ব্যবসায়িক লেনদেনের পরিচিতি, ধারণা, প্রকৃতি, হিসাব সমীকরণে প্রভাব, প্রয়োজনীয় দলিল, এসএসসি হিসাব বিজ্ঞান ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ প্রশ্ন ও উত্তর।
অ্যাসাইনমেন্টঃ ব্যবসায়িক লেনদেনের পরিচিতি – লেনদেনের ধারণা, প্রকৃতি, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, প্রয়োজনীয় দলিলাদি;
সহায়ক তথ্যঃ সাদাফ এন্টারপ্রাইজের মালিকের নিকট হতে ২০২০ সালের জুন মাসে জনাব সাদাফের নিকট হতে নিম্নোক্ত ঘটনাসমূহ জানা যায়:
- জুন-১: মালিক নগদ ২০,০০০ টাকা ও ৩৫,০০০ টাকা আসবাবপত্র ব্যবসায় বিনিয়ােগ করল।
- জুন-৯: ভাড়া পরিশােধ ৮,০০০ টাকা।
- জুন-১৩: মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজে ব্যবহারের জন্য ৩০,০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল।
- জুন-২০: রাদিফ এন্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় ৭,০০০ টাকা।
- জুন-২৩: পাওনাদারকে পরিশােধ ৭,০০০ টাকা। জুন-২৬: ৪,০০০ টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হলাে।
- জুন-৩০: ১৮,০০০ টাকা বেতনে ম্যানেজার নিয়ােগ করা হলাে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. সহায়ক তথ্য ভালােভাবে পড়ে নিতে হবে। ২. লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। ৩. ঘটনা হতে লেনদেন চিহ্নিত করতে হবে। ৪. হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে। ৫. সহায়ক তথ্য ব্যবহার করে লেনদেনের উৎস দলিল হিসেবে চালান প্রস্তুত করতে হবে।
ব্যবসায়িক লেনদেনের পরিচিতি, ধারণা, প্রকৃতি, হিসাব সমীকরণে প্রভাব, প্রয়োজনীয় দলিল