0

তােমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা কর।. Describe the electoral code of conduct observed during the election in your area. Class 7 Bangladesh And Global Identity 4th Week Assignment Answer, 4th Soptaho Bangladesh O Bissho Porichoi Somadhan / Uttor, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান, ৭ম ক্লাসের চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নের উত্তর।

প্রশ্ন: তােমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা কর।

নির্দেশনা:

১. বিষয়বস্তুগত জ্ঞানের যথার্থতা থাকতে হবে। এই ক্ষেত্রে তোমার নিজের জ্ঞানের সাথে বস্তব জ্ঞানের মিল থাকতে হবে।

২. নিভূল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখা প্রদান করতে হবে। মনগড়া কাহিনি উপস্থাপন করা যাবেনা।

৩. ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় লিখতে হবে। এই ক্ষেত্রে তোমরা এলাকার বাস্তব ঘটনার প্রেক্ষিতে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে পারো।

৪. প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান করতে হবে। অর্থাৎ, প্রশ্নে যেভাবে উত্তর চেয়েছে সেই ভাবেই উত্তর দিতে হবে।

২নং প্রশ্নের উত্তর

আমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয়

ভূমিকাঃ যে কোন দেশের জন্যই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নির্বাচনের মাধ্যমেই আমরা যে প্রতিনিধিকে জয়ী করি তার উপর সকল ভালো মন্দের দায় দায়িত্ব অর্পন করা হয়। আমাদের দেশে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নানা ধরনের আচরণ বিধি মেনে চলা হয়। আমার এলাকাও এর বাইরে নয়। আমাদের এলাকাতেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন নিয়ম কানুন আইন ও আচরণবিধি মেনে চলা হয়।

[Tapos]

আমার এলকায় নির্বাচনী আরচণবিধিঃ নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনি আচরণবিধি তৈরি করা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এটি করা হয়। নির্বাচনের সময় আমাদের এলাকায় যে ধরনের আচরণ বিধি মেনে চলা হয় তা তুলে ধরা হলো।

[Solution By newresultbd.com. অনুমতি ব্যতিত লেখা বা স্ক্রিন নিয়ে বা বানিয়ে অন্য কোনো সাইটে ব্যবহার করবেন না।]

  • মনোনয়নপত্র জাম দেওয়ার সময় কোন সমাবেশ বা মিছিল না করা।
  • দেয়ালে বা অন্য কোথাও কোন কিছু লেখা বা পোষ্টার না লাগানো।
  • রাস্তায় বা সমকে কোন সমাবেল করা হয়না।
  • রশিতে পোষ্টার বা শেকাডর্য ঝোলায় না।
  • প্রচারের জন্য কোন গেট বা আলোকসজ্জা তৈরি হয় না।
  • মোটর সাইকেল বা কোনো যানবাহন মিছিল হয় না।
  • নির্বাচনী ক্যাম্পে কোনো ভোটারদেরকে কোন উপহার খাদ্য পানীয় ইত্যাদি পরিবেশন করা হয় না।

উপসংহারঃ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য নির্বাচনের সময় নির্বাচনী বিভিন্ন আচরণ বিধি মেনে চলা এবং সুষ্ঠু নির্বাচন হতে সহায়তা করা।

 

Class 7 Bangladesh And Global Identity 4th Week Assignment Answer