0

লেনদেন লিপিব্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত। এসএসসি হিসাব বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান।

লেনদেন লিপিব্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত

বিষয়: হিসাব বিজ্ঞান, বিষয় কোড: ১৪৬; স্তর: এসএসসি, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪, অধ্যায়-ষষ্ঠ; জাবেদা।

অ্যাসাইনমেন্ট: লেনদেন লিপিব্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত।

সহায়ক তথ্য:

সাফওয়ান এন্টারপ্রাইজ এর ২০২০ সালের মার্চ মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ;

মার্চ ১২ ৪% বাট্টায় সিয়াম ব্রাদার্স এর কাছ থেকে প্রতি ফুট ৬০ টাকা দরে ৪৫০ ফুট পাইপ ক্রয়; বিমা খরচ ১,২০০ টাকা; চালান নং ২০;

মার্চ ১৫ মদিনা ট্রেডার্স এর নিকট হতে থেকে প্রতি ফুট ৩০ টাকা দরে ৪৮০ ফুট বৈদ্যুতিক তার ক্রয়; কারবারি বাট্টা ২.৫%। চালান নং ২৫। শর্ত ৩/১৫, নিট ৩০;

মার্চ ১৭ সিয়াম ব্রাদার্সকে পরিমাণে অতিরিক্ত হওয়ায় ২০ ফুট পাইপ ফেরত দেয়া হল। ডেবিট নােট নং-০৮;

মার্চ ২০ মদিনা ট্রেডার্সকে ৩০ ফুট বৈদ্যুতিক তার নষ্ট থাকার কারণে ফেরত দেয়া হল। ডেবিট নােট নং-১১;

বিষয়বস্তু

  • ক) চালানের ভিত্তিতে ক্রয় ও বিক্রয় জাবেদা, ডেবিট নােটের ভিত্তিতে ক্রয় ফেরত জাবেদা এবং ক্রেডিট নােটের ভিত্তিতে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারবে;

নির্দেশনা

  • ক) কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা;
  • খ) লেনদেন হতে ক্রয় জাবেদা প্রস্তুত করা;
  • গ) লেনদেন হতে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা;

লেনদেন লিপিব্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত

 SSC-2021 সালের হিসাববিজ্ঞানের ষষ্ঠ সপ্তাহের নমুনা উত্তর।

এসাইনমেন্টের ক্রমিক নংঃ 04

এসাইনমেন্ট এর শিরোনামঃ Preparation of special journal for the reason the transaction is recorded.

ক) কারবারি ও নগদান বাট্টার বিশ্লেষণ

কারবারি ও নগদান বাট্টার বিশ্লেষণ

কারবারি বাট্টা (Trade Discount): 

বিক্রেতা পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্বনির্ধারিত বিক্রয়মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে, তা কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয়। এই কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এবং ক্রেতার জন্য ক্রয় বাট্টা। ক্রেতা বা বিক্রেতা কেউই এই বাট্টার হিসাব রাখে না। প্রকৃত যে মূল্যে ক্রয়বিক্রয় হয়েছে, তা-ই হিসাবে লিপিবদ্ধ করা হয়।

১. ক্রয় বাট্টা: পন্য ক্রয়ের সময় যে বাট্টা উল্লেখ থাকে তাকে ক্রয় বাট্টা বলে। ক্রয় যেহেতু ডেবিট সেহেতু এর বাট্টা ক্রেডিট হবে। উদাহরন : রহিমের নিকট থেকে নগদে / চেকে / ধারে ১০% বাট্টায় ১০০০০টাকার পন্য ক্রয়। এখানে জাবেদাভুক্ত হবে ৯০০০ টাকার লেনদেন। অর্থাৎ ১০০০ টাকা কারবারি বাট্টা বা ক্রয় বাট্টা সেহেতু ১০০০ টাকা হিসাবভুক্ত বা জাবেদাভূক্ত হবে না।

২. বিক্রয় বাট্টা: পন্য বিক্রয়ের সময় যে বাট্টা উল্লেখ থাকে তাকে বিক্রয় বাট্টা বলে। বিক্রয় যেহেতু ক্রেডিট সেহেতু এর বাট্টা ডেবিট হবে। উদাহরন : রহিমের নিকট নগদে / চেকে / ধারে ১০% বাট্টায় ২০০০০টাকার পন্য বিক্রয়। এখানে জাবেদাভুক্ত হবে ১৮০০০ টাকার লেনদেন। অর্থাৎ ২০০০ টাকা কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা সেহেতু ২০০০ টাকা হিসাবভুক্ত বা জাবেদাভূক্ত হবে না।

নগদ বাট্টা (Cash Discount): 

ব্যবসায়ের ক্রয়-বিক্রয় প্রায়ই বাকিতে সংঘটিত হয়। ক্রেতা-বিক্রেতার মাঝে দেনা-পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদ বাট্টা। এই বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য প্রান্ত বাট্টা। উভয় পক্ষ তাদের হিসাবের বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে।

১. প্রদত্ত বাট্টা: দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে টাকা পাবার সময় যে পরিমান টাকা কম পাওয়া যায় বা দেনাদারকে ছাড় দেয়া হয় সে পরিমান টাকাকে প্রদত্ত বাট্টা বলা হয়। প্রদত্ত বাট্টা প্রতিষ্ঠানের জন্য খরচ বা ক্ষতি এজন্য প্রদত্ত বাট্টা ডেবিট হয়। সকল এসাইনমেন্ট সমাধান সবচেয়ে দ্রুত পেতে ভিজিট করুন newresultbd.com

 সিয়ামের নিকট পাওনা ১০০০০ টাকার পূর্ন নিস্পত্তিতে ৯০০০ টাকা পাওয়া গেল। এখানে ১০০০০ টাকারই জাবেদা হবে।

নগদান হিসাব ডে ৯০০০

প্রদত্ত বাট্টা হিসাব ডে ১০০০

 দেনাদার হিসাব ক্রে ১০০০০

২. প্রাপ্ত বাট্টা: পাওনাদারকে টাকা পরিশোধের সময় যদি প্রদেয় টাকার কম পরিশোধ করা হয় বা সে ছাড় দেয় তাকে প্রাপ্ত বাট্টা বলে। টাকা কম প্রদান করার ফলে ব্যয় কমে যায় সুতারং এটা প্রতিষ্ঠানের অায়। তাই প্রাপ্ত বাট্টা ক্রেডিট হয়।

সিয়ামের নিকট দেনা ১০০০০ টাকার পূর্ন নিস্পত্তিতে ৯০০০ টাকা প্রদান করা হলো। এখানে ১০০০০ টাকারই জাবেদা হবে।

পাওনাদার হিসাব ডে ১০০০০

 নগদান হিসাব। ক্রে ৯০০০

প্রাপ্ত বাট্টা হিসাব ক্রে ১০০০

খ) সহায়ক তথ্যের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুতকরণ

সাফওয়ান এন্টারপ্রাইজের ক্রয় জাবেদা 

তারিখ

ক্রেডিট হিসাব খাত

শর্ত 

চালান নং

সূত্র

ক্রয় হিসাব ডে.

পাওনাদার হিসাব ক্রে.

২০২০

মার্চ-১২

মার্চ-১৫

সিয়াম ব্রাদার্স

মদিনা ট্রেডার্স 

৩/১৫,নিট ৩০

২০

২৫

২৭,১২০

১৪,০৪০

৪১,১৬০

গ) সহায়ক তথ্যের ভিত্তিতে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুতকরণ 

সাফওয়ান এন্টারপ্রাইজের ক্রয় ফেরত জাবেদা 

তারিখ 

ডেবিট হিসাব খাত

ডেবিট নোট নম্বর

সূত্র 

পাওনাদার হিসাব ডে.

 ক্রয় ফেরত হিসাব ক্রে.

২০২০

মার্চ-১৭

মার্চ-২০

সিয়াম ব্রাদার্স

মদিনা ট্রেডার্স

০৮

১১

 

৮৬৪

১৪,০৪০

১৪,৯০৪

Get SSC Accounting Assignment Answer

[Join]

https://www.youtube.com/watch?v=FGUk2XcOHi0