0

Class 9 Bangla 5th Week Assignment Answer, 5th Soptaher Bangla Assignment Somadhan, নবম শ্রেণীর ৫ম সপ্তাহের বাংলা সমাধান। 2nd Bangla Assignment Solution 5th Week For Class Nine. Assignment Task 2.

Mention the names of 5 elements of rural literature and write 10 sentences about 2 elements in the corner of your choice. Evaluation indicator: Mention the names of 5 elements of rural literature. You have to mention 10 sentences of 2 elements. Syntax and spelling should be written correctly.

পল্লিসাহিত্যের ৫টি উপাদানের নাম উল্লেখ করে তােমার পছন্দের যে কোনাে ২টি উপাদান সম্পর্কে ১০টি করে বাক্য লেখ।

 

[Ads]

নির্ধারিত কাজ- ২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

পল্লিসাহিত্য

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ

পল্লিসাহিত্যের ৫টি উপাদানের নাম উল্লেখ করে তােমার পছন্দের যে কোনাে ২টি উপাদান সম্পর্কে ১০টি করে বাক্য লেখ।

[Ads]

মূল্যায়ন নির্দেশক

  • পল্লিসাহিত্যের ৫টি উপাদানের নাম উল্লেখ করতে হবে।
  • ২টি উপাদানের ১০টি করে বাক্য উল্লেখ করতে হবে।
  • বাক্যগঠন ও বানান শুদ্ধভাবে লিখতে হবে।

পল্লিসাহিত্যের ৫টি উপাদানের নাম উল্লেখ করে আমার পছন্দের যে কোনাে ২টি উপাদান সম্পর্কে ১০টি করে বাক্য লিখছি

পল্লিসাহিত্যের পাঁচটি উপাদানের নাম নিম্নরূপ:

১। গাথা

২। উপকথা

৩। প্রবাদবাক্য

৪। পল্লিগান

৫। ছড়া

পল্লি সাহিত্যের উপাদানগুলো মধ্যে আমার পছন্দের ২টি উপাদান হলো: ছড়া ও পল্লিগান।

[Ads]

ছড়া সম্পর্কে ১০ টি বাক্য নিচে উল্লেখ করা হলো:

১। পল্লিসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া।

২। ছড়ার সুনির্দিষ্ট কোন রচনাকাল নেই এবং রচয়িতারও পরিচয় মিলে না।

৩। ছড়াগুলি সরস প্রাণের জীবন্ত উৎস।

৪। আনন্দ সঞ্চারই মূলত ছড়ার কাজ।

৫। সংক্ষিপ্ত ও বিচিত্র বলে ছড়া সহজেই শিশুমনকে আকৃষ্ট করে।

৬। রোদের সময় বৃষ্টি হলে অমনি ছেলেমেয়েরা ছড়া কাটে-

রোদ হচ্ছে, পানি হচ্ছে

খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে।

[Ads]

৭। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে পল্লীর প্রাচীন ছড়াও বিলুপ্ত হয়ে যাচ্ছে।

৮। ছড়ার বিষয়বস্তু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ যেমন: খোকা-খুকির ছড়া, ছেলেভুলানো ছড়া, খেলাধুলার ছড়া ইত্যাদি।

৯। চিরপুরাতন হয়েও ছড়াগুলি চিরনতুনের মর্যাদা পায় সবসময়।

১০। পল্লিসাহিত্যের প্রাচীন সম্পদ ছড়াকে বাঁচিয়ে রাখতে বইয়ের পাতায় তুলে ধরতে হবে এবং সংরক্ষণ করতে হবে।

পল্লিগান সম্পর্কে ১০ টি বাক্য নিচে উল্লেখ করা হলো:

১। পল্লিসাহিত্যের মধ্যে পল্লিগান এক অমূল্য রত্ন বিশেষ।

২। পল্লিগান হচ্ছে পল্লির প্রাচীন সম্পদ।

৩। পল্লিগানের মধ্যে রয়েছে- জারিগান, ভাটিয়ালিগান, রাখালিগান, মারফতি গান ইত্যাদি।

৪। পল্লিসাহিত্যের মধ্যে পল্লিগান বিস্তৃত অংশজুড়ে আছে এবং এর বৈচিত্র্যও অত্যধিক।

[Ads]

৫। পল্লিগানের মাঝে অনেক ও বিচিত্র সৌন্দর্য, আনন্দ, তত্ত্বজ্ঞান ও প্রেম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

৬। ভাব ও সুরের বৈচিত্র্যে পল্লিগানগুলি বাঙ্গালির মন চিরদিন রসসিক্ত করে রেখেছে।

৭। পল্লির গানের মধ্যে ঘুমপাড়ানি গান সরস প্রাণের জীবন্ত উৎস।

৮। শহুরে গানের প্রভাবে পল্লিগানগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না।

৯। পল্লিগানের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো-

মনমাঝি তোর বৈঠা নেরে

আমি আর বাইতে পারলাম না।

১০। জনপ্রিয়তার দিক থেকে পল্লিগান অপরাপর পল্লিসাহিত্যের চেয়ে বেশি প্রতিষ্ঠিত, তাই তা সংরক্ষণে আমাদের মনযোগী হতে হবে।

Really helpful