0

৮ম শ্রেণির বাংলা (ত্রয়োদশ সপ্তাহের) অ্যসাইনমেন্টের প্রশ্ন সমাধান ও উত্তর। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি ভালো করে পড়ে তা থেকে উত্তরণের উপায়সমূহ লোখা যেতে পারে।

Class 8 13th Week Bangla Assignment

৮ম শ্রেণির বাংলা (ত্রয়োদশ সপ্তাহের) অ্যসাইনমেন্টের সমাধান

newresultbd.com

কর্মপত্র

মানসিক অবস্থা

শব্দার্থ

উত্তরণের উপায়

দ্বিধা

সন্দেহ, সংশয়

দৃঢ় মনোবল পোষণ করা। মানুষের মন্তব্যকে/ লোকলজ্জাকে উপেক্ষা করা এবং দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া।

ম্রিয়মান

কাতর, বিষাদগ্রস্থ

আত্মবিশ্বাসী ও দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। “পারবো না” বাক্যে বিশ্বাস না করে “আমাকে পারতেই হবে” বাক্যে বিশ্বাসী হতে হবে। এবং নিজের ভালো কাজের পথে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে।

ভয়

ভীতি, ডর, শঙ্কা

ভুল বিশ্বাস থেকে বেরিয়ে এসে সমস্যার মোকাবিলা করতে হবে। মনের ভয়কে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং “আমি পারবো” এ বাক্যে বিশ্বাসী হতে হবে। তবেই ভয়কে উত্তরণ করা সম্ভব।

লাজ

লজ্জা, শরম, সংকোচ

নিজের প্রতি আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাবান হতে হবে। কে, কী বলল তা বেশি গায়ে মাখা যাবে না। নিজের দুর্বলতাকে চর্চার মাধ্যমে কাটিয়ে উঠতে হবে। ইতিবাচক দিকে লজ্জা দূর করতে হবে, নেতিবাচক দিকে নয়।

উপেক্ষা

গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া

সমাজে একদল মানুষ থাকে যারা সবসময় অন্যের দোষ -ত্রুটি খুঁজে মানুষকে পিছিয়ে রাখতে চায়। তাদের বর্জন করতে হবে। আর্ত-মানবতার পাশে দাঁড়াতে লাজ- লজ্জা পরিহার করতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে। সমালোচনাকে ভয় না করে বরং নিজের শক্তিতে রূপান্তর করতে হবে।

Get Class 8 Bangla Assignment Answer

[Join]