0

প্রাণী শ্রেণিবিন্যাসের ভিত্তি ও প্রাণিজগতের প্রধান পর্বগুলাে পর্যালােচনা। এইচএসসি জীব বিজ্ঞান ২য় পত্র ৮ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২২ সমাধান।

প্রাণী শ্রেণিবিন্যাসের ভিত্তি ও প্রাণিজগতের প্রধান পর্বগুলাে পর্যালােচনা

বিষয়: জীববিজ্ঞান ২য় পত্র, বিষয় কোড: ১৭৯, স্তর: এইচএসসি, অ্যাসাইনমেন্ট নম্বর: ০২, প্রথম অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস।

অ্যাসাইনমেন্ট: প্রাণী শ্রেণিবিন্যাসের ভিত্তি ও প্রাণিজগতের প্রধান পর্বগুলাে পর্যালােচনা।

বিষয়বস্তু

  • ক. প্রাণীকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে
  • খ. নন-কর্ডাটা পর্বের প্রাণীকে প্রধান পর্ব পর্যন্ত বিন্যস্ত করতে পারবে
  • গ.  কর্ডাটা পর্বের প্রাণীকে প্রধান শ্রেণি পর্যন্ত বিন্যস্ত করতে পারবে

নির্দেশনা

  • ১. শ্রেণিবিন্যাসের ভিত্তি গুলাের নাম
  • ২. শ্রেণিবিন্যাসের ভিত্তিতে হাইড্রা ও মানুষের পার্থক্য নির্ণয়
  • ৩. প্রাণিজগতের প্রধান পর্বগুলাের নাম (ইংরেজিতে)
  • ৪. পর্বগুলাের দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ (সাধারণ বৈশিষ্ট্য ব্যতীত)
  • ৫. পর্বগুলির একটি করে প্রাণীর উদাহরণ (বৈজ্ঞানিক নাম ইংরেজিতে)

এইচএসসি জীব বিজ্ঞান ২য় পত্র ৮ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২২ উত্তর

HSC Biology 8th Week Assignment 2022 Answer HSC Biology 8th Week Assignment 2022 Answer

HSC Biology 8th Week Assignment 2022 Answer HSC Biology 8th Week Assignment 2022 Answer HSC Biology 8th Week Assignment 2022 Answer HSC Biology 8th Week Assignment 2022 Answer

HSC Biology 8th Week Assignment 2022 Answer HSC Biology 8th Week Assignment 2022 Answer HSC Biology 8th Week Assignment 2022 Answer HSC Biology 8th Week Assignment 2022 Answer

Get HSC Biology Assignment Answer

[Join]

 

১. শ্রেণীবিন্যাস গুলোর নাম 

প্রত্যেক প্রাণীই নিজস্ব কিছুবৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এসব বৈশিষ্ট্য আকৃতি, গঠন, দৈহিক প্রতিসাম্য, দেহের খণ্ডায়ন, লিঙ্গ ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয় নিচে শ্রেণীবিন্যাসের ভিত্তি গুলোর নাম উল্লেখ করা হলোঃ- 

  1. দেহের আকার (Body shape) 
  2. সংগঠন মাত্রা ( level of organisation) 
  3. ভ্রূণস্তর (Germ layers) 
  4. প্রতিসাম্য (Symmetry) 
  5. খণ্ডায়ন (Metamerism) 
  6. প্রান্তিকতা (Polarity ) 
  7. অঞ্চলায়ন (Tagmatization) 
  8. তল (Planes) 
  9. যিলেখ (Coelom) 
  10. নটোকর্ড (Noto Chord) 
  11. পৌষ্টিক নালী (Alimentary Canal) 

২. শ্রেণিবিন্যাসের ভিত্তিতে হাইড্রা ও মানুষের পার্থক্য নির্ণয়ঃ- 

শ্রেণিবিন্যাসের ভিত্তিতে হাই ডাও মানুষের পার্থক্য নিচে বর্ণনা করা হলো, 

ক. মানুষ( স্তন্যপায়ী) প্রাণীর বৈশিষ্ট্য: 

  1. দেহ লোমে আবতৃ ( ব্যতিক্রমী)। 
  2. দেহত্বক বিভিন্ন গ্রন্থি যুক্ত। 

III. স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর সন্তান প্রসব করে( ব্যতিক্রম প্লাটিপাস)। 

  1. স্ত্রী প্রাণীর কার্যকরী স্তনগ্রন্থি হতে ক্ষরিত মাতৃদুগ্ধ সন্তান হয়। 
  2. এরা উষ্ণ রক্তের প্রাণী। 
  3. চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত যুক্ত। 

VII. হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। 

VIII. পরিণত লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন। 

খ. হাইড্রা বা জলজ প্রাণীর কতিপয় বৈশিষ্ট্য: 

  1. হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। 
  2. এরা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে। 

III. এদের দেহ এক প্রান্ত খোলা এবং অন্য প্রান্ত বন্ধ। 

  1. দেহ অরীয় প্রতিসম। 
  2. এরা মাংসাশী। 
  3. এরা মিঠা পানির প্রাণী। 

VII. পানিতে ভাসমান কোন কঠিন পদার্থের সাথে এটি লেগে থাকে। 

VIII. গৃহীত খাদ্যের প্রকৃতি অনুযায়ী বর্ণবৈশিষ্ট্য পরিবর্তন ঘটে । 

৩. প্রাণিজগতের প্রধান পর্বগুলোর নাম নিচে উল্লেখ করা হলো: 

  1. Phylum-01: Porifera 
  2. Phylum-02: Cnidaria 

III. Phylum-03: Platyhelminthes 

  1. Phylum-04: Nematoda 
  2. Phylum-05: Mollusca 
  3. Phylum-06: Annelida 

VII. Phylum-07: Arthropoda 

VIII. Phylum-08: Echinodermata 

  1. Phylum-09: Chordata 

৪. পর্বগুলোর দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ। 

প্রাণী জগতের নয়টি পর্বের দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো: 

1.Porifera পর্বের বৈশিষ্ট্য: 

ক.ম্পিকিউল নামক অসংখ্য ক্ষুদ্র কাটা বা ম্পঞ্জিন নামক এক ধরনের জৈববস্তু দেহ কাঠামো গঠন করে। খ.দেহে কোয়ানোসাইট নামে ফ্লাজেলা যুক্ত কোষে প্রকোষ্ঠ বিদ্যমান। 

2.Cnidaria পর্বের বৈশিষ্ট্য: 

ক. এপিডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বিপুল নিডোসাইট থাকে। যা নেমাটোসিস্ট বহন করে। খ. দেহ অভ্যন্তরে সিলেন্টেরন একমাত্র পরিপাক সংবহন তন্ত্র গহ্বর থাকে, যা একটি ছিদ্রপথে বাহিরে উন্মক্তু । 

  1. Platyhelminthes পর্বের বৈশিষ্ট্য : 

ক.দেহতত্ত্ব সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকল এ আপডেট। 

খ. রক্ত সংবহন তন্ত্র ও শ্বসনতন্ত্রের অনুপস্থিত, রেচনতন্ত্র শিখা কোষ নিয়ে গঠিত। 

  1. Nematoda পর্বের বৈশিষ্ট্য: 

ক. এরা স্যুডোসিলোমেট (অপ্রকৃত সিলোমযুক্ত) ও আয়ন্ডকায়িক । 

খ. দেহ নমনীয়, ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকল দ্বারা আবত। ৃ 

  1. Mollusca পর্বের বৈশিষ্ট্য: 

ক.দেহের অঙ্কীয়দেশ মোটা চামড়া প্রশস্ত মাংসল পিন্ডের মত পদ তৈরি করে। 

খ. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে। 

  1. Annelida পর্বের বৈশিষ্ট্য: 

ক. দেহের প্রতিটি খণ্ডকে নেফ্রিডিয়া নামক পেচা ঁ নো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। খ. পৌষ্টিক নালী নলাকার ও সম্পূর্ণমুখ ও পায়ুছিদ্র সমন্বিত। 

  1. Arthropoda পর্বের বৈশিষ্ট্য: 

ক. সিলোম সংক্ষিপ্ত ও অধিকাংশ দেহগহ্বর রক্তে পূর্ণহিমোসিল। 

খ. রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, এছাড়া কক্সাল, এন্টেনার বা ম্যাক্সিলারি গ্রন্থি বিদ্যমান। 

  1. Echinodermata পর্বের বৈশিষ্ট্য: 

ক. দেহ কণ্টকময়, স্পাইন ও পেডিসিলারি নামক বহিঃকঙ্কাল যুক্ত। 

খ. রক্ত সংবহনতন্ত্র উপস্থিত তবে হিমাল ও পেরিহিমালতন্ত্র সংবহন তন্ত্রের কাজ করে। 

  1. Chordata পর্বের বৈশিষ্ট্য: 

ক.জীবনের যে কোন দশায় নটোকর্ড থাকে। 

খ. কার্ডেটে হৃদপিণ্ড অঙ্কীয়দেশ এ অবস্থান করে। 

৪. পর্বগুলোর একটি করে প্রাণীর উদাহরণ( বৈজ্ঞানিক নাম ইংরেজিতে) প্রাণিজগতের শ্রেণিবিন্যাস এর পর্বগুলোর একটি করে প্রাণীর উদাহরণ নিচে উল্লেখ করা হলো, 

পর্ব 1: পরিফেরা প্রাণীর উদাহরণঃ 

ক. Scypha Gelatinosum (মটকা স্পঞ্জ) 

খ . Cliona Celata (লাল স্পঞ্জ) 

পর্ব 2: নিডারিয়া প্রাণীর উদাহরণঃ 

ক. Aurelia Aurita (জেলি ফিশ) 

খ. Porpita Sp (পরপিটা) 

পর্ব 3: প্লাটিহেলমিনথেস প্রাণীর উদাহরণঃ 

ক. Taenia Solium (ফিতা কৃমি) 

পর্ব 4: নেমাটোডা প্রাণীর উদাহরণঃ 

ক. Loa Loa (চোখ কৃমি) 

পর্ব 5: মালাস্কা প্রাণীর উদাহরণঃ 

ক. Pila Globosa(আপেল শামুক) 

পর্ব 6: অ্যানিলিডা প্রাণীর উদাহরণঃ 

ক. Tubife Tubifex( রক্ত কিট) 

পর্ব 7: আর্থোপোডা প্রাণীর উদাহরণঃ 

ক. Lucosa Lenta 

খ. Culex pipiens(কিউলেক্স মশা) 

পর্ব 8: একাইনোডার্মাটা প্রাণীর উদাহরণঃ 

ক. Antidon Bifida 

পর্ব 9: কর্ডাটা প্রাণীর উদাহরণঃ 

ক. Ascidia mentula 

খ. Homo sapiens(মানুষ)