0

ফসলের মৌসুম বলতে কি বুঝ? Class 7 Agriculture 6th Week Assignment Answer. ক্লাস ৭ এর কৃষিশিক্ষা ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Soptom Srenir Krishi Sikkha 6 Soptaher Assignment Er Uttor ba Somadhan. Class Seven 2nd & Last Agriculture Assignment Solve 2020. What do you mean by harvest season?

Bangladesh is a major agricultural country. Eighty percent of the people in this country are engaged in agriculture. According to the syllabus of the Department of Secondary and Higher Education, the questions of the sixth week seventh grade agricultural education assignment have been published. Chapter 7: Agriculture and Climate Lesson-1: Agricultural Season and Chapter 5: Agricultural Production Lesson-3: Different types of flower and fruit cultivation methods have been asked in the seventh grade agricultural education assignment. Among these, these two chapters are very important in the field of agricultural education. The annual examination is not being held in Corona. Even if the annual exam was held, you would still get questions from this chapter. So in any case, we have solved all the questions of the agricultural education assignment. So write the answers now and submit without delay. We have tried to give 100% correct answer with our experienced team. So there is no reason for tension.

ফসলের মৌসুম বলতে কি বুঝ?

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের ৮০ ভাগ মানুষ কৃষি পেশায় নিয়োজিত। মাধমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেবাস অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা অ্যাসাইমেন্টটির প্রশ্ন প্রকাশিত হয়েছে। সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা অ্যাসাইমেন্টটিতে চতুর্থ অধ্যায়: কৃষি ও জলবায়ু পাঠ-১: কৃষি মৌসুম ও পঞ্চম অধ্যায়: কৃষিজ উৎপাদন পাঠ-৩: বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি থেকে প্রশ্ন করা হয়েছে। তার মাঝে কৃষি শিক্ষা বিষয়টিতে এই দুইটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। করোনায় কারণে বাষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। যদি বাষিক পরীক্ষা অনুষ্ঠিত হতো তাহলেও আপনারা এই অধ্যায় থেকে প্রশ্ন পেতেন। তো যাই হোক কৃষিশিক্ষা অ্যাসাইমেন্টটির সকল প্রশ্নের সমাধান আমরা করে ফেলেছি। তাই দেরি না করে এখনি উত্তর গুলো লিখে জমা দিন। আমরা আমাদের অভিজ্ঞ টিম দিয়ে ১০০% সঠিক উত্তর করার চেষ্টা করেছি। তাই টেনশনের কোন কারণ নেই।

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

চতুর্থ অধ্যায়: কৃষি ও জলবায়ু

পাঠ-১: কৃষি মৌসুম

পঞ্চম অধ্যায়: কৃষিজ উৎপাদন

পাঠ-৩: বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ ২

১। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

(ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?

উত্তরঃ একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ঐ ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে যে ফসলের মৌসুম বলে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। যথা
* রবি মৌসুম
* খরিপ, মৌসুম।

Question: What do you mean by crop season?

[Tapos]

Ans: The time taken for the growth of a crop from seed sowing to its physical growth and flowering is called the season of that crop. That is, the time from sowing the seeds of a crop to harvesting the crop is called the season of the crop. The whole year is divided into two seasons for crop production.

Example. * Sun season * Kharif, season.

Class 7 Agriculture 6th Week Assignment Answer