0

অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ। Write the difference between molecules and atoms. Class 7 Science 4th Week Assignment Answer, 4th Soptaho Biggan Somadhan / Uttor, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান, ক্লাস ৭ম চতুর্থ সপ্তাহের বিজ্ঞান প্রশ্নের উত্তর।

প্রশ্ন ১: লিথিয়াম, পানি, খাবার লবন, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়ােডাইড, লােহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ।

খ) অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ।

“খ” নং প্রশ্নের উত্তর

[Tapos]

অনু ও পরমানুর মধ্যে পার্থক্য: নিম্নে অনু ও পরমানুর মধ্যে পার্থক্য তুলে ধরা হলো।

অনু পরমানু
১। মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কনা যার মধ্যে ঐ পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাই অনু। ১। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনা হলো পরমাণু।
২। অনুর স্বাধীন সত্তা আছে।

২। পরমানুর স্বাধীন সত্তা নেই।

৩। অনু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না ৩। পরমানু সরাসরি রাসায়নিক বিক্রিযায় অংশগ্রহণ করতে পারে।
৪। অনুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। ৪। পরমানুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে।
৫। অনুর উপাদান অসীম ৫। পরমানুর উপাদান ১১৪টি

 

Class 7 Science 4th Week Assignment All Answer