0

১. কাল্পনিক তিনটি (মূলধন আনায়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খরচ প্রদান সংক্রান্ত) লেনদেন লেখ এবং হিসাব খাত উল্লেখ করে একটি হিসাব সমীকরণের প্রভাব একটি উপস্থাপন করো। ২. তোমার পরিবারের পাঁচটি লেনদেন ও পাঁচটি লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ করো।

কাল্পনিক তিনটি লেনদেন এর হিসাবখাত ও হিসাব সমীকরণের প্রভাব উপস্থাপন

কাল্পনিক তিনটি লেনদেন নিচে লেখা হলো-

১. নগদে ১০০০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো

২. নগদে আসবাবপত্র ক্রয় করেন  ৫০০০০ টাকা

৩. অফিস কর্মচারীদের বেতন প্রদান করেন ১০০০০ টাকা।

[ArticleAds]

উপরিউক্ত লেনদেনের হিসাব খাতগুলো নিচে দেখানো হলো-

ক্রমিক নং

হিসাবের খাত

সমীকরণের প্রভাব, A=(L+E)

১.

নগদান হি: → ডে:

মূলধন হি: → ক্রে:

A (সম্পদ) – বৃদ্ধি

E (মালিকানাসত্ব ) – বৃদ্ধি

২.

আসবাবপত্র হি: → ডে:

নগদান হি: → ক্রে:

A (সম্পদ) – বৃদ্ধি

A (সম্পদ) – হ্রাস

৩.

বেতন হি: → ডে:

নগদান হি: → ক্রে:

E (মালিকানাসত্ব ) – হ্রাস

A (সম্পদ) – হ্রাস

হিসাব খাত থেকে সমীকরণের প্রভাব উপস্থাপন করা হল-

ক্রমিক নং

A

=

L

+

E

মন্তব্য

নগদান

আসবাবপত্র

বেতন

মূলধন

১.

১০০০০০

=

+

১০০০০

মূলধন

আনয়ন

২.

৫০০০০

৫০০০০

=

+

আসবাবপত্র ক্রয়

৩.

১০০০০

=

+

১০০০০

বেতন খরচ

মোট

৪০০০০

৫০০০০

=

+

১০০০০

১০০০০

উদ্বৃত্ত্ব

৯০০০০

=

+

৯০০০০

 

সুতরাং, সমীকরণের মাধ্যমে A=(L+E)

[প্রমাণিত]

আমার পরিবারের লেনদেনগুলোর মধ্যে যে সকল ঘটনা লেনদেন এবং যে সকল ঘটনা লেনদেন নয়, তা নিম্নে দেখানো হলো-

[Join]

ক্রমিক নং

বিবরণ

লেনদেন কি, না

১.

পরিবারের সদস্যদের জন্য খাদ্যসামগ্রী ক্রয় ১০০০০ টাকা

লেনদেন

২.

মাসিক বাড়িভাড়া প্রদান ৫০০০ টাকা

লেনদেন

৩.

পরিবারের সদস্যদের মাধ্যমে আয় বছরে ১০০০০০ টাকা

লেনদেন

৪.

ব্যক্তিগত মটরসাইকেল বিক্রি করে নগদে মূলধন সংগ্রহ ১০০০০০ টাকা

লেনদেন

৫.

নিজেদের শো-রুম থেকে টেলিভিশন ক্রয় ২৫০০০ টাকা

লেনদেন

৬.

ব্যক্তিগত টাকা থেকে ছোট ভাইয়ের স্কুলের বেতন পরিশোধ ১৫০০ টাকা

লেনদেন নয়

৭.

পরিবারের সকলের সম্মতিতে প্রতিমাসে ১৫০০০ টাকা করে ব্যাংকে জমার সিদ্ধান্ত গ্রহণ

লেনদেন নয়

৮.

বসবাসের জন্য বাড়ি নির্মাণের বাজেট করা হলো ১০০০০০ টাকা

লেনদেন নয়

৯.

পরিবারের সকলের জন্য কাপড়-চোপড় ক্রয়ের চুক্তিবদ্ধ হয়েছে ৫০০০০ টাকা

লেনদেন নয়

১০.

প্রতি বছর পরিবারের সদস্যদের জাকাত বাবদ ব্যয় ১০০০০০ টাকা

লেনদেন নয়