0

পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী? Class 7 Agriculture / Krishi 3rd Week Assignment Answer, 3rd Soptaher Krishi Sikkha Assignment Somadhan, সপ্তম শ্রেণীর ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা সমাধান। 1st Agriculture Assignment Solution 3rd Week For Class Seven. Assignment Task 1.

পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?

কৃষি শিক্ষা বিষয়ের ৩য় সপ্তাহের সপ্তম শ্রেণির এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রােপন করেছেন।

পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন। তােমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছেন। নিচের প্রশ্নগুলাের আলােকে উত্তর দাও-

১. পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?

[ArticleAds]

উত্তর: আমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে যেভাবে ভূমিকা পালন করছেন তা নিচে লিখা হলো-

কৃষিকাজ কে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল। কৃষিকাজ করার আগে মানুষ পশুপাখি শিকার করে অথবা গাছের ফল আহরণ করে খাদ্য সংগ্রহ করত।

বর্তমানে কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি পূরণ হয়ে থাকে।

বিভিন্ন ফসল উৎপাদন পশুপাখি প্রতিপালন মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে থাকেন।

Get More Answers:

২. তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে?

৩. তােমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?

Class 7 Agriculture 3rd Week Assignment Answer

Class 7 All Assignment Answer