0

ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা কর। Explain the importance of truthfulness in the life of individual, society and state. Class 6 Christianity 5th Week Assignment Answer, 5th Soptaher Kristan Dhormo Assignment Somadhan, ষষ্ঠ শ্রেণীর ৫ম সপ্তাহের খ্রীষ্টান ধর্ম ও নৈতিক শিক্ষা সমাধান। 2nd Christianity and Moral Education Assignment Solution 5th Week For Class6. Assignment Task 2.

ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা কর।

ষষ্ঠ শ্রেণীর খ্রীষ্টান ধর্ম ও নৈতিক শিক্ষার ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন হচ্ছে “ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা কর”। প্রশ্নটি ক্লাস ৬ এর খ্রীষ্টানধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়: ঈশ্বরের আহ্বানে ইসাইয়ার সাড়াদান, ষষ্ঠ অধ্যায়: মুক্তিদাতা যীশুর জন্ম ও শৈশব, নবম অধ্যায়: সত্যবাদিতা, শৃংখলা ও সেবা থেকে করা হয়েছে। আমরা “ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা কর” প্রশ্নটির সমাধান করার চেষ্টা করছি।

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ

বর্ণনামূলক প্রশ্ন:

৫। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা কর।

উত্তরঃ

ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব: সত্য কোনদিন গোপন থাকে না। কারণ সত্য হলো আলোর মতো। সত্যবাদিতা ব্যক্তি জীবনের জন্য একটি মহান গুন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব আবশ্যক। ব্যক্তি নিজের, সমাজের এবং রাষ্ট্রের জন্য নিম্নোক্তভাবে সত্যবাদিতার জীব বপন করতে পারে।

  • প্রার্থনাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে মন পবিত্র রেখে।
  • ঘরে বাইরে সব সময় সত্য কথা বলে।
  • চিন্তা ও কাজের মাধ্যমে সত্যবাদিতা প্রকাশ করে।
  • নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার সততার প্রমান দিয়ে।
  • নিজের যেকোন দোষ অকপটে স্বীকার করে।
  • সমাজের সবার সাথে সুন্দর আচরণ করে।
  • সমাজের সত্য প্রতিষ্ঠা করার জন্য বিরামহীন ভাবে কাজ করার মধ্যমে।
  • রাষ্ট্রের কোন কাজে ঘুষ বা কমিশন দেওয়া নেওয়া থেকে বিরত থেকে।
  • সৎ জীবিকা দ্বারা সংসার চালানো।
  • রাষ্ট্রের নিয়মকানুন মেনে সবকিছুতে সত্য স্থাপনে আগহ্রী হয়ে।

মন্তব্য: সত্যবাদীতার পুরষ্কার ঈশ্বর আমাদের প্রচুর পরিমানে দেন। সথ্যের জয় একদিন হয়ই। সত্যবাদীতায় জীবনযাপন করে আমরাও এর সুফল জীবনে গ্রহণ করব।

Class 6 Christianity 5th Week Assignment Answer