0

সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান।

সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ উত্তর

সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ উত্তর

newresultbd.com

(১) ভালো ফসলের জন্য মানসম্মত বীজ উৎপাদন করা খুবই জরুরি। সাধারণত মানসম্মত বীজ তিন ধাপে উৎপাদন করা হয়। যথা- ১) মৌল বীজ ২) ভিত্তি বীজ ৩) প্রত্যয়িত বীজ ৷ কৃষকের প্রত্যয়িত বীজ ছাড়া অন্য বীজ ব্যবহার করা উচিত নয়। যদি কেউ ফসল উৎপাদনে প্রত্যয়িত বীজ ছাড়া সারহীন বীজ ব্যবহার করেন তবে ফসল ভালো না হওয়ার আশঙ্কা বেশি থাকে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরই বিশেষজ্ঞরা প্রত্যয়িত বীজ ব্যবহারের অনুমোদন প্রদান করেন। এভাবে মানসম্মত বীজ উৎপাদন করা যায়। অতএব, মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে এসব শর্ত মানতে হবে।

(২) বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখার নামই পৃথকীকরণ। জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ হলো বীজ ফসলের জমি যদি পৃথক রাখা না হয় এতে পর-পরাগায়নের সম্ভাবনা থাকে। আর এজন্য নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। 

(৩) রগিং অর্থ হচ্ছে আকাঙ্ক্ষিত বীজের গাছ ছাড়া আগাছাসহ অন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা। তিনি রগিং করেছিলেন বীজের জাতের শুদ্ধতার জন্য। [newresultbd.com] এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। ফুল আসার আগেই অনাকাঙ্ক্ষিত গাছ রগিং করা ভালো।

(৪) ভালো ফসল উৎপাদনের জন্য জহিরের মানসম্পন্ন বীজের প্রয়োজন। কেননা ভালো ফসল উৎপাদন নির্ভর করে বীজের গুণাগুণের উপর। এছাড়াও বীজের জাত যাতে বিশুদ্ধ হয় সেদিকে সুনজর প্রদান করা অত্যাবশকীয়।

(৫) মৌল বীজ ও ভিত্তি বীজের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান। নিম্নে কয়েকটি পার্থক্য তুলে ধরা হলো –

                            মৌল বীজ

                              ভিত্তি বীজ

মৌল বীজ গবেষণা প্রতিষ্ঠানে উৎপাদিত হয়।

ভিত্তি বীজ বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের খামারে উৎপাদিত হয়।

উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে এ বীজ উৎপাদিত হয়।

অন্যদিকে ভিত্তি বীজ বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত হয়

মৌল বীজ সাধারণত প্রাকৃতিক ভাবে উৎপাদন করা হয়।

আর ভিত্তি বীজ মৌল বীজ থেকে উৎপাদন করা হয়।

Get Class 7 14th Week Agricultural Assignment Answer

[Join]