0

একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর বিধান মেনে চলার পদ্ধতি। ৭ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান।

একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর বিধান মেনে চলার পদ্ধতি

অ্যাসাইনমেন্ট: একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর বিধান মেনে চলার পদ্ধতি।

৭ম শ্রেণীর ইসলাম ১৪তম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর

newresultbd.com

একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর বিধান মেনে চলা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আর এই বিধানই মুসলিম জাহানের মুক্তি ও কল্যাণের পথ। আর যারা তাঁর এই বিধান ভঙ্গ করে পরকালে তাদের ফল হিসেবে শাস্তি প্রদান করা হয়। রাতে ঘুমাতে যাওয়ার এবং সকালে ঘুম থেকে ওঠার পর আমরা ঘুমের দোয়া পাঠ করতে পারি। এছাড়াও মসজিদ, ঘর, টয়লেট ইত্যাদিতে প্রবেশ ও বের হওয়ার সময় দোয়া পাঠ করার মধ্য দিয়ে আমরা সওয়াব অর্জন করতে পারি। [newresultbd.com] পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ্ব করা এবং যাকাত প্রদান করা রোজা রাখা ইত্যাদি আমাদের কর্তব্য। আর শুধু এসব পালনে বিধি-বিধান মেনে চলা সম্পূর্ণ হয় না। পাশাপাশি সব সময় সত্য কথা বলা, গিবত হতে বিরত থাকা, গালিগালাজ না দেওয়া, বড়দের শ্রদ্ধা করা ইত্যাদিও আমাদের বিধিবিধানের অন্তর্ভুক্ত।

অতএব এসব বিধিবিধান মানা আমাদের একান্ত অপরিহার্য। যার মাধ্যমে আমরা গড়ে তুলতে পারব খুবই সুন্দর একটি জীবন।আর আল্লাহর বিধানের মধ্যে নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ অংশ। [newresultbd.com] দুর্যোগের সময় সহায়তা প্রদান ও পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজনকে ভালোবাসা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করা ইত্যাদি নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে।

সর্বোপরি বলতে গেলে আল্লাহর বিধি-বিধান মেনে চলতে হলে পবিত্র কুরানুল করিমে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। 

Get Class 7 14th Week Islam Assignment Answer

[Join]