অষ্টম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের ২০২১ সমাধান।
অষ্টম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান
NewResultBD.Com
আকর্ষণীয় পেন্সিল হোল্ডার
ফেলনা জিনিস দিয়ে নানা রকম সৃজনশীল ঘর সাজানোর সামগ্রী তৈরি করা যায়। এছাড়া নিত্য-প্রয়োজনীয় সামগ্রীও তৈরি করা যায়। ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পেন্সিল, কলম, কাঁচি, মেকআপের উপাদান এগুলো গুছিয়ে রাখতে পেন্সিল হোল্ডার সবসময় ব্যবহার করা হয়। অর্থ ব্যয় করে এসব পেন্সিল হোল্ডার না কিনে খুব সহজেই ফেলনা সামগ্রী দিয়ে পেন্সিল হোল্ডার প্রস্তুত করা যায়। এমন একটি ফেলনা উপকরণ হলো টয়লেট পেপার রোল। আর এ টয়লেট পেপার রোল দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় দৃষ্টিনন্দন পেন্সিল হোল্ডার।
নিম্নে পেন্সিল হোল্ডার বানানোর প্রস্তুত প্রণালী উপস্থাপন করা হলো:
উপকরণ যা যা লাগবে –
*তিনটি খালি টয়লেট পেপার রোল
*ভারি কার্ডবোর্ড
*গ্লু
*পুরানো কাপড় বা র্যাপিং পেপার
*মার্কার অথবা অ্যাক্রিলিক/ ফেব্রিক কালার
*পেইন্ট ব্রাশ
ধাপ সমূহ:
১) পুরনো কয়েকটা টয়লেট পেপার রোল নিতে হবে।
২) রোলগুলোকে পুরোনো কাপড় বা বাড়তি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে।
৩) অতঃপর তিনটা রোল একসাথে গ্লু দিয়ে আটকে নিতে হবে।
৪) তারপর রোলের যেকোনো একদিকে কার্ডপেপার দিয়ে আটকে দিতে হবে।
৫) এবার তৈরী হয়ে গেল সুন্দর পেন্সিল হোল্ডার।
চাইলে নিজের পছন্দমতো সাজিয়ে নিতে পারা যায়। পেইন্ট করে, স্টিকার, রিবন অথবা স্টোনের সাহায্যে আরো আকর্ষণীয় করা যায়। অতঃপর তৈরী হয়ে গেল আকর্ষণীয় পেন্সিল হোল্ডার।
চিত্র- পেন্সিল হোল্ডার
[Join]