0

প্রব্রজ্যা প্রার্থনাটি পালি বা বাংলায় লিখ। Class 8 Buddhism 5th Week Assignment Answer, 5th Soptaher Boddho Dhormo Assignment Somadhan, অষ্টম শ্রেণীর ৫ম সপ্তাহের বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা সমাধান। 2nd Buddhism and Moral Education Assignment Solution 5th Week For Class Eight. Assignment Task 2.

প্রব্রজ্যা প্রার্থনাটি পালি বা বাংলায় লিখ।

প্রব্রজ্যা প্রার্থনা

প্রব্রজ্যা প্রার্থনার সময় প্রব্রজ্যা প্রার্থীকে বিশেষ নিয়মে বসতে হয়। গোলাকার চীবরের চূড়াটি দুই হাতে ধরে কপালে লাগাতে হয়। তারপর পায়ের আঙ্গুলের ওপর ভর রেখে দুই হাঁটু জোড় করে বসতে হয়। নিম্নোক্ত প্রার্থনাটি গভীরভাবে অর্থ উপলব্ধি করে বলতে হয়:

ওকাস অহং ভন্তে পব্বজ্জং যাচামি।
দুতিযম্পি অহং ভন্তে পব্বজ্জং যাচামি।
ততিযম্পি আহং ভন্তে পব্বজ্জং যাচামি।

বাংলা অনুবাদ:

ভন্তে, অবকাশ প্রদান করুন, আমি প্রব্রজ্যা প্রার্থনা করুনছি।
দ্বিতীয়বারও ভন্তে, আমি প্রব্রজ্যা প্রার্থনা করুনছি।
তৃতীয়বারও ভন্তে, আমি প্রব্রজ্যা প্রার্থনা করুনছি।


এরপর প্রব্রজ্যা প্রার্থনার উদ্দেশ্য ও কারণ হিসেবে নিচের প্রার্থনাটি করতে হয়।

সব্বদুক্‌খ নিস্‌সরণ নিব্বাণং সচ্ছিকরুনণত্থায ইমং কাসাবং গহেত্বা পব্বাজেথ মং ভন্তে, অনুকম্পং উপাদায।
ততিযম্পি সব্বদুক্‌খ নিস্‌সরণ নিব্বাণং সচ্ছিকরুনণত্থায ইমং কাসাবং গহেত্বা পব্বাজেথ মং ভন্তে, অনুকম্পং উপাদায।

বাংলা অনুবাদ :

ভন্তে, সমস্ত দুঃখ থেকে মুক্তিলাভ ও নির্বাণ প্রত্যক্ষ করার জন্য অনুগ্রহ করে এই কাষায় বস্ত্র (চীবরসমূহ) গ্রহণ করে আমাকে প্রব্যজ্যা প্রদান করুন
দ্বিতীয়বার ভন্তে, সমস্ত দুঃখ থেকে মুক্তিলাভ ও নির্বাণ প্রত্যক্ষ করার জন্য অনুগ্রহ করে এই কাষায় বস্ত্র (চীবরসমূহ) গ্রহণ করে আমাকে প্রব্যজ্যা প্রদান করুন

তৃতীয়বার ভন্তে, সমস্ত দুঃখ থেকে মুক্তিলাভ ও নির্বাণ প্রত্যক্ষ করার জন্য অনুগ্রহ করে এই কাষায় বস্ত্র (চীবরসমূহ) গ্রহণ করে আমাকে প্রব্রজ্যা প্রদান করুন

তারপর প্রব্যজ্যা প্রার্থীকে দীক্ষাদানকারী আচার্যের হাতে চীবরসমূহ তুলে দিতে হয়। অতঃপর হাতজোড় করে নিচের প্রার্থনাটি করতে হয়:

সব্বদুক্‌খ নিস্‌সরণ নিব্বাণং সচ্ছিকরুনণত্থায এতং কাসাবং দত্বা পব্বাজেথ মং ভন্তে, অুকম্পং উপাদায।
দুতিযম্পি সব্বদুক্‌খ নিস্‌সরণ নিব্বাণং সচ্ছিকরুনণত্থায এতং কাসাবং দত্বা পব্বাজেথ মং ভন্তে, অনুকম্পং উপাদায।
ততিযম্পি সব্বদুক্‌খ নিস্‌সরণ নিব্বাণং সচ্ছিকরুনণত্থায এতং কাসাবং দত্বা পব্বাজেথ মং ভন্তে, অনুকম্পং উপাদায।

বাংলা অনুবাদ :

ভন্তে, সমস্ত দুঃখ থেকে মুক্তিলাভ ও নির্বাণ প্রত্যক্ষ করার জন্য অনুগ্রহ করে এই কাষায় বস্ত্র (চীবরসমূহ) দিয়ে আমাকে প্রব্রজ্যা প্রদান করুন
দ্বিতীয়বার ভন্তে, সমস্ত দুঃখ থেকে মুক্তিলাভ ও নির্বাণ প্রত্যক্ষ করার জন্য অনুগ্রহ করে এই কাষায় বস্ত্র (চীবরসমূহ) দিয়ে আমাকে প্রব্রজ্যা প্রদান করুন
তৃতীয়বার ভন্তে, সমস্ত দুঃখ থেকে মুক্তিলাভ ও নির্বাণ প্রত্যক্ষ করার জন্য অনুগ্রহ করে এই কাষায় বস্ত্র (চীবরসমূহ) দিয়ে আমাকে প্রব্রজ্যা প্রদান করুন

অতঃপর, উপাধ্যায় শরীরের বত্রিশ প্রকার অশুভ বিষয় হতে প্রথম পাঁচটিকে নিয়ে করুন্মস্থান ভাবনা দেন। এগুলো হলো – কেসা, লোমা, নখা, দন্তা, তচো। এটি অনুলোম প্রতিলোমাকারে উচ্চারণ করতে হয়। তারপর চীবর প্রত্যবেক্ষণ ভাবনার মাধ্যমে চীবর গ্রহণ করতে হয়। ভাবনাটি এরূপ :

পটিসঙ্খা যোনিসো চীবরং পটিসেবামি, যাবদেব সীতস্‌স পটিঘাতায় উণ্‌হসস পটিঘাতায়, ডংস-মকস-বাতাতপ-সিরিংসপ সম্ফস্‌সাং পটিঘাতায়, যাবদেব হিরিকোপীনং পটিচ্ছাদনত্থং।

বাংলা অনুবাদ : সজ্ঞানে মনোযোগ সহকারে স্মরণ করতে আমি এ চীবর পরিধান করুনছি। এ চীবর পরিধান করুনছি। এ চীবর শুধু শীত ও উষ্ণতা নিবারণ, দংশক-মশক-ধুলাবায়ু-রৌদ্র-সরীসৃপ ও বৃশ্চিকাদির আক্রমণ ও দংশন নিবারণ এবং লজ্জা নিবারণের জন্যে।

Class 8 Buddhism 5th Week Assignment Answer