0

সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব, জাবেদার শ্রেণিবিভাগ এবং লেনদেনে সাধারণ জাবেদার দাখিলা। এসএসসি ২০২১ হিসাববিজ্ঞান তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান।

সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব, জাবেদার শ্রেণিবিভাগ এবং লেনদেনে সাধারণ জাবেদার দাখিলা।

অধ্যায় ও শিরােনাম: ষষ্ঠ অধ্যায়ঃ জাবেদা।

অ্যাসাইনমেন্টঃ সাধারন জাবেদা।

সহায়ক তথ্যঃ শামস ব্রাদার্স এর ২০২০ সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন তুলে ধরা হলাে:

জানু-১ নগদ ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ব্যাংক জমা ও ১৫,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করল।

জানু-৫ পণ্য বিক্রয় ২০,০০০ টাকা, যার ৪০% নগদে।

জানু-৭ ব্যাংক হতে উত্তোলন করা হলাে ১২,০০০ টাকা।

জানু-১০ প্রচারণা বাবদ ব্যয় ৮,০০০ টাকা।

অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে গেলে যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো হলো-

ক. জাবেদার ধারণাসহ গুরুত্ব বর্ণনা করতে হবে।

খ. বিশেষ জাবেদার শ্রেণি বিভাগ করতে হবে।

ঘ. সহায়ক তথ্য অনুসরন করে লেনদেনসমূহকে জাবেদাভুক্ত করতে হবে।

জাবেদার ধারণা ও গুরুত্ব, বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণি বিভাগ এবং লেনদেন জাবেদাভুক্ত করণ

সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব, শ্রেণিবিভাগ এবং লেনদেনে দাখিলা