0

ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর।

ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

newresultbd.com

যেসব পদ্ধতি দ্বারা জমি চাষ, বীজ বপন, আগাছা দমন, পোকামাকড় দমন, পানি সেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই-ঝাড়াই করা হয় সর্বোপরি কৃষি কাজ সম্পাদন করার জন্য যেসব পদ্ধতি ও কৌশল ব্যবহার করা হয় তা-ই কৃষি প্রযুক্তি।

কৃষি প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। সময়ের পরিক্রমায় নতুন নতুন কৃষি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ফসল উৎপাদন, পশু-পাখি পালন, মৎস্য চাষ, বনায়ন এসব ক্ষেত্রের প্রত্যেকটি অংশে প্রযুক্তির অবদানে কৃষকদের সময়, অর্থ এবং পরিশ্রমের সাশ্রয় হচ্ছে। উদাহরণ হিসেবে বলতে গেলে বর্তমান সময়ে জমি চাষ না করে দানা জাতীয় ফসল চাষ করা যায়। যেমন বর্ষার পানি নেমে গেলে কাদাময় জমিতে ভুট্টার বীজ রোপণ করলে ভালো ফলন হয়। এতে অর্থ আয় হয় এবং শ্রম কম লাগে। এছাড়াও অনেকে স্থান রয়েছে যেখানে বিদ্যুতের সুবিধা নেই। এসব বিদ্যুৎবিহীন গ্রামীণ পরিবেশে একজন কৃষক প্রযুক্তির সহায়তায় অনায়াসে ডিম সংরক্ষণ করতে পারে। [newresultbd.com] ঘরের মেঝেতে গর্ত করে সেই গর্তে হাঁড়ি বসিয়ে তার চারপাশে কাঠ-কয়লা রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডিম ঠান্ডা থাকে এবং ২০-২৫ দিন ভালো থাকে। বন্যা মৌসুমে হাওর এলাকায় খাঁচায় মাছ চাষ করার প্রযুক্তির সহায়তা নিয়ে অনেক ভালোভাবে মাছ চাষ করা যায়। কেননা খাঁচায় মাছের চাষ হলো নিবিড় চাষ।এ পদ্ধতিতে সময় এবং অর্থের তুলনামূলকভাবে কম প্রয়োজন হয় এবং ফলশ্রুতিতে অনেক অর্থ উপার্জন করা যায়। আমরা প্রত্যেকেই জানি, শীত মৌসুম হলো শুষ্ক মৌসুম। এতে গবাদি পশুর ফার্মসহ নানা স্থানে গো-খাদ্যের অভাব দেখা দেয়। কিন্তু প্রযুক্তির সহায়তায় এই অভাব পূরণ করা সম্ভব। বর্ষাকালের কাঁচা ঘাসসমূহ মাটির নিচে গর্ত করে সংরক্ষণ করার পদ্ধতিকে সাইলেজ বলা হয়। এই পদ্ধতিতে ঘাসের পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না। বরং এ পদ্ধতি ব্যবহার করে শীতকালে ঘাসের অভাব পূরণ করা যায় এবং এর স্বাদ ও গন্ধ ভালো হওয়ায় গবাদি পশুরা এভাবে সংরক্ষিত কাঁচা ঘাস খেতে খুবই পছন্দ করে। এর ব্যবহারে শীতকালে কাঁচা ঘাসের অভাব পূরণ করা যায়। 

এভাবে কৃষি প্রযুক্তির ব্যবহার ছাড়া কৃষি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আনা অসম্ভব। পৃথিবীতে কৃষি ক্ষেত্রে উন্নত প্রত্যেকটি দেশ প্রযুক্তি ব্যবহার করে। যদি বাংলাদেশে কৃষি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, তবে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। আর এর মধ্য দিয়ে জনবহুল এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা যায়।

Get Class 6 Agriculture Assignment Answer

[Join]