নির্ধারিত কাজঃ কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর। Class 7 Agriculture 6th Week Assignment Answer. ক্লাস ৭ এর কৃষিশিক্ষা ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Soptom Srenir Krishi Sikkha 6 Soptaher Assignment Er Uttor ba Somadhan. Class Seven 2nd & Last Agriculture Assignment Solve 2020. Assigned task: Fill in the table below about the jackfruit tree
ষষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা অ্যাসাইমেন্ট এর সমাধান সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস অনুযায়ী অ্যাসাইমেন্টকে ৬টি সপ্তাহে ভাগ করা হয়েছে। যার মধ্যে শিক্ষার্থীরা ৫টি সপ্তাহ অতিবাহিত করেছে। আশা করি বিগত সপ্তাহে আপনারা আমাদের ওয়েবসাইটের উত্তর গুলো অনুসরণ করেছেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু মাত্র একবার আমাদের উত্তর গুলো যাচাই করুন আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন। আমাদের অভিজ্ঞ টিম সব সময় আপনাদের সেবায় নিয়োজিত । আমরা চেষ্টা করি সকল প্রশ্নের শতভাগ সমাধান করার জন্য। যাই হোক যেহেতু আমরা বাংলাদেশে বাস করি সেহেতু বেশির ভাগ শিক্ষার্থী গ্রামে বাসবাস করে। তাই সবাই কৃষি কাজ সম্পর্কে অবগত। তাই কৃষিশিক্ষা পাঠে তাদের খুব একটা সমস্যা হয় না। সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা অ্যাসাইমেন্ট এ যে প্রশ্নটি করা হয়েছে তা হলো কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর। আমরা সম্পূর্ণ ছকটি আপনাদের সুবিধার্থে নিচে প্রেরণ করলাম।
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
চতুর্থ অধ্যায়: কৃষি ও জলবায়ু
পাঠ-১: কৃষি মৌসুম
পঞ্চম অধ্যায়: কৃষিজ উৎপাদন
পাঠ-৩: বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ২
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
২। নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর।
২ নং প্রশ্নের উত্তরঃ
নির্ধারিত কাজঃ কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর।
পর্যবেক্ষনের বিষয় | গাছের বৈশিষ্ট্য |
ক. কী ধরনের উদ্ভিদ | ক. সপুষ্পক উদ্ভিদ দ্বিবীঝপত্রী, কাঠল ও চিরহরিৎ |
খ. কান্ডের বৈশিষ্ট্য | খ. শক্ত ও হলদে রঙের হয় |
গ. বীজের বর্ণ | গ. সাদা |
ঘ. ফুলের বর্ণ | ঘ. সবুজ |
ঙ. কোথায় কোথায় চাষ হয়। | ঙ. গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রংপুরে চাষ করা হয়। |
চ. কেমন মাটিতে চাষ হয় | চ. বন্যামুক্ত সব ধরনের মাটিতে কাঁঠাল চাষ হয়। |