0

কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ। Class 7 Home Science 6th Week Assignment Answer. ক্লাস ৭ এর গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Soptom Srenir (Class7) Garhosto Biggan 6 Soptaher Assignment Er Uttor ba Somadhan. Class Seven 2nd & Last Domestic Science Assignment Solve 2020.

কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ।

সংক্ষিপ্ত প্রশ্ন:

৩। খ. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ।

৩নং প্রশ্নের “খ” এর উত্তর:

কাপড়ে মাড় দেওয়া কারণ

অপরিচ্ছন্ন পোশাকের দাগ তোলা ও ধৌতকরনের পরবর্তী পর্যায়ের কাজ হলো কাপড়ে কিছুটা কাঠিন্য ও চকচকে ভাব আনার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ভাতের মাড়, ময়দা, এরারুটি, বার্লি, গঁদের কলপ প্রভৃতি।

মাড় দেওয়ার ফলে-

  • পোশাকের চাকচিক্য ও উজ্জল্য বৃদ্ধি পায়।
  • পরিমাণ মত সঠিক নিয়মে মাড় দিলে ধোয়া নরম পোশাকে কাঠিন্য ও নতুনত্ব ফিরে আসে।
  • পোশাকের আরাম, সৌন্দর্য ও পরিপট্য বাড়ায়।

কাপড়ে মাড় প্রয়োগের ৫টি নিয়ম

  1. পোশাক ব্যবহারের পূর্বে মাড় পাতলা কাপড় বা ছাকনি দিয়ে ছেঁকে ব্যবহার করতে হবে।
  2. পোশাক উল্টো করে মাড়ে ভিজাতে হবে।
  3. ভারী পোশাকে হালকা এবং পাতলা পোশাকে ঘন মাড় দিতে হবে।
  4. কালো ও সাদা পোশাকের ক্ষেত্রে ঠান্ডা পানিতে নীল গুলে পুরো মাড়ে মিশিয়ে তারপর কাপড়ে দিতে হবে।
  5. মাড় প্রয়োগের পর পোশাকটি শুকিয়ে নিতে হবে। অথবা কাপড়ে দুর্গন্ধের সৃষ্টি হবে।

Class 7 Home Science 6th Week Assignment Answer

The reason for starch on clothes

The next step in removing stains and washing dirty clothes is to use a little hardness and shine on the fabric.

As a result of starch

  • Increases the luster and brightness of clothing.
  • When starch is applied in the right manner like quantity, the washed soft garment returns hardness and novelty.
  • Increases comfort, beauty and neatness of clothing.

5 rules for applying starch on clothes

  1. Starch should be sifted through a thin cloth or sieve before using the garment.
  2. The clothes should be wet upside down.
  3. Heavy clothing should be given light and thin clothing should be given thick starch.
  4. In the case of black and white clothes, the blue gule should be mixed in cold water with the whole flour and then given to the cloth.
  5. After applying the starch, the garment should be dried. Or the clothes will stink.