0

পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। এইচএসসি রসায়ন প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

এইচএসসি রসায়ন প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস

সিলেবাস: এইচএসসি পরীক্ষা ২০২১, বিভাগ: বিজ্ঞান, বিষয়ঃ রসায়ন, পত্র: প্রথম, বিষয় কোড-১৭৬, দ্বিতীয় অধ্যায়: গুণগত রসায়ন।

অ্যাসাইনমেন্ট ১: পরমাণুর মডেল ইলেকট্রন বিন্যাস।

শিখনফল/বিষয়বস্তু

  • পরমানুর রাদারফোর্ডে ও বোর মডেলের তুলনা করতে পারবে।
  • কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেক্ট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে।
  • কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে।
  • আউফবাউ, হুড ও পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমানুর ইলেক্ট্রন বিন্যাস করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ ধাপ পরিধি)

ক) পরমাণু মডেল বর্ণনা করা;

খ) কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করা;

গ) কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা;

ঘ) পরমাণুর উপশক্তিস্তরে – ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করা;

পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস

Get All HSC Chemistry Assignment 2021 Answer