0

৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর। Class 6 Math 3rd Week Assignment Answer, 3rd Soptaher Gonit / Ongko Assignment Somadhan, ষষ্ঠ শ্রেণীর ৩য় সপ্তাহের গণিত বা অংক সমাধান। 1st Math Assignment Solution 3rd Week For Class Six. Assignment Task 1.

৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর।

৬ষ্ঠ শ্রেণি গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ১:

১। তিনটি সংখ্যা ২৮, ৪৮ ও ৭২

(খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর।

নির্দেশনা

ল সা.গু ও গ.সা.গু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে।

উত্তর:

[ArticleAds]

৮ এর ভাজকসমূহ হলো:

  • ১ X ৮ = ৮,
  • ২ X ৪ = ৮

∴ ৮ এর ভাজকসমূহ হলো : ১, ২, ৪, ৮

আবার, ১২ এর ভাজকসমূহ হলো :

  • ১ X ১২ = ১২,
  • ২ X ৬ = ১২,
  • ৩ X ৪ = ১২,

∴ ১২ এর ভাজকসমূহ হলো : ১, ২, ৩, ৪, ৬, ১২;

∴ ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক হলো : ১, ২, ৪; (উত্তর)

আরও দেখুন:

(ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর।

(গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর।

(ঘ) ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যনতম সাধারণ গুণিতক নির্ণয় কর।

(ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।

Class 6 Math 3rd Week Assignment Answer

Class 6 All Assignment Answer