0

অষ্টম শ্রেণির কৃষি শিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান।

Class 8 Agriculture 14th Week Assignment 2021

অষ্টম শ্রেণির কৃষি শিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ উত্তর

newresultbd.com

১) প্রশ্নোক্ত ফসলগুলো দিয়ে গনি মিয়া যে ধরনের শস্য পর্যায় অবলম্বন করবেন তা চার্টের সাহায্যে নিম্নে উপস্থাপন করা হলো:

সময়

খণ্ড-১

খণ্ড-২

খণ্ড-৩

খণ্ড-৪

১ম বছর

রবি: আউশ

খরিপ-১: পাট

খরিপ-২: সরিষা

রবি: ফুলকপি

খরিপ-১: বাঁধাকপি

খরিপ-২: পতিত

রবি: গম

খরিপ-১: মাষকলাই

খরিপ-২: গোল আলু

রবি: মুগ ডাল

খরিপ-১: পতিত

খরিপ-২: আঁখ

২য় বছর

রবি: মুগ ডাল

খরিপ-১: পতিত

খরিপ-২: আঁখ

রবি: গম

খরিপ-১: মাষকলাই

খরিপ-২: গোল আলু

রবি: ফুলকপি

খরিপ-১: বাঁধাকপি

খরিপ-২: পতিত

রবি: আউশ

খরিপ-১: পাট

খরিপ-২: সরিষা

newresultbd.com

২) শস্য পর্যায় হলো একটি উন্নত কৃষি প্রযুক্তি। মাটির উর্বরতা বজায় রেখে এক খণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্য পর্যায়। অর্থাৎ একই জাতের ফসল একই জমিতে বার বার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্য পর্যায়।

৩) মৌসুম পরিক্রমায় ভিন্ন ভিন্ন ফসল নির্বাচনের ক্ষেত্রে শস্য পর্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।কৃষক শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে তিন বা চার খণ্ডে ভাগ করেন। প্রথম বছর খণ্ডগুলোতে রবি, খরিপ-১, খরিপ-২ মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল ফলানো হয়। [newresultbd.com] প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরে প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে, দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করা হয়। দ্বিতীয় বছরের পরে তৃতীয় বছরে একইভাবে বিভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন হয়। তৃতীয় বছরে শস্যের আবর্তন শেষ হয় এবং প্রত্যেক ফসলই প্রতি খণ্ডে একবার করে চাষ করা হয়। এভাবে ফসল নির্বাচনের ক্ষেত্রে শস্য পর্যায় গুরুত্ব পায়।

৪) ভূমি উন্নয়নে শস্য পর্যায়ের ভূমিকা অপরিসীম। শস্য পর্যায়ে মাটির স্বাস্থ্য ভালো থাকে। মাটির কোনোরূপ অঘটন ঘটে না। শস্য পর্যায়ের মাধ্যমে মাটির উর্বরতা শক্তি বজায় রেখে জমিতে ভালো ফসল উৎপাদন করা যায়।এছাড়াও মাটির পুষ্টির সমতা বজায় থাকে। মাটিতে নাইট্রোজেনের অভাব দেখা দেয় না। মাটিতে যেহেতু কীটনাশকের ব্যবহার কমে যায়, সেহেতু মাটি দূষণ ধীরে ধীরে রোধ করা সম্ভব। এভাবে ভূমি উন্নয়নে শস্য পর্যায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।৫) শস্য পর্যায়ে সুফল পেতে হলে সুনির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। যেহেতু একই জাতের ফসল একই জমিতে বার বার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্য পর্যায়। [newresultbd.com] অতএব, এ বিষয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। শস্য পর্যায় ব্যবহার করতে হলে প্রথমত সমগ্র জমিকে তিন বা চার খন্ডে ভাগ করতে হবে। খণ্ডগুলোতে রবি, খরিপ-১, খরিপ-২ মৌসুম অনুযায়ী প্রথম বছর বিভিন্ন ফসল ফলাতে হবে। তারপর প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরে প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে, দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করা হয়। উদ্দীপকের গণি মিয়া উঁচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি খণ্ডে খণ্ডে ভাগ করে, দুই মৌসুমে পর পর দুই বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। যেহেতু গণি মিয়া শস্য পর্যায়ের ধারা বজায় রেখে জমিতে চাষ করেন, সেহেতু নিঃসন্দেহে বলা যেতে পারে শস্য পর্যায়ে সুফল পেতে হলে গণি মিয়ার শস্য পর্যায়ের ব্যবহার সম্পূর্ণ যুক্তি সংগত।

Get Class 8 Agriculture Assignment Answer

[Join]