0

পাপের প্রলােভন জয় করার উপায় বর্ণনা কর। Describe ways to overcome the temptation of sin. Class 6 Christianity 5th Week Assignment Answer, 5th Soptaher Kristan Dhormo Assignment Somadhan, ষষ্ঠ শ্রেণীর ৫ম সপ্তাহের খ্রীষ্টান ধর্ম ও নৈতিক শিক্ষা সমাধান। 2nd Christianity and Moral Education Assignment Solution 5th Week For Class6. Assignment Task 2.

পাপের প্রলােভন জয় করার উপায় বর্ণনা কর।

ষষ্ঠ শ্রেণীর খ্রীষ্টান ধর্ম ও নৈতিক শিক্ষার ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন হচ্ছে “পাপের প্রলােভন জয় করার উপায় বর্ণনা কর”। প্রশ্নটি ক্লাস ৬ এর খ্রীষ্টানধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়: ঈশ্বরের আহ্বানে ইসাইয়ার সাড়াদান, ষষ্ঠ অধ্যায়: মুক্তিদাতা যীশুর জন্ম ও শৈশব, নবম অধ্যায়: সত্যবাদিতা, শৃংখলা ও সেবা থেকে করা হয়েছে। আমরা “পাপের প্রলােভন জয় করার উপায় বর্ণনা কর” প্রশ্নটির সমাধান করার চেষ্টা করছি।

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ

বর্ণনামূলক প্রশ্ন:

২। পাপের প্রলােভন জয় করার উপায় বর্ণনা কর।

উত্তরঃ পাপের প্রলোভন জয় করার উপায়ঃ ইশ্বর নিজের ইচ্ছায় ইসাইয়ার কাছে নিজেকে প্রকাশ করলেন। কিন্তু ইসাইয়া ঈশ্বরের সাথে দেখা করতে ভীত ও দ্বিধাগ্রস্থ হলেন। তাঁর নিজের ব্যক্তিগত অপবিত্রতা ও অযোগ্যতা এবং সমগ্র ইসরায়েল জাতির পাময়তা ছিল তার এই ভয় ও দ্বিধার কারণ। পরে ঈশ্বর তাকে পাপের প্রলোভন জয় করার উপায় সম্পর্কে জানান।

  • নিজের দুর্বলতা পাপ ও অশুচির জন্য অনুতাপ প্রকাশ করা।
  • ক্ষমা প্রার্থনা করা।
  • পবিত্র হয়ে ঈশ্বরের দুয়ারে যাবেন এরকম প্রস্তুত থাকা।
  • ঈশ্বরের বাণীপ্রচার কাজে আত্বনিবেদন করা।

পাপের প্রলোভনের জয় করতে প্রভু যীশুর শিক্ষাঃ ঈশ্বরের কাজ কার জন্য মানুষের পাপের প্রলোভন জয় ও মানুষের শুচিতার প্রলোভন জয় ও মানুষের শুচিতার ব্যাপারে প্রভু যীশুর কয়েকটি উক্তি নিম্নরূপ:

  • যীশু অষ্টকল্যাণ বাণীতে বলে অন্তরে যারা পবিত্র, ধন্যতারা তারাই পরমেশ্বরকে দেখতে পাবে।
  • আমি তোমাদের বলে রাখছি শাস্ত্রী ও ফরিসিদের চেখেখ তোমাদের দর্মনিষ্টা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেনা।
  • তোমাদের স্বর্গনিবাসী পিতা যেমন সম্পূর্ণ পবিত্র তেমনি তোমাদেরও হতে হবে সম্পূর্ণ পবিত্র।

Class 6 Christianity 5th Week Assignment Answer