0

বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কী? What is the reason for the use of copper wire in electricity transport? Class 6 Science 4th Week Assignment Answer, 4th Soptaho Biggan Somadhan / Uttor, বিজ্ঞান ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান, চতুর্থ সপ্তাহের বিজ্ঞান প্রশ্নের উত্তর।

Science class 6 4th week question

খ) বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কী?

‘খ’ নং প্রশ্নের উত্তর

বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণঃ- তামা সহ আরও অনেক ধাতু আছে যেগুলাে বিদ্যুৎ সুপরিবাহী। কিন্তু তা সত্ত্বেও বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়ে থাকে। তার নির্দিষ্ট কিছু কারণ আছে। নিম্নে তা উল্লেখ করা হলোঃ

  • তামা বিদ্যুৎ সুপরিবাহ।
  • তামা দামে সস্তা।
  • তামা সহজলভ্য।
  • তামা সহজ কাটা যায় বা জোড়া লগানাে যায়।

তামা ছাড়াও অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় যা পরবর্তীতে বিদ্যুৎ প্রবাহে বাঁধা দেয়। রূপাও বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু তা অনেক দামি। স্টিল অনেক শক্তিশালী কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতা কম। তাই সবদিক থেকে বিচার করলে বৈদ্যুতিক তারে তামার ব্যবহারিই সুবিধাজনক।

 

Class 6 Science 4th Week Assignment All Answer