সময়-দূরত্বের লেখ থেকে যেকোনাে সময়ের বেগ এবং ত্বরণ নির্ণয়। উপরের উপাত্ত ব্যবহার করে-
ক) লেখকাগজে (সময়-দূরত্ব) লেখ অঙ্কণ পূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় কর।
খ) ‘ক’ এর লেখ হতে প্রাপ্ত বেগের বিভিন্ন মানগুলাে ব্যাবহার করে সময়- বেগ লেখ অঙ্কন কর। লেখের বিভিন্ন বিন্দুতে ‘ঢাল’ নির্ণয় করে এতদসংক্রান্ত মতামত দাও।
গ) ‘খ’ থেকে প্রাপ্ত ত্বরণের মানগুলাে ব্যবহার করে লেখ অঙ্কণ কর। ‘ক’, ‘খ’ ও ‘গ’ তে প্রাপ্ত লেখ তিনটি একই রকম কি- না যাচাই কর।
শিখনফল/বিষয়বস্তুঃ লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। নির্দেশনা এবং প্রয়ােজনীয় তথ্য পাঠ্য বইয়ের ৫০-৫২ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ কর।
সময়-দূরত্বের লেখ থেকে যেকোনাে সময়ের বেগ এবং ত্বরণ নির্ণয়
ক.
[ArticleAds]
উপরোক্ত ছকের তথ্যগুলোকে ছক কাগজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক ঘর সমান চার একক ধরে স্থাপন করি।
“O” অবস্থানের বেগ, V1 =S/t
= 0/0
=0 ms-1
“A” অবস্থানের বেগ, V2 =S/t
=1/1
= 1 ms-1
“B” অবস্থানের বেগ, V3 =S/t
=6.25/2.5
= 2.5 ms-1
“C” অবস্থানের বেগ, V4 =S/t
=9/3
= 3 ms-1
“D” অবস্থানের বেগ, V5 =S/t
=20.25/4.5
= 4.5 ms-1
“E” অবস্থানের বেগ, V6 = S/t
=25/5
= 5 ms-1
“F” অবস্থানের বেগ, V7 =S/t
= 36/6
=6 ms-1
“G” অবস্থানের বেগ, V8 =S/t
= 56.25/7.5
=7.5 ms-1
[Join]খ.
উপরোক্ত ছকের তথ্যগুলোকে ছক কাগজ এর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক ঘর সমান দুই একক ধরে স্থাপন করি।
সময়-বেগ এর লেখের সাহায্যে O, A, B, C, D, E, F এবং G বিন্দুতে ঢাল বা ত্বরণ নির্ণয় করতে হবে-
O বিন্দুতে ঢাল বা ত্বরণ, a = 0 ms-2
A বিন্দুতে ঢাল বা ত্বরণ, a1 = (1-1)/1
= 1 ms-2
B বিন্দুতে ঢাল বা ত্বরণ, a2 = (2.5-1)/(2.5-1)
= 1 ms-2
C বিন্দুতে ঢাল বা ত্বরণ, a3 = (3-2.5)/(3-2.5)
= 1 ms-2
D বিন্দুতে ঢাল বা ত্বরণ, a4 = (4.5-3)/(4.5-3)
= 1 ms-2
E বিন্দুতে ঢাল বা ত্বরণ, a5 = (6-5)/ (6-5)
= 1 ms-2
F বিন্দুতে ঢাল বা ত্বরণ, a6 = (7.5-6)/(7.5-6)
= 1 ms-2
G বিন্দুতে ঢাল বা ত্বরণ, a7 = (7.5-0)/(7.5-0)
= 1 ms-2
সুতরাং প্রাপ্ত লেখচিত্র টি ১ সেকেন্ড পর সুষম ত্বরণ নির্দেশ করে। এজন্য প্রাপ্ত ঢালের মান সর্বদাই 1 ms-2। এ সরলরেখার যেকোন অংশের ঢাল (যা ত্বরণ নির্দেশ করে) নির্ণয় করা হোক না কেন, তা ধ্রুবমান (1 ms-2) নির্দেশ করে।
গ.
ছক কাগজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক ঘর সমান চার একক ধরে স্থাপন করি।
ক হতে প্রাপ্ত লেখচিত্র বেগের। এই বেগের লেখচিত্র হতে জানা যায় এটি সুষমবেগে গতিশীল। কারণ, এটি মূলবিন্দুগামী সরলরেখা।
খ হতে প্রাপ্ত লেখচিত্র ত্বরণের। প্রাপ্ত লেখচিত্র হতে জানা যায় এটি সুষম ত্বরণ নির্দেশ করে। কারণ, এটি মূলবিন্দুগামী সরলরেখা।
গ এর লেখচিত্রটির রেখাটি সরল রেখা নয়। OA বরাবর সুষম ত্বরণে চললেও AB পথ সমত্বরণে গতিশীল।
- Class 10 3rd Week Assignment 2022 Answer
- SSC Biology Assignment 2021 & 2022
- SSC Islam Assignment 2022
- SSC English Assignment Answer 2022
- SSC Hinduism Assignment 2022
- SSC 9th Week Assignment Answer 2022
- SSC 4th Week Assignment 2021 & 2022
- SSC Math Assignment 2022 Answer
- SSC History of Bangladesh and World Civilization Assignment
- SSC Accounting Assignment 2021 & 2022