0

অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান। কর্মপত্র পূরণ।

Class 8 Home Science 14th Week Assignment 2021

অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ উত্তর

newresultbd.com

বয়ন পদ্ধতি

বস্ত্রের নাম

যৌক্তিক কারণ

সাদাসিধা

লুঙ্গি, গামছা, তাঁতের শাড়ি, ভয়েল।

১) এ ধরনের কাপড়ে ময়লা চোখে পড়ে এবং সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। সাদাসিধা বুননে একটি পড়েন সুতা একটি টানা সুতার উপর নিচ দিয়ে অতিক্রম করে। বুননে টানা ও পড়েন সুতাগুলো অত্যন্ত কাছাকাছি অবস্থান করে। [newresultbd.com] যার ফলে কাপড় খুব মসৃন ও টেকসই হয় এবং কাপড়ের উপরিভাগ রং করা ও ছাপার জন্যে বিশেষভাবে উপযোগী হয়। সাদাসিধা বুনন বস্ত্র বয়ন পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ বুনন।

টুইল

জিন্স, ড্রিল, গ্যাবার্ডিন।

২) এ ধরনের কাপড়ে ময়লা পড়লে সহজে বুঝা যায় না। তবে যখন বুঝা যায় তখন ময়লা পরিষ্কার করা সাদাসিধা বুননের মতো সহজসাধ্য হয় না। এ বুননে পড়েন সুতা টানা সুতার মধ্য দিয়ে এমনভাবে চলাচল করে যে কাপড়ের উপরিভাগে কোনাকুনি একটি ভাব ফুটে উঠে, তাই একে তেড়ছা বুননও বলা হয়। এ বুননের কাপড় খুব মজবুত।

সাটিন

বিছানার চাদর, সেরওয়ার্নীর লাইনিং।

৩) সচরাচর ব্যবহারের জন্য এ ধরনের কাপড় উপযোগী নয়, কেননা এ ধরনের কাপড়ের উপরিভাগে বেশিরভাগ সুতা ভাসমান থাকে। এই বুননে তেড়ছা বুননের মতো শিররেখা স্পষ্ট হয়ে ওঠে না। সাটিন বুননের সময় পড়েন সুতাটি একটি টানা সুতার উপর এবং চারটি বা তার অধিক টানা সুতার নিচ দিয়ে চলাচল করে। অন্যদিকে স্যাটিন বুননে পড়েন সুতাটি একটি টানা সুতার নিচ এবং চারটি বা তার অধিক টানা সুতার উপর দিয়ে চলাচল করে। এই দুই ধরনের বুননেই টুইলের মতো অবিচ্ছিন্ন কর্ণ না থাকায় কাপড়ের উপরিভাগ মসৃণ ও উজ্জ্বল দেখায়।

Get Class 8 Home Science Assignment Answer

[Join]