0

ক্ষমা সম্পর্কে যীশুর শিক্ষাসমূহ কী? What are Jesus’ teachings about forgiveness? Class 7 Christianity 5th Week Assignment Answer, 5th Soptaher Kristan Dhormo Assignment Somadhan, সপ্তম শ্রেণীর ৫ম সপ্তাহের খ্রীষ্টান ধর্ম ও নৈতিক শিক্ষা সমাধান। 3rd Christianity and Moral Education Assignment Solution 5th Week For Class Seven. Assignment Task 2.

ক্ষমা সম্পর্কে যীশুর শিক্ষাসমূহ কী?

সপ্তম শ্রেণীর খ্রীষ্টান ধর্মের ৫ম সপ্তাহের এসাইনমেন্টর প্রশ্ন “ক্ষমা সম্পর্কে যীশুর শিক্ষাসমূহ কী?”। প্রশ্নটির উত্তর করতে হবে চতুর্থ অধ্যায়: পাপ, পঞ্চম অধ্যায়: মুক্তিদাতা যীশুর জীবন ও কাজ, নবম অধ্যায়: ক্ষমা, সহনশীলতা ও দেশপ্রেম থেকে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের সংযােগ সাধন থাকে।

The question in the 5th week assignment of seventh grade Christianity is “What are Jesus’ teachings on forgiveness?” The question must be answered in Chapter Four: Sin, Chapter Five: The Life and Work of the Redeemer Jesus, Chapter Nine: Forgiveness, Tolerance and Patriotism. When answering questions, care must be taken to ensure that there is a real-life connection with the content.

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ

. ক্ষমা সম্পর্কে যীশুর শিক্ষাসমূহ কী?

উত্তরঃ

ক্ষমা সম্পর্কে যীশুর শিক্ষাসমূহ: মুক্তিদাতা যীশু আমাদেরকে নিজের আদর্শ দিয়ে ক্ষমার বিষয়ে শিক্ষা দিয়েছেন। আমরা শাস্ত্রাংশে জেনেছি যীশু সমাবেত লোকদেরকে বললেন, “তোমরা শুনেছো যে প্রাচীন কালের মানুষদেরকে এই কথা বলা হয়েছিল “তোমরা প্রতিবেশীকে ভালোবাসবে আর তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবাস যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা কর।

যারা যীশুকে অপবাদ দিয়েছে তার ক্ষতি করেছে তাকে নির্যাতন করেছে তাদের জন্যই ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। পিতার কাছে কাতর মিনতি জানিয়ে তিনি বলেছেন, পিতা ওদের ক্ষমা করা। ওরা যে কী করছে ওরা তা জানেনা।” আমরা পাপ করলেও অনুতপ্ত হয়ে যদি ক্ষমা চাই তবে আমাদের স্বর্গীয় পিতা আমাদের সকল পাপ ক্ষমা করে দেন।

ঈশ্বর যা একবার ক্ষমা করেন তা আর মনে আনেন না। আমরাও যদি কাউকে ক্ষমা করি যে আর কখনো তা মনে না করি।

Class 7 Christianity 5th Week Assignment Answer