0

পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর। Class 8 Science 5th Week Assignment Answer, 5th Soptaher Biggan Assignment Somadhan, অষ্টম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান সমাধান। 3rd Science Assignment Solution 5th Week For Class Eight. Assignment Task 3.

পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর।

“পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর” প্রশ্নটি অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্টর মধ্যে রয়েছে। অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্টে মোট ৩টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে এটি দ্বীতিয় প্রশ্ন। প্রশ্নটির উত্তর রতে হবে সপ্তম অধ্যায়: পৃথিবী ও মহাকর্ষ পাঠ-২, ৩ ও ৬ থেকে। উত্তর কারর সময় যেসকল বিষয় খেয়াল করতে হবে তা হলো- নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, প্রশ্নের অনুধাবন ক্ষমতা, বিষয়বস্তুর গভীরতা, প্রয়ােগ ক্ষমতা। আমরা ক্লাস ৮ এর ৫ম এসাইনমেন্টের “পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর” প্রশ্নটির উত্তর করবো। সুতরাং যারা ৮ম শ্রেণীতে পড়েন এবং এসাইনমেন্ট করতেছেন তারা উপকৃত হবেন।

The question “Explain why your weighs 50 kg on Earth and your weighs less on the moon” is in the fifth week science assignment of the eighth grade. There are 3 questions in the 5th week science assignment of 8th class, of which this is the second question. The answer to this question has to be given in Chapter 7: Earth and Gravity Lessons-2, 3 and 6. The things to look for when answering are: providing accurate information and logical explanations, the ability to answer questions according to demand, the ability to comprehend questions, the depth of content, the ability to apply. We will answer the question in the 5th assignment of class 8, “Explain why your weight on earth is 50 kg, your weight on the moon decreases”. So those who are in 8th grade and doing assignments will benefit.

এ্যাসাইনমেন্ট প্রশ্ন:

২) পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর।

২ নং প্রশ্নের উত্তর:

পৃথিবীতে আমার ভর ৫০ কেজি হলে চাঁদে ওজন কমে যায়, ব্যাখাঃ যেহেতু বস্তুর ভর একটি ধ্রুব রাশি সুতরাং বস্তুর ওজন অভিকষর্জ ত্বরনের পরিবর্তন হয়। ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকষর্জ ত্বরন শূন্য, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য। [newresultbd.com]

মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না। চাঁদের মাধ্যকর্ষনজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর 6/1 ভাগ। সুতরাং চাঁদে ১কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় ১.৬৩ নিউটন। সেউ কারণেই পৃথিবীতে আমার ওজন ৫০ কেজি হলে চাঁদে আমার ওজন কমতে থাকবে।

Class 8 Science 5th Week Assignment Answer