0

রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী? Class 7 Agriculture 6th Week Assignment Answer. ক্লাস ৭ এর কৃষিশিক্ষা ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Soptom Srenir Krishi Sikkha 6 Soptaher Assignment Er Uttor ba Somadhan. Class Seven 2nd & Last Agriculture Assignment Solve 2020. What is the difference between Rabi season and Kharif season?

[Tapos]

The solution of the sixth week agricultural education assignment is being found. The question that has been asked in the agricultural education assignment is what is the difference between Rabi season and Kharif season? This is a very simple and important question. We have tried to give the correct answer. Many of you don’t care about agriculture, but I think if you read it a little seriously, you can get good results in agriculture. So can read the subject of agricultural education. If you read this, you will not only get academic education, but you can do it if you want.

রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?

ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইমেন্ট এর সমাধান পাওয়া যাচ্ছে। কৃষিশিক্ষা অ্যাসাইমেন্ট এ যে প্রশ্নটি করা হয়েছে তা হলো রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী? এটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা আমরা করেছি। আপনার অনেকে কৃষি বিষয়টিকে গুরুত্ব দেন না তবে আমার মনে একটু গুরুত্বসহকারে পড়লে কৃষিতে ভাল ফলাফল করা সম্ভব। তাই কৃষি শিক্ষা বিষয়টি পড়তে পারে। এটা পড়লে শুধু একাডেমিক শিক্ষায় পাবেন না সাথে আপনি যদি কিছু করতে চান তাহলে করতে পারেন।

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

চতুর্থ অধ্যায়: কৃষি ও জলবায়ু

পাঠ-১: কৃষি মৌসুম

পঞ্চম অধ্যায়: কৃষিজ উৎপাদন

পাঠ-৩: বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ২

১। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

খঃ রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কি?

উত্তরঃ ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। যথা-

১। রবি মৌসুম

২। খরিপ মৌসুম

রবি ও খরিপ মৌসুমের ভেতর বেশ কিছু পার্থক্য বিদ্যমান। নিম্নে তা উল্লেখ করা হলোঃ-

রবি মৌসুম খরিপ মৌসুম
১। তাপমাত্রা কম থাকে। ১। তাপমাত্রা বেশি থাকে।
২। বৃষ্টিপাত কম হয়। ২। বৃষ্টিপাত বেশি হয়।
৩। বায়ুর আদ্রতা কম থাকে। ৩। বায়ুর আদ্রতা বেশি থাকে।
৪। ঝড়ের তাপমাত্রা কম থাকে। ৪। ঝড়ের আশঙ্কা বেশি থাকে।
৫। শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে। ৫। শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে।
৬। বন্যার আশঙ্কা কম থাকে। ৬। বন্যার আশঙ্কা বেশি থাকে।
৭। রেখা ও পোকার আক্রমন কম হয়। ৭। রোগ ও পোকর আক্রমন বেশি হয়।
৮। পানিসেচের প্রয়োজন হয়। ৮। পানি সেচের তেমন প্রয়োজন হয় না।
৯। দিনের চেয়ে রাত বড় বা সমান হয়। ৯। দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের সমান বা বেশি হয়।

Class 7 Agriculture 6th Week Assignment Answer