বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা কি কি করে থাকে? Class 6 Buddhism 5th Week Assignment Answer, 5th Soptaher Boddho Dhormo Assignment Somadhan, ষষ্ঠ শ্রেণীর ৫ম সপ্তাহের বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা সমাধান। 2nd Buddhism and Moral Education Assignment Solution 5th Week For Class6. Assignment Task 2.
৬ষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা ৫ম সপ্তাহের এসাইনমেন্টের প্রশ্ন “বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা কি কি করে থাকে?”। পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্নগুলো ষষ্ঠ অধ্যায়: চতুরার্য সত্য, সপ্তম অধ্যায়: ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব, দশম অধ্যায়: বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান থেকে করা হয়েছে। উত্তর করার সময় যেসকল বিষয় খেয়াল রাখতে হবে তা হলো- প্রশ্নের ধরণ অনুযায়ী উত্তর প্রদান, উত্তরের যথার্থতা, বিষয়বস্তুর গভীরতা, অনুধাবন ও প্রয়ােগ দক্ষতা, যুক্তি প্রয়ােগ, মতামত প্রদান ক্ষমতা।
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ
সংক্ষিপ্ত প্রশ্ন:
৩। বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা কি কি করে থাকে?
উত্তর: [newresultbd.com] বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। এই দিনটিকে তারা অত্যন্ত পবিত্র মনে কর। এই দিনের সাথে বুদ্ধদেবের জীবনের তিনটি ঘটনা জড়িত। এই দিনেই বুদ্ধ জন্মগ্রহন করেন। আবার এই দিনেই তিনি বোধিজ্ঞান বা বুদ্ধত্ব অর্জন করেন। এবং এই দিনেই তিনি মৃত্যু বরন করেন। তাই এই দিনটিকে স্বরণীয় কওে রাখার জন্য বৌদ্ধরা সমবেত হয়ে কিছু আচার অনুষ্ঠান পালন করে থাকে।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূত্রপাঠ ও বুদ্ধকীর্তনের মাধ্যমে প্রভাতফেরি করে এই উৎসবের সুচনা হয়। আগেরদিন বৌদ্ধবিহারগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে ফুল, পাতা ও কাগজ দিয়ে সাজানো হয়। পূর্ণিমার দিন সকালে বুদ্ধ পূজা, সমবেত উপাসনায়, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন করা হয়। বিকালে ধর্মসভা হয়, যেখানে বুদ্ধের জীবন, ধর্ম ও দর্শন বিষয়ে আলোচনা করা হয়। এবং সন্ধ্যায় প্রদীপ পূজা ও বুদ্ধকীর্তন হয়।
Class 6 Buddhism 5th Week Assignment Answer