরিত্রগত কটুগন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। নিম্নে অ্যামোনিয়ার মডেল তৈরি করে খাতায় উপস্থাপন করা হলোঃ-
পানিঃ একটি অক্সিজেন পরমাণু এবং দুইটি হাইড্রোজেন পরমাণুর সমযোজী বন্ধনে গঠিত পদার্থকে পানি বলে। যৌগটির একটি প্রধান বৈশিষ্ট্য হলো অপেক্ষাকৃত অল্প তাপমাত্রার ব্যবধানে এর তিনটি অবস্থা যথাক্রমে কঠিন, তরল ও বায়বীয় পরিলক্ষিত হয়। নিম্নে এর মডেল উপস্থাপন করা হলোঃ-
মিথেন গ্যাসঃ মিথেন হচ্ছে একটি রাসায়নিক যৌগ যার প্রতিটি অণুতে আছে একটি কার্বন পরমাণু ও চারটি হাইড্রোজেন পরমাণু। এটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। নিম্নে এর তৈরিকৃত মডেল তুলে ধরা হলোঃ–
২) পদার্থের সাথে অণু ও পরমাণুর সম্পর্ক অবিচ্ছেদ্য। এই অণু ও পরমাণুর সাহায্যেই গঠিত হয় একটি পদার্থ। কিন্তু পদার্থের এই ক্ষুদ্র কণা নিয়ে রয়েছে নানারকম মতপার্থক্য। আর এরকম একটি মতবাদ হলো ১৮০৩ সালে প্রকাশিত ডাল্টনের পরমাণুবাদ।
মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর, রাসায়নিক ধর্ম একই। ভিন্ন ভিন্ন মৌলের আকার, ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন। এছাড়াও বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ তৈরি করে। পাশাপাশি একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহ একে অপরের সাথে যুক্ত হয় বা আলাদা হয়।
Get Class 7 Science Assignment Answer