0

অর্থের সময় মূল্যের বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ৫ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান।

অর্থের সময় মূল্যের বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া

বিষয়: ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র, বিষয় কোড: ২৯২, স্তর: এইচএসসি, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩, অধ্যায়-তৃতীয়; অর্থের সময় মূল্য।

অ্যাসাইনমেন্ট:অর্থের সময় মূল্যের বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া।

বিষয়বস্তু

  • ১. অর্থের সময় মূল্যের ধারণা করতে পারবে
  • ২. অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে
  • ৩. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে
  • ৪. অ্যানুইটির বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে

নির্দেশনা

জনাব আরশাদ ঢাকার বনানীতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি তাকে ৪ টি প্রস্তাব দিয়েছে, যথা:

প্রস্তাব-১: এককালীন ৮০,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে;

প্রস্তাব-২: আগামী ৪ বছর যথাক্রমে ৩৫,০০,০০০ টাকা, ৩০,০০,০০০ টাকা, ২০,০০,০০০ টাকা এবং ২০,০০,০০০ টাকা পরিশােধ

প্রস্তাব-৩: আগামী ৫ বছর প্রতি বছরের শুরুতে ২২,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে; এবং

প্রস্তাব-৪: আগামী ৫ বছর প্রতি বছর শেষে ২৫,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে;

জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার ১০%; জনাব আরশাদের বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে:-

  • ক. অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে হবে
  • খ. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে
  • গ. মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে
  • ঘ. অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে
HSC 2021 ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ৫ম সপ্তাহের নমুনা উত্তর

এসাইনমেন্টের ক্রমিক নংঃ     03

এসাইনমেন্ট এর শিরোনামঃ The process of making investment decisions based on the time value of money.

বিষয় কোডঃ 292

বিষয়ঃ Finance Banking and Insurance

অর্থের সময় মূল্যের বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া

HSC Finance, Banking and Insurance 5th Week Assignment 2021 Answer

HSC Finance, Banking and Insurance 5th Week Assignment 2021 Answer HSC Finance, Banking and Insurance 5th Week Assignment 2021 Answer

HSC Finance, Banking and Insurance 5th Week Assignment 2021 Answer HSC Finance, Banking and Insurance 5th Week Assignment 2021 Answer

[Join]

ক) অর্থের সময় মূল্যের ধারনা 

অর্থের সময়মূল্য বলতে অর্থের প্রতি এককের মূল্য সময় পরিবর্তনরে সাথে সাথে যে পরিবর্তন হয় তাকে বুঝায়। যেমন আজকের ১০০০ টাকা এবং আজ থেকে ১ বছর পরের ১০০০ টাকার মূল্য সমান নয়। অর্থাৎ আজকের ১০০০ টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময়মূল্য ধারণা। অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকেই অর্থের সময়মূল্য বলে। যেমন, আমি আমার বন্ধু হাসানের নিকট ১০০০ টাকা  পাই, এমতাবস্থায় হাসান বলল ১০০০ টাকা এখন পরিশোধ না করে ১ বছর পর পরিশোধ করবে। অর্থের সময়মূল্য ধারণা অনুসারে আজকরে ১০০০ টাকা আর এক বছর পরের ১০০০ টাকা সমান মূল্য বহন করে না। ধর, সুদের হার শতকরা ১২ ভাগ অর্থাৎ  আমি যদি জনতা ব্যাংকে আজকে ১০০০ টাকা জমা রাখ, তবে আগামী বছর ব্যাংক  আমাকে ১১০০ টাকা দেবে। সুতরাং আজকের ১০০০ টাকা এবং আগামী বছরের ১১০০ টাকার সমান মূল্য বহন করে।

উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়,

ক. বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান;

খ. বর্তমানে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায় 

গ. বর্তমানে প্রাপ্ত অর্থ ও ভবিষ্যতে প্রাপ্ত অর্থের পার্থক্যের কারণ হলো সুদের হার। সুতরাং অর্থের সময়মূল্য বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে হ্রাস বা বৃদ্ধি পায় তাকে বুঝায়।

সকল এসাইনমেন্ট সমাধান সবচেয়ে দ্রুত পেতে ভিজিট করুন newresultbd.com

খ) প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় 

গ) দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় 

ঘ)  তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়

ঙ) চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়

চ) সিদ্ধান্ত গ্রহণ

উপরোক্ত সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে দেখা যাচ্ছে যে। প্রথম প্রস্তাব এর বর্তমান মূল্য ৮০,০০,০০০ টাকা । দ্বিতীয় প্রস্তাব এর বর্তমান মূল্য ৮১,১৫,৫৬৫.৮৭৭টাকা। তৃতীয় প্রস্তাব এর বর্তমান মূল্য ৯১,৭৩,৭০৩.৯৪২ টাকা । চতুর্থ প্রস্তাব এর বর্তমান মূল্য ৮৩,৩৯,৭৩০.৮৯২ টাকা ।

এখানে লক্ষণীয় বিষয় এই যে , জনাব আশাদ সাহেব বনানীতে এপার্টমেন্ট কিনতে চাইলে তার প্রথম প্রস্তাব গ্রহণ করা উচিত। কারণ অন্য সকল প্রস্তাবের চেয়ে প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য তুলনামূলক কম। এবং লাভজনক । অন্য প্রস্তাবের যেকোনো একটি গ্রহণ করলে তিনি তুলনামূলক ক্ষতিগ্রস্ত হবেন।  তাই বাকি প্রস্তাব বর্জন করে প্রথম প্রস্তাব গ্রহণ করা উচিত। 

https://youtu.be/VlG_7YCz7HE