0

৬ষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর। তোমার বাড়ির দুইজন সদস্যকে সূরা আল-ফাতিহা অর্থসহ তিলাওয়াত করতে দাও এবং তাজবিদ পর্যবেক্ষন কর, ভুল চিন্হিত করে শুদ্ধরুপ কী হবে তার পরামর্শসহ একটি প্রতিবেদন।

Class 6 14th Week Islam and Moral Education Assignment

অ্যাসাইনমেন্ট: তোমার বাড়ির দুইজন সদস্যকে সূরা আল-ফাতিহা অর্থসহ তিলাওয়াত করতে দাও এবং তাজবিদ পর্যবেক্ষন কর, ভুল চিন্হিত করে শুদ্ধরুপ কী হবে তার পরামর্শসহ একটি প্রতিবেদন।

৬ষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

newresultbd.com

মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী আল-কুরআন। মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তায়ালা শেষ নবি হযরত মুহাম্মদ (সঃ) এর উপর আল-কুরআন নাজিল করেন। আল-কুরআনে রয়েছে জ্ঞান-বিজ্ঞানের সার কথা। মানুষ কোন পথে চললে ইহকাল ও পরকালে মুক্তি লাভ করবে তা এতে বলে দেওয়া হয়েছ। আর কুরআনের সংরক্ষক স্বয়ংআল্লাহ তায়ালা। কিয়ামত পর্যন্ত আল-কুরআনের কোনরুপ পরিবর্তন হবেনা। এটি সর্বশেষ ওসর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।আল- কুরআন জ্ঞানসমূহের ভান্ডার।এতে রয়েছে আল্লাহ তায়ালার পরিচয়, তার গুণাবলির বর্ণনা, তার ক্ষমতা ও নিয়ামত সমূহের বর্ণনা। আল-কুরআনে সমগ্র সৃষ্ঠির সকল কিছু বর্ণিত রয়েছে।এতে সকল কিছুর জ্ঞান সন্নিবেশিত আছে। যার জ্ঞান অর্জন করা সকলের একান্ত কর্তব্য। পবিত্র কুরআন তিলাওয়াত করতে হয় সহীহ শুদ্ধভাবে ও সুন্দর ভাবে।

তাজবিদ সহকারে পবিত্র কুরআন তিলাওয়াত করা ওয়াজিব। পবিত্র কুরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাজবিদ বলে। তাজবিদ অনুসারে কুরআন না পড়লে গুনাহ হয়। তাই তাজবিদ সহকারে শুদ্ধ ও সুন্দর করে পবিত্র কুরআন তিলাওয়াতকরা একান্ত আবশ্যক। তাজবিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ হলো মাখরাজ। আরবি হরফসমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মোট ১৭টি। আর এই ১৭টি মাখরাজ মুখের ৫টি স্থানে অবস্থিত। আরবি হরফসমুহকে নিজ নিজ মাখরাজ থেকে উচ্চারণ করা আবশ্যক। পবিত্র আল-কুরআনের সর্বপ্রথম সুরা হলো আল-ফাতিহা। এটি মক্কি  সুরা। ফাতিহা অর্থ ভুমিকা, মুখবন্ধ ইত্যাদি। যেহেতু এ সুরার মাধ্যমে কুরআনুল করিম শুরু করা হয়, সেজন্য এ সূরার নাম আল-ফাতিহা। সুরা আল-ফাতিহা কুরআনের সবচেয়ে গুরুত্ব পূর্ণ সুরা। 

আমার পরিবারের দুইজন সদস্যের সুরা ফাতিহা অর্থসহ তিলাওয়াতে তাজবিদ ভুল পর্যবেক্ষণ করে শুদ্ধরুপ কি হবে তার পরামর্শসমূহ নিম্নরূপ:

তাজবিদের ভুলসমূহ

শুদ্ধ উচ্চারণের পরামর্শ

মা-লিকি ইয়ামিদ্দি-ন

মা-লিকি ইয়াও মিদ্দি-ন

ইহদিনাস সিরাতাল মুসতাকিম

ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’ম

গাইরিল মাগদুবি আলাইহিম

গাইরিল মাগদু’বি আ’লাইহিম

ইয়াকা না’বুদু ওয়া ইয়াকা নাসতাই’ন

ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’ন

পবিত্র কুরআন তিলাওয়াত সহীহ শুদ্ধ না হলে গুনাহ হয়। আর আমাদের গুনাহ থেকে পরিত্রাণের জন্য সহীহ শুদ্ধভাবে তাজবিদ সহকারে পবিত্র কুরআন তিলাওয়াত করতে হবে। এবং সে অনুযায়ী আমল করতে হবে। তবেই দুনিয়া ও আখিরাতে সফলকাম হওয়া যাবে।

Get Class 6 Islam Assignment Answer

[Join]