0

হিসাবের বইসমূহের পরিচিতি। সহায়ক তথ্য: তিস্তা বিপনি বিতানের নির্দিষ্ট খতিয়ানের ৩১ মে, ২০২১ তারিখের উদ্বৃত্তসমূহ যথাক্রমে নগদ ৩২,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৮,০০০ টাকা। এইচএসসি হিসাববিজ্ঞান প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান।

এইচএসসি হিসাববিজ্ঞান প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

HSC Accounting 1st Week Assignment 2021

সিলেবাস: এইচএসসি পরীক্ষা ২০২১, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়ঃ হিসাব বিজ্ঞান, পত্র: প্রথম, বিষয় কোড-২৫৩, অ্যাসাইনমেন্ট নং-১

অধ্যায় ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ

অ্যাসাইনমেন্টঃ হিসাবের বইসমূহের পরিচিতি

সহায়ক তথ্য: তিস্তা বিপনি বিতানের নির্দিষ্ট খতিয়ানের ৩১ মে, ২০২১ তারিখের উদ্বৃত্তসমূহ যথাক্রমে নগদ ৩২,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৮,০০০ টাকা।

জুন, ২০২১ইং মাসে সংঘটিত ঘটনাসমূহ নিম্নে উল্লেখ করা হলাে:

জুন-২: মালিক নগদ ১০,০০০ টাকা ও ৩০,০০০ টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়ােগ করলাে।

জুন-৫: ৪০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলাে যার ৬০% নগদে।

জুন-৯: ভাড়া পরিশােধ ৮,০০০ টাকা।

জুন-১২: চলতি মাসের ৫ তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল এবং ৫০০ টাকা বাট্টা মঞ্জুর করা হলো।

জুন-১৭: মালিক ব্যক্তিগত সম্পদ ১,০০,০০০ টাকায় বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলাে।

জুন-২০: ঘােষ এন্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় ৯,০০০ টাকা, যার ৫০% ধারে।

জুন-২৩: ঘােষ এন্ড সন্সকে তার পাওনা পরিশােধ করা হলাে এবং ২০০ টাকা বাট্টা পাওয়া গেল।

জুন-২৬: ৩০,০০০ টাকার পণ্য নগদে বিক্রয় করা হলাে।

জুন-৩০: ম্যানেজারের বেতন প্রদান করা হলাে ১০,০০০ টাকা।

শিখনফল বিষয়বস্তু:

১. দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে;

২. ডেবিট-ক্রেডিট নির্ণয় করতে পারবে;

৩. হিসাব চক্রের ধাপ সমূহের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;

৪. হিসাবের প্রাথমিক বইসমূহের প্রকারভেদ বর্ণনা করতে পারবে হিসাববের পাকা বই খতিয়ান প্রস্তুত করতে পারবে;

৫. খতিয়ানের জের নির্ণয় করতে পারবে;

৬. নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. হিসাবচক্রের ধাপ অনুসরণ করতে হবে। ২. ঘটনা হতে লেনদেন শনাক্ত করতে হবে। ৩. হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে। ৪. খতিয়ান পােস্টিং ও জের নির্ণয় করতে হবে। ৫. নগদান বই প্রস্তুত করতে হবে।

হিসাবের বইসমূহের পরিচিতি

হিসাবের বইসমূহের পরিচিতি

Get All HSC Accounting Assignment 2021 Answer